Friday, May 3, 2024
Homeউত্তরবঙ্গদক্ষিণ দিনাজপুরBratya Basu | ব্রাত্যর সফরের পরেই জোড়া ধাক্কা, বেকায়দায় দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়

Bratya Basu | ব্রাত্যর সফরের পরেই জোড়া ধাক্কা, বেকায়দায় দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়

বালুরঘাট: উপাচার্য ও শিক্ষামন্ত্রীর সংঘাতের মধ্যেই জোড়া ধাক্কা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক পদে মৌখিক যোগদানের চারদিনের মাথায় পদত্যাগ করলেন জয়িতা সাহা সরকার। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা ছিন্ন করল বালুরঘাট মহিলা বিদ্যালয়ও। নোটিশ দিয়ে তাদের তরফে সম্পর্ক না রাখার কথা জানানো হয়েছে। ব্রাত্য বসুর সফরের পরেই জোড়া অঘটনে চিন্তার ভাঁজ পড়েছে উপাচার্যের কপালে।
হতবাক উপাচার্য দেবব্রত মিত্রর প্রতিক্রিয়া, ‘এমন নোটিশ! ভয়ংকর কাণ্ড! জেলার ছেলেদের পঠনপাঠনে অসুবিধা করতে এভাবে নোটিশ জারি করা যায় ? আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না। সময় এলে সাংবাদিক বৈঠক করব।’
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক পদে ৩১ মার্চ মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বালুরঘাট গার্লস কলেজের অধ্যাপক অমিত রায় পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এরপর গঙ্গারামপুর কলেজের অধ্যাপিকা জয়িতা সাহা সরকার ৯ এপ্রিল ওই পদে যোগদান করেন। কিন্তু গত ১২ এপ্রিল বালুরঘাটে এসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, উপাচার্য ও আচার্যকে বেনজির আক্রমণ করেন। এরপর থেকে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের সমস্যা আরও প্রকট হতে শুরু করে। ব্যক্তিগত কারণ দেখিয়ে ১৩ এপ্রিল আচমকা পদত্যাগ করেন জয়িতা সাহা সরকার।
দঃ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অফলাইন বা অনলাইন ক্লাসের জন্য বালুরঘাট কলেজ ও মহিলা মহাবিদ্যালয়ের উপর তাঁদের ভরসা করতে হত। বালুরঘাট কলেজ অবশ্য আগেই সহযোগিতা করা থেকে বিরত থেকেছে। এবার লিখিতভাবে নোটিশ জারি করে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ না রাখার কথা ঘোষণা করে দিল বালুরঘাট গার্লস কলেজ। কিন্তু হঠাৎ এমন সিদ্ধান্ত কেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বালুরঘাট লোকসভা আসনের তৃণমূল প্রার্থীই চাপ দিয়ে গার্লস কলেজ এবং বিশ্ববিদ্যালযয়ের মধ্যে দূরত্ব তৈরি করেছেন বলে অভিযোগ করেছেন ওই আসনের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।
কিন্তু সুকান্তবাবুর এই কথার কোনও সত্যতা নেই বলে দাবি করে উপাচার্যর কোর্টেই বল ঠেলেছেন বালুরঘাট গার্লস কলেজের পরিচালন সমিতির সভাপতি দেবপ্রিয় সমাজদার। তাঁর বক্তব্য, ‘জেলার ১২টি কলেজের মধ্যে একমাত্র আমরাই প্রথম দিন থেকে বিশ্ববিদ্যালয়ের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম। ভবন দেওয়া, অধ্যাপক দেওয়া সবই করছি। কিন্তু উপাচার্য মিথ্যাচার করেন। উনি আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে আমাদের অপমানিত করেছেন। তাই এই উপাচার্য থাকাকালীন আমরা বিশ্ববিদ্যালয়কে আর কোনওরকম সহযোগিতা করব না বলে পরিচালন কমিটির সভায় সিদ্ধান্ত নিয়েছি এবং তা নোটিশ আকারে জানিয়ে দিয়েছি।’
উল্লেখ্য , দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের এই অবস্থার জন্য রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং বর্তমান উপাচার্যকে দায়ী করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আচার্য তাঁর ক্ষমতা বলে এখানে উপাচার্যকে বসিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের বারোটা বাজিয়ে দিয়েছেন,উপাচার্য কোনওদিন কিছু দাবি জানিয়ে চিঠি দেননি বলে অভিযোগ তোলেন তিনি। সার্চ কমিটির মাধ্যমে এবং নিয়ম মেনে উপাচার্য নিয়োগ হলে তিন মাসের মধ্যে বালুরঘাটে বিশ্ববিদ্যালয়ের ভবন তৈরি হবে বলে দাবি করেছিলেন শিক্ষামন্ত্রী। এরপরেই বালুরঘাট গার্লস কলেজের দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ না রাখার বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে। পাশাপাশি পদত্যাগ করেন নতুন পরীক্ষা নিয়ামকও।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

PM Narendra Modi | ‘ভয়ে রায়বরেলিতে পালিয়েছেন শাহজাদা’, বর্ধমানের সভায় নাম না করে রাহুলকে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রায়বরেলি থেকে এবার লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) লড়তে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)৷ শুক্রবার নাম না...

Madhyamik 2024 | বাবা দিনমজুর, ৯০ শতাংশ নম্বর পেয়েও উচ্চশিক্ষা নিয়ে চিন্তায় শালকুমারহাটের ননীগোপাল

0
শালকুমারহাট: আগে কেরলে কাজ করতেন। লকডাউনের সময় অনেক কষ্টে বাড়ি ফেরেন। তারপর আর বাইরে যাননি শালকুমারহাটের ধীরেন্দ্রনাথ অধিকারী। এখন নিজের এলাকাতেই চাষের জমিতে দিনমজুরি...

Drug Trafficking | ভারত-নেপাল সীমান্তে ২০৫ গ্রাম মরফিন সহ ধৃত ২

0
খড়িবাড়ি: ভারত-নেপাল সীমান্তের (India-Nepal Border) পানিট্যাঙ্কিতে ২০৫ গ্রাম মরফিন সহ ধরা পড়ল দুই মাদক কারবারি (Drug Trafficking)। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে পানিট্যাঙ্কি...
Unbearable stomach pain, 'Comedy Queen' Bharti Singh is crying in the hospital

Bharti Singh | অসহ্য পেট ব্যথা, হাসপাতালে কেঁদে ভাসাচ্ছেন ‘কমেডি ক্যুইন’ ভারতী সিং

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টিভির পর্দায় তাঁকে সবাই হাসিখুশি দেখতেই অভ্যস্ত। কোনও কমেডি শো হোক বা রিয়্যালিটি শো সবকিছুতেই তিনি যেন পারদর্শী। বলিউডের(Bollywood) ‘কমেডি...

Narendra Modi | ‘ছোটদের ভবিষ্যৎ নষ্ট করছে তৃণমূল’, দুর্নীতি ইস্যুতে তোপ মোদির

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘ছোটদের ভবিষ্যৎ নষ্ট করছে তৃণমূল।’ দুর্নীতি ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারকে এভাবেই তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার বীরভূমের...

Most Popular