Wednesday, November 29, 2023
HomeBreaking Newsরাজ্যে চালু হতে চলেছে ‘দুয়ারে দলিল’ পরিষেবা, মুখ্যমন্ত্রীর সফর শেষেই মিলবে সবুজ...

রাজ্যে চালু হতে চলেছে ‘দুয়ারে দলিল’ পরিষেবা, মুখ্যমন্ত্রীর সফর শেষেই মিলবে সবুজ সংকেত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জমি বাড়ি কিংবা ফ্ল্যাট কেনার পর দলিল মিলবে দরজায়। রাজ্য সরকারের পক্ষ থেকে এবার চালু হতে চলেছে ‘দুয়ারে দলিল’ পরিষেবা। তাই এখন থেকে আর রেজিস্ট্রি অফিসে দলিলের জন্য চক্কর কাটতে হবে না। সম্পত্তি কেনার পর সরাসরি ডাকযোগে দলিল পৌঁছবে ঠিকানায়। নবান্ন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর থেকে ফিরলেই এই প্রকল্পে চূড়ান্ত সিলমোহর পড়বে। সুতরাং এই পরিষেবা চালু হওয়া এখন সময়ের অপেক্ষা।

বর্তমানে সম্পত্তি কেনার পর ক্রেতারা দলিলের ‘সার্টিফায়েড কপি’ পেয়ে যান অনলাইনে। আর দলিলের মূল কপি পেতে নির্দিষ্ট আইজিআর রশিদ নিয়ে ক্রেতাকে যেতে হয় রেজিস্ট্রি অফিসে। অনেক ক্ষেত্রে দেখা যায়, ক্রেতা রেজিস্ট্রি অফিসের চক্কর কাটতে পচ্ছন্দ না করলে তাদের ঠিক করা আইনজীবী অর্থের বিনিময়ে দলিল ক্রেতাদের হাতে তুলে দেন। এতে ক্রেতার শ্রম, সময়, খরচ তিনই কমে। এই দুর্ভোগ থেকে রাজ্যবাসীকে মুক্তি দিতে রাজ্য সরকার ‘দুয়ারে দলিল’ পরিষেবা আনছে সরকার।

 

জমি–বাড়ি রেজিস্ট্রেশন আইনের সবটা দেখে অফিসারেরা বলছেন ‘দুয়ারে দলিল’ পরিষেবা সম্ভব। এই পরিষেবা চালু করতে যে পরিকাঠামো প্রয়োজন তা নিয়ে বৈঠক হয়েছে। এ প্রসঙ্গে ক্রেতাদের মনে প্রশ্ন উঁকি দিতে পারে তাহলে কি বাড়িতে দলিল এলে বেশি অর্থ দিতে হবে? এই বিষয়টি মাথায় রেখে আধিকারিকেরা বলছেন, এতে ক্রেতাদের বাড়তি খরচ বহন করতে হবে না। কারণ পাসপোর্টও এভাবে দেওয়া হয়। সম্পত্তি রেজিস্ট্রেশনের বিষয়টি দেখভাল করে ‘ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ’। যা রাজ্য সরকারের অধীনে।
এক নজরে জেনে নেওয়া যাক কি থাকছে এই পরিষেবায়। নতুন পরিষেবায় চালু হওয়ার পর রেজিস্ট্রি করার সময় ক্রেতার যে ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানাতেই পৌঁছে যাবে সম্পত্তির দলিল। এই পরিষেবায় অনেক কম সময়ে ক্রেতারা হাতে পাবেন সম্পত্তির দলিল। অর্থ দপ্তরের এক অফিসারের কথায়, ‘এই দুয়ারে দলিল পরিষেবা পুরোদমে চালু হলে ক্রেতাকে রেজিস্ট্রির জন্য একবারই ওই অফিসে যেতে হবে। বারবার যাতায়াতের প্রয়োজন পড়বে না।’ পাশাপাশি এও বলা হয়েছে, নতুন পরিষেবা চালু হলেও রেজিস্ট্রি অফিস থেকে হাতে হাতে দলিল তোলার যে ব্যবস্থা তা চালু থাকবে। পরবর্তীকালে তা তুলে দেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments