রাজ্য

Tufanganj | শিক্ষকের অভাবে ধুঁকছে স্কুল, ক্লাস নিতে ভরসা গ্রুপ-ডি কর্মী

বক্সিরহাট: স্কুলে পড়ুয়ার সংখ্যা ৬৩ জন। তিনটি শ্রেণিকক্ষ (Classroom) থাকলেও একটি স্কুলে পড়ুয়াদের (Students) যে সুবিধা থাকা প্রয়োজন তার সিংহভাগই নেই। স্কুলটিতে শৌচাগার নেই, শ্রেণিকক্ষের অভাব রয়েছে। নেই প্রয়োজনীয় শিক্ষক। শিক্ষক না থাকায় শিক্ষা ব্যবস্থাটাই ধুঁকছে তুফানগঞ্জ-২ (Tufanganj) ব্লকের রামপুর-২ গ্রাম পঞ্চায়েতের জালধোয়া এলাকার জালধোয়া জুনিয়ার হাইস্কুলে। এই স্কুলে একজন শিক্ষক এবং একজন গ্রুপ-ডি কর্মী পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক্লাস নেন।

উল্লেখ্য, ২০১৩-তে এই জালধোয়া জুনিয়ার হাইস্কুল তৈরি হয়। এই স্কুলে শুরু থেকে একজন শিক্ষক ও একজন শিক্ষিকা, গ্রুপ-ডি কর্মী ছিলেন। তখন পড়ুয়ার সংখ্যা ছিল ১৩০ জন। এরই মাঝে ২০১৮ সালে একজন শিক্ষিকা স্কুল থেকে বদলি হন। তখন থেকে একজন শিক্ষক দিয়ে চলছে গোটা স্কুল। তিনটি ঘরে পড়ুয়াদের ক্লাস নিতে হিমসিম খাচ্ছিলেন ওই শিক্ষক। তাঁর এই অবস্থা দেখে পড়ুয়াদের পড়াতে এগিয়ে আসেন স্কুলের গ্রুপ-ডি কর্মী।

স্কুলের দায়িত্বে থাকা একমাত্র শিক্ষক বিপ্লব সরকারের কথায়, ‘৬৩ জন পড়ুয়াকে সামলানো যথেষ্ট কষ্টকর। স্কুলে একজন গ্রুপ-ডি কর্মী রয়েছেন। তিনিও দুটি বিভাগে ক্লাস নেন। এভাবে কোনওরকমে চলছে স্কুল। কমপক্ষে আরও দুজন শিক্ষকের প্রয়োজন রয়েছে।’

বিদ্যালয়ের পড়ুয়া কস্তুরী সাহা জানায়, দুটি ক্লাসে লেখার কাজ দিয়ে অন্য ক্লাসে গিয়ে শিক্ষক পড়ান। তাই স্কুলে পড়াশোনা হয় না তাদের। অনেকে স্কুলে গুরুত্ব সহকারে পড়ে। আবার অনেকেই সময় কাটিয়ে বাড়ি ফিরে যায়। এদিকে স্কুলে শৌচাগার নেই। সে জানায়, শৌচকর্ম সারতে পড়ুয়াদের ভরসা আশপাশের বাড়ি। শুধু তাই নয়, স্কুলে চারটি শ্রেণির পঠনপাঠন চললেও ক্লাসরুমের সংখ্যা মাত্র তিনটি। তাই মাঝেমধ্যে একই শ্রেণিকক্ষে দুটি পৃথক শ্রেণির পড়ুয়াদের পড়াতে বাধ্য হন শিক্ষক।

প্রয়োজনীয় শিক্ষক না থাকায় পড়াশোনায় পিছিয়ে পড়ছে ওই স্কুলের পড়ুয়ারা। তাই অনেকেই তাঁদের ছেলেমেয়েদের স্কুল থেকে সরিয়ে প্রায় ৫ কিমি দূরে অন্য হাইস্কুলে ভর্তি করাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা শান্তনু সাহা, মায়া সাহার বক্তব্য, শিক্ষকের ভরসাতে বাচ্চাদের স্কুলে পাঠাই। তবে ওই স্কুলে শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে। শিক্ষকের অভাবে পড়ুয়ারা পড়াশোনার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সবার পক্ষে বাচ্চাদের পাঁচ কিমি দূরে অন্য স্কুলে পাঠানো সম্ভব নয়। তাই আমরা চাই স্কুলে শিক্ষক আসুক।

শিক্ষকের সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন রামপুর সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব সিংহ। তিনি জানান, ওই স্কুলে শিক্ষক নিয়োগের বিষয়টি উপরমহলে জানানো হয়েছে। স্কুলের অন্য সমস্যাগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

Shahini Bhadra

Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Jadavpur | ক্যান্সার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর! প্রতিবাদে থানা ঘেরাও প্রার্থী সৃজনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যাদবপুর কেন্দ্রের পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের…

14 mins ago

Swati Maliwal | স্বাতী মালিওয়ালকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার কেজরিওয়ালের প্রাক্তন সচিব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালকে (Swati Maliwal) হেনস্তার অভিযোগে…

1 hour ago

BSF | গ্রামের সীমানার শেষ প্রান্তে বেড়া দেওয়ার বিকল্প প্রস্তাব, চম্পদগছের দাবি উপরমহলে পাঠাল বিএসএফ

শিলিগুড়ি, ১৭ মে : ফুলবাড়ি চম্পদগছের বাসিন্দাদের দাবি মেনে ফেন্সিং গেট তৈরির আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের…

1 hour ago

Siliguri | উত্তরবঙ্গ সংবাদের খবরের জের, নির্মাণকারীকে বোরিংয়ের পাইপ তোলার নির্দেশ পুরনিগমের

শিলিগুড়িঃ শুধু কলেজপাড়া নয়, এবার শিলিগুড়ি পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের এক নার্সিংহোম ও এক হোটেলে…

1 hour ago

Siliguri | দু চাকায় ভর করে ভারত ভ্রমণের ইচ্ছে! প্রশাসনের কাছে সহযোগিতা প্রার্থনা শিলিগুড়ি সাইকেলিং কমিউনিটির

শিলিগুড়ি: নয়া দাবিতে সরব হলেন শিলিগুড়ি সাইকেলিং কমিউনিটি। শনিবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রশাসনের কাছে…

1 hour ago

This website uses cookies.