উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত ইস্টবেঙ্গলের স্বর্ণযুগের ফুটবল সচিব অজয় শ্রীমানী। বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে কলকাতা ময়দানে।
জ্যোতিষ গুহর খুব কাছের মানুষ ছিলেন শ্রীমানী। ১৯৭২-১৯৭৪ সাল পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল সচিব ছিলেন। সেই সময় ইস্টবেঙ্গল সাফল্য পায়। ইস্টবেঙ্গলের স্বর্ণযুগও বলা হত সেই সময়কে। সেই স্বর্ণযুগেরই ফুটবল সচিব ছিলেন অজয় শ্রীমানি। পরবর্তী কালে ১৯৮০ সালে সুধীর কর্মকার, পিকে বন্দ্যোপাধ্যায়কে ফেরানো হয় ইস্টবেঙ্গলে। সেবারই মজিদ বিসকর, জামশেদ নাসিরি, মাহমুদ খাবাজিকে নেয় ইস্টবেঙ্গল। তাঁর প্রয়াণে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে বলা হয়, ‘তাঁর প্রয়াণে আমরা শোকস্তব্ধ। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই।’