Sunday, May 19, 2024
Homeউত্তর সম্পাদকীয়শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা কি অপরাধ

শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা কি অপরাধ

মাধ্যমিকের ফলের পর আরও স্পষ্ট যে, ডাক্তার, ইঞ্জিনিয়ারের ভিড়ে হারিয়ে যেতে চলেছে মানুষ গড়ার কারিগর।

  • শাঁওলি দে

মে মাসটা শুধু শ্রমিক দিবসের জন্যই বিখ্যাত নয়। বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে এইসময় মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়৷ তাই মে মাস ফল প্রকাশেরও মাস।

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফল বেরোনোর পর টিভি, সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ সব জায়গায় কিছু মুখ জ্বলজ্বল করতে দেখা যায়৷ প্রথম দশে, প্রথম কুড়িতে স্থান পায় ওরা। মিষ্টিমুখের ছবিতে ভরে ওঠে চারিদিক, বারো-ষোলো ঘণ্টা পড়ার গল্প৷

সাংবাদিকদের সামনে সাবলীল বাচনভঙ্গি, উন্নত শির, নিজের জীবন সম্পর্কে চূড়ান্ত ফোকাস এইসব ছেলেমেয়েদের চোখেমুখে চরম আত্মবিশ্বাসের ছাপ। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা বিজ্ঞানী, কেউ আরও কত কী হতে চায়, চোখে তাদের সেসব হওয়ারই দৃঢ়প্রত্যয়।

এত এত ডাক্তার, ইঞ্জিনিয়ার এসবের মাঝে একটা দুটো গলার স্বর ভিড় ঠেলে যেন বেরিয়ে আসে, কিংবা কোনও কোনও বছর তাও আসে না। তীব্র আওয়াজে এদের কথা হয়তো সাংবাদিকদের কানে পৌঁছায়ই না, এরা কেউ কেউ খুব ক্ষীণভাবে বলে ওঠে, আমি শিক্ষক হতে চাই৷ হতে চাই মানুষ গড়ার কারিগর।

না, কেউ আর মানুষ গড়তে চায় না এখন, সে যারা গড়ার তারা গড়ুক। আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। মাঝেমধ্যে মনে হয়, এরকম করে যে হারে শিক্ষকতা পেশার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ কমছে, তাতে ভবিষ্যতে যোগ্য শিক্ষক পাওয়া যাবে কি না সন্দেহ হয়!

শুধু ছাত্রছাত্রীই নয়, ছেলে কিংবা মেয়েকে সমাজের সবচাইতে উচ্চস্থানে দেখার নেশায় বেশিরভাগ বাবা-মা কেউই আর শিক্ষকতার স্বপ্ন দেখেন না৷

চিন, মালয়েশিয়া, তাইওয়ান, রাশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়ার মতো দেশে শিক্ষকতাকে সমাজের সবচেয়ে উচ্চশ্রেণিতে রাখা হয়। কোনও পাবলিক প্লেসে শিক্ষককে দেখা গেলে দাঁড়িয়ে অভিবাদন জানায় জনগণ। দোকানে, শপিং মলে, সিনেমা হল বা ব্যাংকে কিংবা থিয়েটারে তাঁদের সবচেয়ে আগে সুযোগ দেওয়া হয়৷ কারণ একমাত্র একজন শিক্ষকই পারে সমাজের শিরদাঁড়াকে সোজা করে রাখতে৷

অন্যদিকে তুরস্ক, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ভারতবর্ষের মতো দেশে এই চেহারাটা একেবারে উলটো। এখানে শিক্ষকতাকে ততটা মর্যাদা দেওয়া হয় না। চেহারাটা ইদানীং আরও নগ্ন হয়ে গিয়েছে।

কিছু বছর আগেও বিষয়টা অন্যরকম ছিল। এখনও মনে পড়ে, আশি-নব্বইয়ের দশকে আমরা দূর থেকে মাস্টারমশাইদের দেখতে পেলে রাস্তা পালটে নিতাম। সাইকেল থেকে নেমে পড়তাম। এসব এখন ব্যতিক্রমী ঘটনা, স্বাভাবিক ঘটনা হল সাইকেলের ঘণ্টা শুনে আপনি পেছনে তাকিয়ে সরে দাঁড়াবেন। একঝাঁক ছাত্র আপনাকে উপেক্ষা করে অথবা ঘাড় নেড়ে বেরিয়ে যাবে অনেকটা দূর।

কতটা দূর আদৌ তারা যাবে জানি না। তবে যেখানে পৌঁছাবে দেখতে পাব সেখানে কেউ সোজা, উন্নত শির দাঁড়িয়ে নেই, কারণ মেরুদণ্ড সোজা করার কারিগরেরই যে বড্ড অভাব আজ।

(লেখক শিক্ষক। জলপাইগুড়ির বাসিন্দা)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

IPL | ধোনির চেন্নাইকে হারিয়ে আইপিএলের চতুর্থ দল হিসাবে শেষ চারে বেঙ্গালুরু

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএলের চতুর্থ দল হিসাবে প্লে অফে উঠল বেঙ্গালুরু। বেঙ্গালুরু বনাম চেন্নাইয়ের  গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন...

Siliguri | তিস্তায় জলস্তর বেড়ে আটক ২, উদ্ধারে শুরু তৎপরতা

0
শিলিগুড়ি: পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে তিস্তার জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় বিপত্তি ঘটলো রংপোতে। নদীতে আটকে পড়লেন দু'জন। তবে তাঁরা স্থানীয় না পর্যটক তা স্পষ্ট...

Patiram | ঘুমের মধ্যেই বেহুঁশ করে চুরি, যাওয়ার আগে আইসক্রিম খেলো চোরের দল

0
পতিরাম: এ যেন ফিল্মি কায়দায় চুরি। পরিবারকে গ্যাস স্প্রে করে অচৈতন্য করে বাড়ির সর্বস্ব চুরি করল চোরের দল। যাওয়ার আগে খেয়ে গেল আইসক্রিম। নগদ...

Bomb Recovered | বিস্ফোরণের পর ফের উদ্ধার জারভর্তি বোমা, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

0
কালিয়াচক: কালিয়াচকের রাজনগর মডেল গ্রামে বোমা বিস্ফোরণের পর আরও এক জার বোমা উদ্ধার (Bomb recovered) হল ঘটনাস্থল থেকে। ওই জার থেকে ৯টি প্লাস্টিকের বলবোমা...

Minority Scholarship Scam | স্কলারশিপের টাকা আত্মসাৎ! অভিযুক্ত ২ জনকে হেপাজতে চায় সিআইডি

0
বিশ্বজিৎ সরকার, করণদিঘি: মাইনোরিটি স্কলারশিপের (Minority Scholarship Scam) কোটি কোটি টাকা তছরুপের দায়ে অভিযুক্ত মহম্মদ ফইজুল রহমান ও আবদুস সামাদকে নিজেদের হেপাজতে নিতে চায়...

Most Popular