Tuesday, April 30, 2024
HomeTop NewsElection campaign | ‘আমাকে জেতান, সিএএ-এনআরসি হতে দেব না’, নির্বাচনি প্রচারে অসমে...

Election campaign | ‘আমাকে জেতান, সিএএ-এনআরসি হতে দেব না’, নির্বাচনি প্রচারে অসমে গিয়ে আশ্বাস মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দলীয় প্রার্থীর সমর্থনে বুধবার অসমের শিলচরে প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল নেত্রী। সেইসঙ্গে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। নির্বাচনি সভায় এদিনের বক্তব্যে উঠে এল সিএএ প্রসঙ্গ। তিনি আশ্বাস দিলেন, তৃণমূল ক্ষমতায় এলে সিএএ হবে না অসম রাজ্যে।

অসমে চারটি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। শিলচরে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছেন রাধেশ্যাম বিশ্বাস। বুধবার সেই প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাধেশ্যাম সহ অন্যান্য টিএমসি প্রার্থীদের জেতানোর ব্যাপারে আহ্বান জানান তিনি। এদিন সেখানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, “অসমে বাঙালি হিন্দু ও মুসলিম ভোট মিলিয়ে ৭০ শতাংশ। আর অসমিয়া ভোট মাত্র ৩০ শতাংশ। সবাই মিলে লড়াইয়ের জন্য তৈরি হতে হবে”।

সিএএ প্রসঙ্গে মমতা বলেন, “আপনাদের হয়ে সিএএ ও এনআরসি ইস্যুতে বাংলায় আন্দোলন করেছিলাম বলে আমার বিরুদ্ধে অসমে এফআইআর হয়েছিল। আমি ভুলিনি ৬-৭টা মামলা করেছিল। কী করবে গলা কাটবে? ক’জনকে জেলে ভরবে তোমরা? ভারতকে ডিটেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছে বিজেপি। এই নির্বাচন ভয়ঙ্কর হতে চলেছে। এত কলুষিত নির্বাচন আগে কোনও দিন দেখিনি। সরকার চলছে এজেন্সি দিয়ে। সব মিডিয়ায় দেখবেন বাবুদের বড় বড় ছবি, বিজ্ঞাপন। কোনওদিন খোঁজ নিতে আসে না। কেন্দ্রীয় সরকারি চাকরিতে ১০ লক্ষ শূন্যপদ পড়ে রয়েছে। তৃণমূল সরকারে এলে সিএএ, এনআরসি বাতিল করা হবে। অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে না।”

তৃণমূল নেত্রী বলেন, “একবার জোট বাঁধুন। জোট মানে তৃণমূল। আমরাই ইন্ডিয়াকে পথ দেখাব। বাংলায় কংগ্রেস সিপিএম বলে কিছু নেই। ওখানে ওঁরা বিজেপিকে সমর্থন করে। এবার মোদি জিতে গেলে গণতন্ত্র বলে কিছু থাকবে না। আর নির্বাচন হবে। গণতন্ত্রকে বিজেপি বেঁচে দিয়েছে। জনতার জন্য ওরা কিছু করেনি। আমরা লড়তে পারি। আপনারা পারবেন না কেন?”

রাম নবমী প্রসঙ্গে তিনি বলেন, “দাঙ্গা করে ভোটে ফায়দা লুঠতে চায় বিজেপি। দাঙ্গা ছাড়া কোনও গ্যারান্টি নেই মোদি সরকারের। সংখ্যালঘু, আদিবাসী, বাঙালি, রাজবংশী সহ দলিতদের উপর অত্যাচার করা হচ্ছে। রাম নবমীর দিনে ওদের দাঙ্গা করার পরিকল্পনা রয়েছে।”

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Rajbhaban-Indian Museum | উড়িয়ে দেওয়া হবে রাজভবন, যাদুঘর… হুমকি ইমেল ঘিরে তোলপাড় কলকাতা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা বিমানবন্দরের পর এবার রাজভবন, জাদুঘর (Rajbhaban-Indian Museum)। নাশকতার হুমকি দিয়ে একাধিক জায়গায় এল ইমেল। যা নিয়ে তোলপাড় কলকাতা (Kolkata)। এদিন...

Mamata Banerjee | ‘মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন মোদিজি, গদিছাড়া করা দরকার’, মালদায় তোপ মমতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মালদা উত্তরে নির্বাচনি জনসভা থেকে বিজেপি, কংগ্রেস ও সিপিএমকে একযোগে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, ‘সিপিএমের...

London | লন্ডনের রাস্তায় ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতীর তাণ্ডব, জখম একাধিক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লন্ডনের (London) রাস্তায় দুষ্কৃতীর তাণ্ডব। ধারালো অস্ত্র নিয়ে একাধিক পথচারীকে হামলার অভিযোগে গ্রেপ্তার (Arrest) করা হল ৩৬ বছরের এক যুবককে।...

Popping Dance | পপিং ডান্সে আলো ছড়াচ্ছেন শিলিগুড়ির সন্দীপ

0
শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে ঘুরতে ঘুরতে আপনার দেখা হয়ে যেতেই পারে পপিং ডান্সার সন্দীপ ব্রাহ্মণের সঙ্গে। প্রায়ই জনবহুল এলাকায় নাচের রিল বানাতে দেখা যায় তাঁকে।...

Awas Yojna | ভোট মিটলেই আবাসের টাকা! নতুন পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় আবাস যোজনার (Awas yojna) টাকা দেবে রাজ্য (State government)। চলতি বছর বাজেটে এই ঘোষণা করা হয়েছিল। বর্তমানে চলছে লোকসভা...

Most Popular