উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ছুঁয়েছে ৪৩ ডিগ্রিতে। এই পরিস্থিতিতেই সারা দেশের সঙ্গে রাজ্যেও চলছে ভোট উৎসব। ইতিমধ্যেই দুই দফা ভোট সম্পন্ন হয়েছে রাজ্যে। মালদার দুই কেন্দ্রকে বাদ দিলে উত্তরবঙ্গে ভোটের পালা সাঙ্গ হলেও দক্ষিণবঙ্গে ভোট এখনও বাকি। এই পরিস্থিতিতে ভোটের জন্য আসা কেন্দ্রীয় বাহিনী পুলিশের কাছে বায়না করল সানস্ক্রিন আর ওয়াটার কুলারের। পুলিশ এই বিষয়ে সহযোগিতা করছে বলেই বাহিনীর দাবি।
দ্বিতীয় দফা ভোটের সময় শিলিগুড়িতে এসে নানান বায়না করেছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আবদার ছিল শহরের নামী হোটেলে থাকার ব্যবস্থা করতে হবে বাহিনীর আধিকারিকদের। নামী হোটেলে না রেখে সাধারণ মানের হোটেলে থাকার ব্যবস্থা করায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন কেন্দ্রীর বাহিনীর আধিকারিকরা। মে মাসে ১৩ এবং ২৫ তারিখ ভোট রয়েছে বর্ধমান জেলায়। ইতিমধ্যেই জেলায় চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ মোড় সংলগ্ন হস্টেলে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জানা গেছে, কেন্দ্রীয় বাহিনীর তরফে পুলিশের কাছে ওয়াটার কুলার চাওয়া হয়েছে। একইসঙ্গে, তীব্র গরমে রোদের মধ্যে টহল দিতে হচ্ছে। তাই চাওয়া হয়েছে সানস্ক্রিন। বাহিনীর বক্তব্য, যে কোনও পরিস্থিতিই মানিয়ে নিতে প্রস্তুত তাঁরা। তবে তীব্র গরমে সুস্থ থেকে পরিষেবা দিতেই চেয়েছেন কুলার ও সানস্ক্রিন। জওয়ানদের এই ন্যুনতম দাবি পূরণ করেছে জেলা প্রশাসন। জওয়ানদের থাকার ঘরে বেশ কয়েকটি ওয়াটার কুলার বসিয়ে দেওয়া হয়েছে।
গিয়েছে। বর্ধমান উত্তর মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস বলেন, “ভোটে নিরাপত্তার দায়িত্ব থাকা কর্মীরা যাতে গরমে কষ্ট না পান তারজন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে বর্ধমান জেলা পুলিশ। ভোটের দিন ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে গরম মোকাবিলায় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।”