রাজ্য

ডিজিটাল যুগেও পৌঁছায়নি বিদ্যুৎ, অন্ধকারে ডুবে বক্সার পানবাড়ি বস্তি

হ্যামিল্টনগঞ্জ: ডিজিটাল যুগ যে ভারতে শুরু হয়ে গিয়েছে সেই বিষয়ে কেন্দ্রীয়, রাজ্য সরকারের তরফে নানা সময়ে প্রচার করা হয়। কিন্তু এই ডিজিটাল যুগেও কোনও কোনও গ্রামে বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি সে খবর রাখার দায়িত্ব কার তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে উত্তর অজানাই। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের প্রত্যন্ত বক্সা পাহাড়ের গ্রাম পানবাড়ি বস্তি। প্রায় ৩৫টি পরিবার এখানে বসবাস করে। তাঁদের মধ্যে বেশিরভাগ ডুকপা জনগোষ্ঠীর মানুষ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আড়াই হাজার ফুট উচ্চতায় থাকা ওই গ্রামের মানুষদের এখনও কেরোসিনের আলো বা মোমবাতির উপর নির্ভর করতে হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের সময় সেই বাতিও জ্বলে না।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক বছর আগে তাঁরা বিদ্যুৎ বণ্টন সংস্থার দপ্তরে বিদ্যুৎ সংযোগের আবেদন জানানোর পাশাপাশি কোটেশনের টাকাও জমা করেছেন। কিন্তু এখনও পর্যন্ত গ্রামের আশপাশে একটি খুঁটিও পোঁতা হয়নি। বৃহস্পতিবার ওই গ্রামের বাসিন্দাদের একাংশ হ্যামিল্টনগঞ্জের বাসিন্দা তথা আইনজীবী দেবাংশু ঘোষের সঙ্গে গ্রামে কীভাবে বিদ্যুৎ সংযোগ মিলবে তা নিয়ে পরামর্শ করেন। দেবাংশু ঘোষ বলেন, ‘এই যুগেও সাধারণ মানুষ অন্ধকারে থাকছেন ভাবাই যায় না। প্রশাসনের উচিত দ্রুত ওই গ্রামে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা।’

পানবাড়ি বস্তির বাসিন্দা লাবদোজি ডুকপা বলেন, ‘রাত হলেই গোটা গ্রাম অন্ধকারে ডুবে যায়। বেশ কিছুদিন আগে প্রশাসনের তরফে কয়েকটি সোলার লাইট বসানো হয়েছিল। সেগুলো সব বিকল হয়ে পড়েছে। কেরোসিন পাওয়া যায় না।’ পাসা দোরজি ডুকপা, সাংগে ডুকপা, নাডো ডুকপার মতো অন্য বাসিন্দারাও প্রায় একইভাবে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। অবিলম্বে গ্রামে বিদ্যুৎ সংযোগের দাবি তুলেছেন তাঁরা।

কালচিনির বিধায়ক বিশাল লামার কথায়, ‘ওই গ্রামে বহুবার গিয়েছি। স্থানীয়দের কথা ভেবে বিদ্যুৎ বণ্টন সংস্থার আধিকারিকদের একাধিকবার ওই গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি জানিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। লোকসভা নির্বাচনের পর ফের এই দাবি তুলব।’  বিদ্যুৎ বণ্টন সংস্থার আলিপুরদুয়ারের রিজিওনাল ম্যানেজার গোবিন্দ তালুকদার বলেন, ‘ওই গ্রামে বিদ্যুৎ সংযোগ দিতে হলে বন দপ্তরের অনুমতি প্রয়োজন। ইতিমধ্যে বন দপ্তরের কাছে আবেদন পাঠানো হয়েছে। অনুমতি পেলেই কাজ শুরু হবে।’ অবশ্য বক্সা ব্যাঘ্র-প্রকল্পের ফিল্ড ডিরেক্টর অপূর্ব সেন ফোন না তোলায় এই বিষয়ে তাঁর মন্তব্য পাওয়া যায়নি।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Madarihat | মাদারিহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পূর্ণবয়স্ক মাকনা হাতির

রাঙ্গালিবাজনা: একটি পূর্ণবয়স্ক মাকনা হাতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মাদারিহাটের (Madarihat)…

7 mins ago

Weather Report | উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

সানি সরকার, শিলিগুড়ি: উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সংক্রান্ত সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর (Weather report)। আজ পাহাড়ের…

54 mins ago

IPL | ধোনির চেন্নাইকে হারিয়ে আইপিএলের চতুর্থ দল হিসাবে শেষ চারে বেঙ্গালুরু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএলের চতুর্থ দল হিসাবে প্লে অফে উঠল বেঙ্গালুরু। বেঙ্গালুরু বনাম চেন্নাইয়ের…

10 hours ago

Siliguri | তিস্তায় জলস্তর বেড়ে আটক ২, উদ্ধারে শুরু তৎপরতা

শিলিগুড়ি: পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে তিস্তার জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় বিপত্তি ঘটলো রংপোতে। নদীতে আটকে…

10 hours ago

Patiram | ঘুমের মধ্যেই বেহুঁশ করে চুরি, যাওয়ার আগে আইসক্রিম খেলো চোরের দল

পতিরাম: এ যেন ফিল্মি কায়দায় চুরি। পরিবারকে গ্যাস স্প্রে করে অচৈতন্য করে বাড়ির সর্বস্ব চুরি…

11 hours ago

Bomb Recovered | বিস্ফোরণের পর ফের উদ্ধার জারভর্তি বোমা, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

কালিয়াচক: কালিয়াচকের রাজনগর মডেল গ্রামে বোমা বিস্ফোরণের পর আরও এক জার বোমা উদ্ধার (Bomb recovered)…

12 hours ago

This website uses cookies.