রাজ্য

Electrocution | কাকার টোটোতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বালকের মৃত্যু, পলাতক অভিযুক্ত

হরিশ্চন্দ্রপুরঃ কাকার টোটোটি খুব শখের ছিল সাত বছরের ওয়াসিমের। সেই টোটোই শেষ পর্যন্ত প্রাণ কাড়ল তার। মঙ্গলবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার এলাকার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ছত্রক গ্রামে। খেলার সময় চার্জে থাকা টোটোয় উঠে যায় ওয়াসিম। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। বুধবার ময়নাতদন্তের পর তার দেহ গ্রামে ফিরে আসলে কান্নার শব্দে ভারি হয়ে ওঠে এলাকার বাতাস। ঘটনার পর থেকেই অভিযুক্ত কাকা পালাতক। ওয়াসিমের অস্বাভাবিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা। বাবা ফিরদৌস আনসারি পরিযায়ী শ্রমিক। ছেলের মৃত্যুর খবর পেয়ে দিল্লি থেকে বাড়ি ফিরছেন তিনি।

পুলিশ জানিয়েছে, মৃত বালকের নাম ওয়াসিম রেজা (৭)। গতকাল তার দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়। তবে তার পরিবারের তরফে এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।’

স্থানীয় বাসিন্দা এবং ওয়াসিমের পরিবারের লোকজনের অভিযোগ, টোটোচালক রোজ আলি প্রতিদিন নিজের বাড়ির জানালা থেকে বিদ্যুতের তার টেনে উঠোনে টোটো চার্জ করতেন। বারবার বারণ করা সত্ত্বেও তিনি কর্ণপাত করেননি। সোমবারের হালকা বৃষ্টিতে টোটো ভিজে ছিল। এদিন টোটোর ব্যাটারিতে চার্জ দিলেই গোটা গাড়িটি শর্ট সার্কিট হয়ে যায়। কাকার অসাবধানতার জন্যই ওয়াসিমের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওয়াসিম স্কুল থেকে বাড়ি ফিরে পাশের উঠোনে রাখা কাকার টোটোয় উঠে খেলছিল। তখন টোটো চার্জে দেওয়া ছিল। খানিক বাদেই ওয়াসিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। এক প্রতিবেশী বিষয়টি দেখতে পান। তিনি ছুটে গিয়ে ওয়াসিমের মাকে গোটা ঘটনা জানান। তার মা ও পরিবারের লোকেরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা ওয়াসিমকে মৃত ঘোষণা করেন।

ওয়াসিমের মা কাশমেরী খাতুন বলেন, ‘আমার দুই ছেলে। ওয়াসিম ছোট। তুলসীহাটায় একটি নার্সারি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করছিল। গত তিনদিন সুলতাননগরের কুশল গ্রামে দাদুর বাড়িতে ছিল। মঙ্গলবার বাড়ি ফিরে আসে। সকালে স্কুল যায়। স্কুল থেকে বাড়ি ফিরে উঠোনে খেলছিল। তখনই এই দুর্ঘটনা।’ হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, ‘গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Old Malda | বন্ধ ছিল মিড-ডে মিল, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বিতর্কে অবর বিদ্যালয় পরিদর্শক

পুরাতন মালদাঃ মিড-ডে মিল সংক্রান্ত বিদ্যালয়ের আভ্যন্তরীণ ভিডিও প্রকাশ্যে এনে সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে বিতর্কে…

4 mins ago

Sikkim Tourism | আবহাওয়ায় নজর রেখে অনুমতি পর্যটকদের, বিপদ এড়াতে চাইছে সিকিম

সানি সরকার, শিলিগুড়ি: প্রবল তুষারপাত (Heavy Snowfall) অথবা ধসের (Landslide) জেরে পর্যটকদের আটকে পড়া নতুন…

41 mins ago

Harischandrapur | কৃষক বন্ধুর টাকা ঢুকছে ভুয়ো অ্যাকাউন্টে! অভিযোগ পেলে তদন্তের আশ্বাস কৃষি আধিকারিকের

হরিশ্চন্দ্রপুরঃ এবারে রাজ্য সরকারের কৃষক বন্ধুর টাকা প্রদান নিয়ে বড়সড় দুর্নীতি প্রকাশ্যে এল। অভিযোগ, হরিশ্চন্দ্রপুর…

55 mins ago

Sheikh Hasina | গার্ড অফ অনার হাসিনাকে, রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন বাংলাদেশের প্রধানমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চিন সফরে যাওয়ার আগে দুদিনের জন্য ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ…

1 hour ago

Alipurduar | বৃষ্টিই ‘আশীর্বাদ’, জল সংরক্ষণ করে ব্যবহারের নজির আলিপুরদুয়ারের স্কুলে

আলিপুরদুয়ার: লাগাতার সাতদিন ধরে বৃষ্টি চলছে আলিপুরদুয়ারে (Alipurduar)। ভারী বৃষ্টিতে জেলার বিভিন্ন জায়গায় জলে টইটুম্বুর।…

1 hour ago

This website uses cookies.