Saturday, May 11, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গবিয়েবাড়ির মজুত খাদ্যসামগ্রী সাবাড় করল হাতি, জখম ১

বিয়েবাড়ির মজুত খাদ্যসামগ্রী সাবাড় করল হাতি, জখম ১

চালসা: শুক্রবার ছেলের বৌভাতের আয়োজন চলছিল। তৈরি হচ্ছে প্যান্ডেলও। বৌভাতের জন্য ঘরের মধ্যে চাল, ডাল, সবজি সহ যাবতীয় আনাজপাতি রাখা ছিল। কিন্তু বৌভাতের আগেই হাতি এসে ঘরের জানালা ভেঙে বৌভাতের জন্য মজুত যাবতীয় খাদ্যদ্রব্য সাবাড় করল। শুধু তাই-ই নয় হাতিটি যৌথ বন সুরক্ষা কমিটির একটি ছোট গাড়িতেও আক্রমণ করে। ওই সময় গাড়িতে থাকা চালক ইমরান আলী গুরুতর জখম হয়। বর্তমানে তিনি জলপাইগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল সংলগ্ন দক্ষিণ ধূপঝোড়া এলাকায়।

জানা গিয়েছে, রবিবার রাতে গরুমারা জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে চলে আসে দক্ষিণ ধূপঝোরা এলাকায়। খাবারের লোভে হাতিটি এলাকার গুয়াবাড়ির জিতেন রায়ের বাড়িতে গিয়ে হামলা চালায়। ঘরের জানালা ভেঙে বৌভাতের জন্য মজুত যাবতীয় খাদ্যদ্রব্য সাবাড় করে হাতিটি। এলাকায় হাতি আসার খবর পেয়ে গাড়ি নিয়ে হাতি তাড়ানোর জন্য আসেন যৌথ বন সুরক্ষা কমিটির সদস্য সহ বনকর্মীরা। তাঁরা গাড়ি থেকে নেমে হাতিটিকে তাড়ানোর জন্য ওই বাড়িতে যায়। ওই সময় গাড়িতে চালক ইমরান একাই ছিল। হাতিটি খাওয়ার সাবাড় করার পর ওই গাড়িটির দিকে তেড়ে আসে। গাড়ির সামনে সুর দিয়ে আঘাত করে। ওই সময় গাড়িতে থাকা চালাক ইমরান আলী গুরুতর জখম হয়। রাতেই তাঁকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে তারপর সেখান থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। সোমবার সকালে ক্ষতিগ্রস্ত বাড়ি ও গাড়িটি দেখতে যান বনকর্মী সহ যৌথ বন সুরক্ষা কমিটির সদস্যরা।

ধূপঝোরা ২ নম্বর যৌথ বন সুরক্ষা কমিটির কোষাধক্ষ্য হরিপদ রায় বলেন, ‘আহত চালকের চিকিৎসা সহ গাড়িটির মেরামতির জন্য কমিটির সভায় আলোচনা করা হবে।‘ ক্ষতিগ্রস্ত জিতেন রায় বলেন, ‘সব মিলিয়ে প্রায় ১৯ হাজার টাকার বাজার ছিল। এখন কী করে ছেলের বৌভাত হবে? তা নিয়েই চিন্তায় আছি।‘ সরকারিভাবে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bengal Pro T20 League | শিলিগুড়ির অম্লানের সুরে মাতবে প্রো টি২০ লিগ

0
তমালিকা দে, শিলিগুড়ি: শিলিগুড়ির (Siliguri) অম্লানের সুরে মাতবে ক্রিকেট টুর্নামেন্ট। আগামী জুন মাসে অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ (Bengal Pro T20 League)।...

Alipurduar | বাড়িতে জৈব চাষে নজর কেড়েছেন প্রধান শিক্ষক

0
রাজু সাহা, শামুকতলা: পেশায় তিনি শিক্ষক। তাও আবার প্রধান শিক্ষক। সেই প্রধান শিক্ষকের গুরুদায়িত্ব সামলে বাড়িতে চাষ করছেন স্কোয়াশ, গাজর, বিট, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকোলি,...

Election campaign | শনিবার ভোটপ্রচারে মোদি আসছেন কলকাতায়, যানচলাচল নিয়ন্ত্রণে বিশেষ তৎপরতা পুলিশের   

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার ফের রাজ্যে ভোটপ্রচারে আসছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনে শুরু হয়েছে জোর তৎপরতা। প্রধানমন্ত্রীর এই...

Elephant attack | মেটেলির দুই চা বাগানে হাতির হানা, ভাঙল শ্রমিকদের ৬টি ঘর

0
চালসা: হাতির হানা (Elephant attack) অব্যাহত মেটেলি (Matelli) ব্লকে। রাতের অন্ধকারে হামলা চালিয়ে দুটি চা বাগানের শ্রমিকদের ৬টি ঘর ভাঙল হাতি। সাবাড় করে ঘরে...

জেমস লাভলকের উপন্যাস ও চা শিল্প

0
পঙ্কজ কুমার চট্টোপাধ্যায় বেশ কয়েক দশক ধরেই উত্তরবঙ্গ সহ সমগ্র চা শিল্পের ক্রমাবনতির লক্ষণ এবং তার প্রতিকার নিয়ে নানা আলোচনা চলেছে। নেওয়া হয়েছে নানা...

Most Popular