জাতীয়

Elephants attack | সীমান্ত পেরিয়ে নেপালের হাতি কিশনগঞ্জে, তছনছ করল বিঘার পর বিঘা জমির ফসল

কিশনগঞ্জঃ নেপালের জঙ্গল থেকে সীমান্ত পেরিয়ে ভারতে হানা দিল(Elephants attack)হাতির পাল। বুধবার ভোর রাতে সীমান্ত পেরিয়ে হাতি চলে আসে ইন্দো-নেপাল সীমান্ত কিশনগঞ্জের (Kishanganj) দিঘলব্যাংক এলাকায়। গ্রামে ঢুকে তছনছ করে বিঘার পর বিঘা জমির ফসল। এদিন সকাল হয়ে গেলেও হাতির পাল জঙ্গলে ফিরে যায়নি বলে খবর। হাতিগুলো আশ্রয় নিয়েছে নেপাল সীমান্ত(Nepal Border) সংলগ্ন চামড়া কাট্টা গ্রামে। হাতিগুলোর ওপর নজরদারি চালাচ্ছে বিহারের বনদপ্তর ও এসএসবির ১২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। সন্ধ্যা হলেই হাতিগুলোকে জঙ্গলে ফেরানোর কাজ শুরু হবে বলে বনদপ্তর সূত্রে খবর।

প্রতিবছরই শীত পরতেই ধান ও ভূট্টার লোভে নেপালের জঙ্গল থেকে সীমান্ত পেড়িয়ে চলে আসে দিঘলব্যাংক এলাকায়। এবছরও তার ব্যাতিক্রম হয়নি। এবারও একই ঘটনা ঘটে এই এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর রাতে একপাল হাতি নেপালের জঙ্গল থেকে বেরিয়ে চলে আসে কিশনগঞ্জের দিঘলব্যাংক এলাকায়। লোকালয়ে এসে হাতি হানা দেয় ভূট্টা ও আলুর খেতে। নষ্ট করে বিঘার পর বিঘা জমির ফসল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীরা। সকাল হয়ে গেলেও হাত গুলো জঙ্গল না ফিরে আশ্রয় নেয় নেপাল সীমান্তবর্তী চামড়া কাট্টা গ্রামের একটি ভুট্টার খেতে। নষ্ট করে দেয় ভুট্টার খেতটি।

নেপালের হাতির হানায় বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হওয়ায় মাথায় হাত পড়েছে স্থানীয় চাষীদের। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত চাষীরা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন বনদপ্তর ও স্থানীয় প্রশাসনের কাছে। এদিকে হাতির পালকে দেখতে নেপাল সীমান্তবর্তী চামড়া কাট্টা গ্রামে ভিড় জমায় প্রচুর মানুষ। হাতিগুলির ওপর নজরদারি চালাচ্ছে বিহারের বনদপ্তর ও এসএসবির ১২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা।

অপরদিকে বনদপ্তরের জেলা আধিকারিক উমানাথ দুবের বক্তব্য, এই হাতির পালে দুটি শাবক সহ মোট ১১টি হাতি রয়েছে। এই বছর প্রথম এই এলাকায় হাতির দল প্রবেশ করল। সন্ধ্যা নামলেই হাতিগুলিকে ফের জঙ্গলে ফেরানোর কাজ শুরু হবে। উৎসুক জনতাকে হাতির কাছে না যাওয়ার আবেদন করা হয়েছে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Mamata Banerjee | ‘সিপিএমের হার্মাদরাই এখন বিজেপিতে’, বনগাঁয় আক্রমণ মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘সিপিএমের হার্মাদরাই এখন বিজেপিতে।’ মঙ্গলবার বনগাঁয় (Bangaon) সভা থেকে সন্দেশখালি (Sandeshkhali…

2 mins ago

PM Narendra Modi | গঙ্গারতির পর কালভৈরব মন্দিরে পুজো দিয়ে বারাণসীতে মনোনয়ন পেশ মোদির, লক্ষ্য হ্যাটট্রিক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহাসমারোহে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মঙ্গলবার…

3 mins ago

Cannes Film Festival | শুরু হচ্ছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসব, ভারতকে প্রতিনিধিত্ব কিয়ারার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুরু হচ্ছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসব। এবছর ভারতকে প্রতিনিধিত্ব করতে চলেছেন…

9 mins ago

Delhi | ফের দিল্লির একাধিক হাসপাতালে বোমাতঙ্ক! তল্লাশি অভিযান বম্ব স্কোয়াডের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন আগেই দিল্লির (Delhi) একাধিক স্কুল বোম মেরে উড়িয়ে দেওয়ার…

18 mins ago

Akhilesh Yadav | ওস্তাদো কি ওস্তাদ সেই অখিলেশ

রূপায়ণ ভট্টাচার্য, রায়বরেলি: গৌরীগঞ্জে কংগ্রেসের বহু পুরোনো অফিসের প্রাচীরে তখন পার্টির পতাকা লাগানো হচ্ছিল। অবাক…

31 mins ago

Railway | আলিপুরদুয়ার ডিভিশনে কাজ শুরু, ১৩০ কিমি গতিতে ছুটবে ট্রেন

চাঁদকুমার বড়াল, কোচবিহার: বর্তমানে উত্তর-পূর্ব সীমান্ত রেলের (Railway) পাঁচটি ডিভিশনে গড়ে ১০০ থেকে ১১০ কিমি…

33 mins ago

This website uses cookies.