Monday, July 8, 2024
HomeTop NewsEuro Cup-2024 | ইউরো ম্যাচে অশালীন অঙ্গভঙ্গি! ইংল্যান্ডের বেলিংহ্যামকে আর্থিক জরিমানা উয়েফার

Euro Cup-2024 | ইউরো ম্যাচে অশালীন অঙ্গভঙ্গি! ইংল্যান্ডের বেলিংহ্যামকে আর্থিক জরিমানা উয়েফার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অশালীন অঙ্গভঙ্গির কারণে ইংল্যন্ডের ফুটবল তারকা জুড বেলিংহ্যামকে মোটা অংকের আর্থিক জরিমানা করেছে উয়েফা। এছাড়াও নিষেধাজ্ঞার খাঁড়াও ঝুলছে জুডের ওপরে। তবে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে দেখা যাবে রিয়াল মাদ্রিদের এই অ্যাটাকিং মিডফিল্ডারকে। ইউরোর শেষ আটে আগামী শনিবার সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গতবারের রানার্সআপ ইংল্যান্ড।

গত রবিবার ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে স্লোভাকিয়ার বিপক্ষে খেলার শেষ মুহূর্ত পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল ইংল্যান্ড। কিন্তু ম্যাচ শেষের সংযুক্ত টাইমে অর্থাৎ ৯৫ মিনিটের মাথায় বাইসাইকেল কিকে গোল করে দলকে সমতায় ফেরান জুড বেলিংহ্যাম। আর ওই সমতাসূচক গোলের পর মাঠে অশালীন অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ। পরে অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের গোলে ২-১ ব্যবধানের জয়ে শেষ আটে জায়গা করে নেয় ইংল্যান্ড। টিভি ক্যামেরায় বেলিংহ্যামের বিতর্কিত কোনও কাণ্ড ধরা না পড়লেও ম্যাচের পর বেলিংহামের একটি অঙ্গভঙ্গির ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, স্লোভাকিয়ার বেঞ্চের দিকে তাকিয়ে হাত দিয়ে অশালীন ভঙ্গি করেন রিয়াল মাদ্রিদ তারকা।

এই ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি বা আপত্তিকর আচরণ লাল কার্ড পাওয়ার মতো শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করছে ফুটবল মহল। বেলিংহ্যামের শাস্তির বিষয়টি তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এক্ষেত্রে ম্যাচ রেফারির রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই অস্বস্তিতে পড়ে যান এই তারকা ফুটবলার। পরে নিজের এক্স হ্যান্ডেলে তিনি একটি বার্তা দিয়ে জানিয়েছেন এটি ছিল বন্ধুদের উদ্দেশ্যে। তিনি লেখেন, ‘স্টেডিয়ামে উপস্থিত কিছু ঘনিষ্ঠ বন্ধুর উদ্দেশ্যে রসিকতার অঙ্গভঙ্গি এটি। স্লোভাকিয়া দল যেভাবে খেলেছে, তাদের প্রতি সম্মান ছাড়া অন্যকিছু নেই।’

এদিকে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই বিষয়টি নজরে আসে উয়েফার। অশালীন অঙ্গভঙ্গির কারণে এই অ্যাটাকিং মিডফিল্ডারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে উয়েফা। তদন্ত শেষে দোষী প্রমাণিত হওয়ায় জুড বেলিংহ্যামকে এক ম্যাচে নিষেধাজ্ঞার পাশাপাশি ২৫,৪০০ পাউন্ড বা ৩০ হাজার ইউরো (ভারতীয় মুদ্রায় ৩০ লক্ষ টাকার বেশি) জরিমানা করা হয়েছে। অর্থাৎ আসন্ন নকআউট ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল, তবে তাকে দেওয়া এই স্থগিত নিষেধাজ্ঞা আগামী এক বছরের যেকোনও ম্যাচে বাস্তবায়ন করা যাবে।

কেবল বেলিংহ্যামই নন, শাস্তি পেয়েছে ইংল্যান্ড ফুটবল ফেডারেশনও। স্লোভাকিয়া ম্যাচে ইংরেজ দর্শকদের আচরণ ছিল লাগামছাড়া। তাদের বিশৃঙ্খলাজনিত আচরণের জন্য ১০ হাজার ইউরো এবং গ্যালারিতেই বাজি ফাটাতে আগুন ধরানোয় এক হাজার ইউরো জরিমানা গুনতে হচ্ছে ইংলিশ ফেডারেশনকে।

গত মরসুমে লা লিগায় রিয়াল-ভালেন্সিয়া ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখেছিলেন বেলিংহ্যাম। রেফারির দিকে ‘অসম্মানজনক আচরণ’ করায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। ইউরোর শেষ আটে আগামী শনিবার সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গতবারের রানার আপ ইংল্যান্ড।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Balurghat: Tortoise Recovered from Farakka Express Train

Balurghat | পাচারের আগেই ট্রেন থেকে উদ্ধার ৫টি বিরল প্রজাতির কচ্ছপ

0
বালুরঘাট: পাচারের আগে উদ্ধার পাঁচটি বিরল প্রজাতির বিশালাকৃতির কচ্ছপ (Tortoise Recovered)। সোমবার দুপুরে ফারাক্কা এক্সপ্রেস (Farakka Express) ট্রেন থেকে উদ্ধার হয় পাঁচটি কচ্ছপ। কচ্ছপগুলির...

BJP Rally | শুভেন্দু-সুকান্তর মিছিলে ছোড়া হল ডিম! রায়গঞ্জে শোরগোল

0
রায়গঞ্জ: শুভেন্দু-সুকান্তর উপস্থিতিতে বিজেপির মিছিলে (BJP Rally) ছোড়া হল ডিম। রায়গঞ্জে বিজেপির প্রচার মিছিলকে কেন্দ্র করে এমনই অভিযোগ তুলেছেন বিজেপি নেতা-কর্মীরা। রায়গঞ্জ (Raiganj) বিধানসভার উপনির্বাচনে...

PM Narendra Modi | পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে মোদি, যাওয়ার আগে কী বললেন তিনি?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার দুদিনের সফরে রাশিয়ায় (Russia) গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। পাঁচ বছর পর ফের রাশিয়া সফরে গেলেন তিনি।...

Siliguri | এক রাতে দুটি চুরির ঘটনা শিলিগুড়িতে, পুলিশের ভূমিকায় প্রশ্ন

0
শিলিগুড়ি: রথের রাতে চুরির ঘটনা ঘটল শিলিগুড়ির(Siliguri) মধ্য শান্তিনগর বউবাজার এলাকায়। জানা গিয়েছে, রবিবার দুপুরে বোনের বাড়িতে গিয়েছিলেন বাড়ির মালিক। সেখান থেকে ফিরে দেখতে...

কোলেস্টেরলের ঝুঁকি এড়াতে চান? রোজ ২০ মিনিট এই পাঁচ ব্যায়াম করলেই মিলবে সুফল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোলেস্টেরল বেড়ে গেলে হৃদরোগের আশঙ্কা থাকে। কিন্তু কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখা সহজ নয়। কেবল খাওয়াদাওয়ায় রাশ টানলে এই রোগের হাত থেকে...

Most Popular