কোচবিহার : কোতোয়ালি পুলিশ রিক্রিয়েশন ক্লাবের ফুটবলার ও তাদের সমর্থকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলল দিনহাটা মহকুমা ক্রীড়া সংস্থার ফুটবলাররা। আহত অবস্থায় কয়েকজন এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করান। বুধবার কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ফুটবল লিগে কোতোয়ালি ও দিনহাটার ম্যাচ ছিল। ম্যাচের শেষে তুমুল উত্তেজনা ছড়ায় এমজেএন স্টেডিয়ামে। নিরাপত্তাকর্মী ও আয়োজক সংস্থার কর্মকর্তাদের সামনেই দিনহাটার ফুটবলারদের পেটানো হয় বলে অভিযোগ। স্টেডিয়ামে ইনার ফেন্সিং না থাকায় দর্শকরা মাঠে ঢুকে পড়েন। এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ফুটবলাররা। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে কোতোয়ালি পুলিশ রিক্রিয়েশন ক্লাব।
জেলা ক্রীড়া সংস্থার সচিব সুব্রত দত্ত বলেছেন, কোতোয়ালি পুলিশ রিক্রিয়েশন ক্লাবের কিছু সমর্থক ও দিনহাটার এক ফুটবলার ম্যাচের শেষের দিকে খারাপ ভাষা প্রয়োগ করেন। সেখান থেকেই উত্তেজনা ছড়ায়। লিখিত অভিযোগ মিলেছে। বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সুব্রতবাবু। দিনহাটা মহকুমা ক্রীড়া সংস্থার ফুটবলারদের অভিযোগ, তাদের ৭-৮জন আহত হয়েছেন। এদিকে, রিক্রিয়েশন ক্লাবের অধিনায়ক বিশাল ছেত্রী বলেছেন, তাঁদের দলের কেউ মারধর করেনি। সমর্থকদের সাথে দিনহাটার ফুটবলারদের ঝামেলা হয়েছিল। তাঁদের একজন বাঁচাতে গিয়ে আহত হয়েছেন।