Exclusive

Falakata | মানবিকতার পরিচয়ে অভিভূত আজিমুলরা

সুভাষ বর্মন, ফালাকাটা: দুর্ঘটনায় রাস্তায় ছিটকে পড়েছিলেন ফালাকাটার (Falakata) কালীপুরের পোস্ট মাস্টার সুব্রত সরকার। স্থানীয়রা দেখেও এগিয়ে আসেননি। সেসময় ওই রাস্তা দিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন আজিমুল মিয়াঁ, আসাদুল হকরা। তাঁরাই তড়িঘড়ি উদ্ধার করে আহতকে কোচবিহারের (Cooch Behar) এক নার্সিংহোমে পৌঁছে দেন। এটা এক বছর আগে ফালাকাটা-কোচবিহার সড়কের চৈতন্যহাটের ঘটনা। জীবন ফিরে পান সুব্রত। শুক্রবার সিমলাবাড়ি গ্রামে আজিমুলের বাড়িতে গিয়ে হাজির সুব্রত। গিয়েছিলেন আসাদুলের বাড়িতেও। সঙ্গে পরিবারের সবার জন্য নিয়ে যান নতুন জামাকাপড়, মিষ্টি, লাড্ডু। খেয়ে আসেন সেমাই। এমন মানবিকতায় যেন দূর হয় ধর্মীয় ভেদাভেদ। সেদিনের মানবিকতার এমন প্রতিদান পেয়ে খুশি ট্রাকচালক আজিমুলরাও।

এদিন সকালে সুব্রত সহকর্মী বাবুল সরকারকে নিয়ে পৌঁছে যান আজিমুলদের বাড়িতে। এক বছর আগের সেই দুর্ঘটনায় দ্বিতীয়বার জীবন ফিরে পাওয়া এবং আজিমুলদের সেই সহযোগিতার কথা স্মরণ করে সুব্রত বলেন, ‘সেদিন অপরিচিত হওয়া সত্ত্বেও আজিমুলরা যেভাবে এগিয়ে এসেছেন, তাতে যেন আমি দ্বিতীয়বার জীবন ফিরে পেয়েছি। কারণ নার্সিংহোমে শুধু ভর্তি করে দেওয়াই নয়, তারপরেও বারবার ফোন করে আমার খোঁজ নিয়েছেন তাঁরা। মনে হয়েছিল, আপনজনের থেকেও বেশি আপন। সেসব কথা জীবনে ভুলতে পারব না।’ তাঁর কথায়, ‘তাঁদের সঙ্গে তাই আমিও যোগাযোগ রেখেছি। বৃহস্পতিবার ইদের জন্য সবাই ব্যস্ত ছিলেন। তাই এদিন ওঁদের বাড়িতে এসে দেখা করলাম। আর আমার তরফ থেকে সামান্য কিছু উপহার দিলাম।’

এদিকে এভাবে যে সুব্রত কৃতজ্ঞতা জানাতে বাড়িতে চলে আসবেন, সেটা ভাবতেই পারেননি আলিপুরদুয়ার-১ (Alipurduar) ব্লকের সিমলাবাড়ি গ্রামের আজিমুল মিয়াঁ ও আসাদুল হকরা। দুজনই ট্রাকের চালক। আজিমুল বললেন, ‘একজন মানুষ হিসেবে সেদিন যেটা করণীয় ছিল, করেছি। এজন্য ইদের পরদিন যে এভাবে উনি আমাদের বাড়িতে চলে আসবেন, ভাবতে পারিনি। পরিবারের সবার জন্য নতুন বস্ত্র দিয়েছেন। আমরাও যথাসাধ্য আপ্যায়ন করেছি।’

এখন ধর্ম নিয়ে যেভাবে রাজনীতি করা হচ্ছে, সেখানে এই মানবিকতার সম্পর্ক যেন ধর্মকেও হার মানায়। আরেক ট্রাকচালক আসাদুল হক জানান, ধর্ম ধর্মের জায়গায়। আর সম্পর্কের সঙ্গে তো ধর্মের যোগসূত্র নেই। হৃদয়ের এই সম্পর্ক অটুট থাকবে। প্রতিবার ইদেই এখন আজিমুলদের বাড়িতে যাবেন বলে সুব্রত সরকার জানিয়েছেন।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Bomb Recovered | বিস্ফোরণের পর ফের উদ্ধার জারভর্তি বোমা, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

কালিয়াচক: কালিয়াচকের রাজনগর মডেল গ্রামে বোমা বিস্ফোরণের পর আরও এক জার বোমা উদ্ধার (Bomb recovered)…

12 mins ago

Minority Scholarship Scam | স্কলারশিপের টাকা আত্মসাৎ! অভিযুক্ত ২ জনকে হেপাজতে চায় সিআইডি

বিশ্বজিৎ সরকার, করণদিঘি: মাইনোরিটি স্কলারশিপের (Minority Scholarship Scam) কোটি কোটি টাকা তছরুপের দায়ে অভিযুক্ত মহম্মদ…

14 mins ago

Raiganj | গ্রেপ্তার করেনি পুলিশ, বহালতবিয়তে ঘুরছে দুই অভিযুক্ত

রাহুল দেব, রায়গঞ্জ: আদালতের নির্দেশ সত্ত্বেও খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার(Arrest) করেনি পুলিশ। এলাকায় বহালতবিয়তে…

28 mins ago

Durgapur | বাংলাদেশে পাচারের ছক বানচাল,২০ হাজার বোতল সিরাপ সহ ধৃত ২

দুর্গাপুর: বাংলাদেশে পাচারের পথে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের(STF) জালে ধরা পড়লো বিপুল পরিমাণ নিষিদ্ধ…

37 mins ago

Malda | দূষণের প্রভাবে ফের তীব্র বজ্রপাতের আশঙ্কা, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

অরিন্দম বাগ, মালদা: সামান্য বৃষ্টি, হালকা হাওয়া আর মুহুর্মুহু বজ্রপাত। বৃহস্পতিবার বিকেলে তাতেই প্রাণ হারিয়েছেন…

38 mins ago

S Somnath | মন্দিরে মন্দিরে তৈরি হোক লাইব্রেরি! পরামর্শ ইসরো প্রধান সোমনাথের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মন্দির শুধুমাত্র পুজো করার জন্যই নয়, বরং পড়াশোনার ক্ষেত্রেও মন্দিরের গুরুত্ব…

47 mins ago

This website uses cookies.