Exclusive

Falakata | ফালাকাটায় একশো দিনের বকেয়া প্রায় ৩৫ কোটি টাকা

ভাস্কর শর্মা, ফালাকাটা: রাজ্যজুড়ে একশো দিনের বকেয়া টাকা মেটানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ফালাকাটা (Falakata) ব্লকেও এই রকম শ্রমিকদের তথ্য যাচাই করা হচ্ছে। এই ব্লকে প্রায় ৫৬ হাজার শ্রমিকের প্রায় ৩৫ কোটি টাকা বকেয়া রয়েছে বলে প্রাথমিকভাবে খবর। কিন্তু এই টাকা শুধু গ্রামীণ এলাকার নয়, পুর এলাকার শ্রমিক যাঁরা সেসময় কাজ করেছেন, তাঁরাও টাকা পাবেন। পুর এলাকার সাতশোরও বেশি শ্রমিক একশো দিনের বকেয়া টাকা পাবেন। টাকা পেলেও তাঁদের দাবি, এবার বিকল্প কাজের ব্যবস্থা করা হোক।

শহরের ১৪ নম্বর ওয়ার্ডের শ্রমিক দিলু বর্মন বলেন, ‘দু’বছর আগের টাকা পাব, এটা জেনে ভালো লাগছে। কিন্তু আমরা চাই সারাবছর কাজ। দু’বছর ধরে সরকারি কাজ বন্ধ। পুরসভার তরফে আমাদের কাজের ব্যবস্থা করে দিলে খুব উপকার হয়।’

ফালাকাটা ব্লকে প্রায় ৫৬ হাজার শ্রমিক পরিবারের জব কার্ড আছে। এর মধ্যে পুরসভায় সাতশোরও বেশি জব কার্ডধারী ছিলেন। সবাই যদিও সক্রিয়ভাবে কাজ করতেন না। কিন্তু দু’বছর আগে ফালাকাটা পুরসভা (Falakata Municipality) হওয়ার পর তাঁদের কাজ চলে যায়। গ্রামীণ এলাকাতেও ২ বছরের উপরে হয়ে গেল শ্রমিকদের কাজের মজুরি বকেয়া। এই অবস্থায় রাজ্য সরকার শ্রমিকদের বকেয়া মিটিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। শিবির করে চলছে নথিপত্র যাচাই। ফালাকাটার বিডিও অনীক রায় বলেন, ‘রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বকেয়া মেটানোর প্রক্রিয়া চলছে। ব্লকে প্রায় ৩৫ কোটি টাকা বকেয়া। এর মধ্যে শহর এলাকার শ্রমিকারও রয়েছেন।’

গ্রামের তকমা ঘুচিয়ে শহরে উন্নীত হয়েছে ফালাকাটা। কিন্তু তারপরেই কাজ হারান শহর এলাকার শ্রমিকরা (Workers)। প্রায় ২ বছর ধরে কাজ না পেয়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল তাঁদের। ইতিমধ্যে পুরসভা কয়েকজন শ্রমিককে কাজের সুযোগ করে দেয়। কিন্তু অনেকেই পাননি। তাঁদের মধ্যে একজন সুজয় রায়। একসময় একশো দিনের কাজের সঙ্গে যুক্ত থাকা ওই শ্রমিক বলেন, ‘ফালাকাটা পুরসভা হওয়ার পর কাজ চলে যায়। পরে কয়েকজন কাজ পেলেও আমরা পাইনি। তাই পুরসভা যাতে আমাদের সবার কাজের ব্যবস্থা করেন তার জন্য চেয়ারম্যানের কাছে আবেদন করব।’ এবার তাই বকেয়া মেটানোর সম্ভাবনা তৈরি হওয়ায় বিকল্প কাজের সুযোগ চাইছেন শ্রমিকরা। কারণ শুধু বকেয়া টাকা দিয়ে হয়তো কয়েকমাসের গুজরান হবে। বছরের বাকি সময়টাও যাতে সংসার চালাতে সমস্যা না হয়, সেটাই চাইছেন তাঁরা।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

‘স্পটার’ প্রণবের নির্বাচিতের অগ্নিপরীক্ষা

  সুমন ভট্টাচার্য সুকান্ত মজুমদার যদি রাজ্য বিজেপির সভাপতি হন, তাহলে শুভেন্দু অধিকারী বিধানসভায় বিরোধী…

8 mins ago

সবার দায় আর নেওয়া নয়

  দেবদূত ঘোষঠাকুর  দলের নীচুতলার উপরে তাঁর একচ্ছত্র আধিপত্য বা নিয়ন্ত্রণ যে অনেকটাই চলে গিয়েছে,…

16 mins ago

Terror Attack | ফের রক্তাক্ত ভূস্বর্গ! জোড়া জঙ্গি হামলায় মৃত ১, আহত পর্যটক দম্পতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের মুখেই ফের রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার কাশ্মীরে (Kashmir) জোড়া হামলা চালায়…

24 mins ago

Madarihat | মাদারিহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পূর্ণবয়স্ক মাকনা হাতির

রাঙ্গালিবাজনা: একটি পূর্ণবয়স্ক মাকনা হাতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মাদারিহাটের (Madarihat)…

1 hour ago

Weather Report | উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

সানি সরকার, শিলিগুড়ি: উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সংক্রান্ত সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর (Weather report)। আজ পাহাড়ের…

2 hours ago

IPL | ধোনির চেন্নাইকে হারিয়ে আইপিএলের চতুর্থ দল হিসাবে শেষ চারে বেঙ্গালুরু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএলের চতুর্থ দল হিসাবে প্লে অফে উঠল বেঙ্গালুরু। বেঙ্গালুরু বনাম চেন্নাইয়ের…

11 hours ago

This website uses cookies.