Breaking News

মনোনয়নের প্রথম দিনেই চলল গুলি, ঝরল কংগ্রেসকর্মীর প্রাণ, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার থেকে রাজ্যে শুরু হয়েছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা। প্রথম দিনেই চলল গুলি। মারা গেলেন এক কংগ্রেস কর্মী। এদিনই সন্ধ্যায় ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের কান্দির খড়গ্রামে। নিহত কংগ্রেসকর্মীর নাম ফুলচাঁদ শেখ। তাঁর বয়স ৪২ বছর। অভিযোগ, কংগ্রেসের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই গুলি করে হত্যা করেছে ফুলচাঁদকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এই ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের খড়গ্রামের রতনপুর এলাকায়। এদিকে কংগ্রেসকর্মীর হত্যার ঘটনার পর রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন। অবিলম্বে মুর্শিদাবাদ জেলাশাসককে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এদিন বাড়ির সামনে শিশু সন্তানকে কোলে নিয়ে বসেছিলেন ফুলচাঁদ। সেখানে কিছু তৃণমূলের লোকজন এসে হম্বিতম্বি শুরু করে। ঘটনার প্রতিবাদ করলে দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় ফুলচাঁদকে। জখম হন বেশ কয়েক জন। রক্তাক্ত অবস্থায় ফুলচাঁদকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেইখানেই তাঁর মৃত্যু হয়। আরও তিন জন কংগ্রেস কর্মী হাসপাতালে চিকিৎসাধীন।

কংগ্রেসের অভিযোগ, হার নিশ্চিত জেনেই এই কাজ করেছে তৃণমূল। যদিও শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের অভিযোগ, কংগ্রেসই অশান্তি পাকিয়ে গুলি চালিয়েছে। গুলিতে কোভির শেখ নামে এক তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে দাবি তাদের।

এই ঘটনা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘আমি আগেই আশঙ্কা করেছিলাম ২০১৮-র মতো এই পঞ্চায়েত নির্বাচনও রক্তাক্ত হতে পারে। আজকে কংগ্রেস কর্মীকে খুন আমার সেই কথাকেই সত্যি প্রমাণ করল। পুলিশের মদতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। আমরা কাল খড়গ্রামে প্রতিবাদ জানাব।’

নিহত ফুলচাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রাত পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। ফুলচাঁদের গ্রামে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Siliguri | বারকর্মীর রহস্যমৃত্যু, কোয়ার্টারের ছাদ থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

শিলিগুড়ি: এক বারকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার (Death Case) ঘিরে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির (Siliguri) শক্তিগড় ২…

29 mins ago

Weather Report | ঘনাচ্ছে বজ্রগর্ভ মেঘ, কোন কোন জেলায় বৃষ্টি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র তাপপ্রবাহের থেকে অবশেষে মিলল স্বস্তি। শুক্রবার রাজ্যের তিন জেলায় বৃষ্টির…

54 mins ago

CV Ananda Bose | রাজভবনে প্রবেশ ‘নিষিদ্ধ’ চন্দ্রিমার, ঢুকতে পারবে না পুলিশও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজভবনে প্রবেশ ‘নিষিদ্ধ’ করা হল রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima…

2 hours ago

Josh Baker | মাত্র ২০-তেই প্রয়াত ব্রিটিশ স্পিনার জশ বেকার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাত্র ২০ বছর বয়সেই প্রয়াত ইংল্যান্ডের জনপ্রিয় স্পিনার জশ বেকার। ওরচেস্টারশায়ার…

2 hours ago

Rahul Gandhi | সনিয়ার কেন্দ্র রায়বরেলি থেকে প্রার্থী হচ্ছেন রাহুল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান। সোনিয়া গান্ধির (Sonia Gandhi) ছেড়ে যাওয়া আসন উত্তরপ্রদেশের রায়বরেলি…

3 hours ago

Drug recovery | স্কুটারের পাদানিতে লুকোনো ছিল সাড়ে তিন কোটির মাদক, যুবককে ধরল পুলিশ

ফালাকাটা: মাত্র ১ মাস ১ দিনের ব্যাবধান। ফের বিপুল পরিমান ব্রাউন সুগার জাতীয় নিষিদ্ধ মাদক…

13 hours ago

This website uses cookies.