উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Sing Dhoni) গল্প জানেন না এমন ক্রিকেট ভক্ত দেশে খুব কমই আছেন। ক্রিকেটের জগতে পদার্পণের আগে তাঁর কর্মজীবনের সূত্রপাত হয়েছিল ভারতীয় রেলের (Indian Railway) হাত ধরেই। ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলার স্বপ্ন পূরণের জন্য এই চাকরি ছেড়ে দেন তিনি। তার আগে ধোনি খড়গপুর স্টেশনে টিকিট কালেক্টর হিসাবে কাজ করতেন। সম্প্রতি সেই চাকরির নিয়োগপত্রই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।।
রবিবার রাঁচির স্টেডিয়ামে চতুর্থ টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বটে তবে সেদিনের ম্যাচ চলছিল ‘ক্যাপ্টেন কুল’-এর নিজের শহর রাঁচিতেই। সেই ম্যাচ চলাকালীনই তাঁকে নিয়ে চলছিল আলোচনা আর তখনই টেলিভিশনের পর্দায় দেখানো হয় ভারতীয় রেলে তাঁর চাকরির নিয়োগপত্র।
পরবর্তীতে তাঁর চাকরির নিয়োগপত্রের ছবি সোশ্যাল মাধ্যমে শেয়ার করা হয়। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেটি। ধোনির নিয়োগপত্র দেখে তাঁর অনুরাগীরা স্বভাবতই উচ্ছ্বসিত হয়ে পড়েন। সবাই তাঁর জীবনের শুরুর দিনগুলির কথা স্মরণ করে তাঁকে কুর্ণিশও জানিয়েছেন।