রাজ্য

গ্রামের মেলাকে আঁকড়ে কোনওরকমে অস্তিত্বের জানান দিচ্ছে পুতুল নাচ ও বাধাই গান

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: কিছু পুতুল নিয়ে গান বাজনার মধ্য দিয়ে লোক সংস্কৃতিকে ফুটিয়ে তোলা। যা পুতুল নাচের আসর নামেই প্রসিদ্ধ। একদা এই বাংলার আবালবৃদ্ধবনিতা থেকে শুরু করে শিশুদের কাছেও বিনোদনের মাধ্যম ছিল পুতুল নাচ। কিন্তু বর্তমান প্রযুক্তির যুগে পুতুল নাচ ও বাধাই গান যেন অস্তিত্ব সংকটে পড়েছে। তবে আজও এই বাংলায় এমনও কিছু সংস্কৃতিবান মানুষ আছেন যাঁরা ইন্টারনেট কানেকশন যুক্ত অ্যান্ড্রয়েড ফোন হাতে নিয়ে ঘুরলেও পুতুল নাচ ও বাধাই গানকে ভুলতে চান না। তেমনই কিছু মানুষের উদ্যোগে আজও পূর্ব বর্ধমান জেলার পুটশুড়ির মেলায় সমাদর পেয়ে আসছে বাধাই গান ও পুতুল নাচের আসর। শুধুমাত্র এইসব প্রাচীন লোকশিল্পকে বাঁচিয়ে রাখার টানে পুতুল নাচ ও বাধাই গানের আসরে ভিড় জমান বহু সংস্কৃতিবান মানুষ। তাঁদের সকলেরই বক্তব্য, বাংলার ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত প্রাচীন এই লোকশিল্পকে কোনওভাবেই হারিয়ে যেতে দেওয়া যায় না।

রাজ্যের শস্যগোলা হিসাবে পরিচিত পূর্ব বর্ধমান জেলা। জমির পাকা ধান গোলায় তোলার কাজ অগ্রহায়ণেই সেরে ফেলেছেন এই জেলার চাষিরা। তারপর নবান্ন উৎসব কাটিয়ে এখন জেলার চাষি পরিবারগুলি মাতোয়ারা পৌষ পার্বণে। আর এই উৎসব মরশুমকে সামনে রেখেই প্রতিবছর পয়লা পৌষ থেকে জেলার মন্তেশ্বরের পুটশুড়ি গ্রামে অনুষ্ঠিত হয় মেলা। মেলা সাতদিন ধরে চলে। মেলার মূল উদ্দেশ্য হল হারিয়ে যেতে বসা বাংলার লোকশিল্প ও সংস্কৃতিকে তুলে ধরা। সেইমতোই পুতুল নাচ ও বাধাই গানের শিল্পীরাই এই মেলায় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন।

মেলা কমিটির সম্পাদক সত্যেন্দ্রনাথ দত্ত জানান, ২৩ বছর ধরে পুটশুড়ি গ্রামে এই মেলা হয়ে আসছে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও সচেতনতার বিষয়গুলিকে এই মেলায় তুলে ধরা হয়। তার সঙ্গে প্রাধান্য দেওয়া হয় হারিয়ে যেতে বসা বাংলার প্রাচীন লোকশিল্প ও সংস্কৃতিকে। তাই প্রতিবছর এই মেলায় পুতুল নাচ ও বাধাই গানের শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়। তারা তাঁদের শিল্পকলা পরিবেশন করেন। সত্যেন্দ্রনাথবাবুর কথায়, মেলার কটাদিন পুটশুড়ি কার্যত হয়ে ওঠে বাংলায় প্রাচীন লোকশিল্প ও সংস্কৃতির অস্তিত্ব জানান দেওয়ার কেন্দ্রস্থল।

এই মেলায় অংশ নেন নদিয়ার পুতুল নাচের ১০ জনের শিল্পী দল। বুধবার সন্ধ্যায় তাঁরা মেলার মঞ্চে পরিবেশন করেন সামাজিক পালা ‘মুশকিল আসান’। পুতুল নাচের এই পালায় লোক শিক্ষার কোন বিষয়টিকে তুলে ধরা হয়েছে? উত্তরে পুতুল নাচ দলের এক শিল্পী নিখিল সরকার বলেন, ‘সামাজিক অবক্ষয়ের যুগে সঠিক ও ন্যায়ের পথ কি সেটাই পুতুল নাচের এই পালাগানের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে।’ পুতুল নাচের পালাগান কি এখন আগের মহিমায় ফিরছে? উত্তরে নিখিলবাবু আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘পুতুল নাচ এখন একপ্রকার বিলুপ্তির পথে। তবুও আমরা কয়েকজন প্রাচীন এই শিল্পকলাকে বাঁচিয়ে রাখার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছি। তবে এর থেকে রোজগার তেমন কিছুই হয় না। শুধুমাত্র আগামী প্রজন্মের কাছে পুতুল নাচের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমরা এখনও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পুতুল নাচের পালাগান করে যাচ্ছি। এছাড়াও গ্রামেগঞ্জে এখনও কিছু শিল্পানুরাগী মানুষ আছেন, যাঁরা বাংলার প্রাচীন লোকশিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চান।’ তাই পুতুল নাচ এখনও অস্তিত্ব জানান দিতে পারছে বলে নিখিল সরকার দাবি করেন। সরকারি কোনও সহযোগিতা কি পান? এর উত্তরে নিখিলবাবু জানান, আগে কিছুই মিলত না। এখন পুতুল নাচের শিল্পী হিসাবে মাসে ১ হাজার টাকা সাম্মানিক মিলছে। একইভাবে বাধাই গানের শিল্পীরাও তাঁদের শিল্পের দুরাবস্থা নিয়ে আক্ষেপ প্রকাশ করছেন।

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধীপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, ‘আমাদের সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রাচীন লোকশিল্প ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর। আগে তো কোনও সরকারই বাংলার প্রাচীন লোকশিল্প ও সংস্কৃতির সঙ্গে যুক্ত শিল্পীদের পাশে দাঁড়ায়নি। আমাদের সরকার এই শিল্পীদের স্বীকৃতি দিয়েছে। এমনকি সামান্য হলেও তাঁদের জন্য সরকার থেকে শিল্পীভাতাও দেওয়া হচ্ছে। পুতুল নাচ, বাধাই গান, এসবের প্রতি গ্রামের মানুষজনের এখনও একটা আলাদা টান রয়েছে।’ তাই এই শিল্প কখনও বিলুপ্ত হওয়ার নয় বলে সভাধীপতি মন্তব্য করেছেন।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Dilip Ghosh | আপাতত ‘মৌনব্রত’ দিলীপ ঘোষের, নেপথ্যে কোন অংক?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিলীপ ঘোষ (Dilip Ghosh) মানেই শিরোনাম। এতদিন পর্যন্ত রাজ্যের মানুষ তেমনটাই…

10 mins ago

Narendra Modi | জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালিতে মোদি, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জি-৭ (G7) শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার রাতেই ইতালির (Italy) আপুলিয়ায়…

16 mins ago

Left Front | ৪০ শতাংশ বুথে ২ অংকে পৌঁছোয়নি ভোট! আলিপুদুয়ারে নির্বাচনি লড়াইয়ে ব্রাত্য বামেরা

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার(Alipurduar) লোকসভা নির্বাচনে যে ১৮৬৫ বুথ নিয়ে ভোট হয় তার মধ্যে ৭২৩…

16 mins ago

Flood | ক্রমশ অবনতি হচ্ছে ক্রান্তির বন্যা পরিস্থিতি, ব্যাহত জনজীবন

ক্রান্তি: বন্যা(Flood) পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে ক্রান্তি(Kranti) ব্লকের চাপাডাঙ্গা ও চাংমারি গ্রামপাঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়। বৃহস্পতিবার…

34 mins ago

Soham Chakraborty | সোহমের রেস্তোরাঁকাণ্ডের তদন্ত করবে বিধাননগর গোয়েন্দা বিভাগই, নির্দেশ আদালতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিনেতা তথা তৃণমূল (TMC) বিধায়ক সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে রেস্তোরাঁ…

46 mins ago

স্বাস্থ্যের কথা ভেবে ডেজার্ট এড়িয়ে চলেন? খেতে পারেন গ্লুটেন ফ্রি চকো ম্যুজ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডেজার্টে থাকে প্রচুর ক্যালোরি। সাধারণত চকোলেট, ক্রিম ও চিনি দিয়ে তৈরি…

54 mins ago

This website uses cookies.