Sunday, May 12, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গজঙ্গলে ঘুরে রিপোর্ট তৈরি, ইকো ট্যুরিজম স্পটের খোঁজে সমীক্ষা বন দপ্তরের

জঙ্গলে ঘুরে রিপোর্ট তৈরি, ইকো ট্যুরিজম স্পটের খোঁজে সমীক্ষা বন দপ্তরের

শিলিগুড়ি: পাহাড় ও পাহাড়ের পাদদেশে ইকো ট্যুরিজম স্পটের খোঁজ শুরু করেছে বন দপ্তর। পরিবেশপ্রেমী সংস্থা ‘ঐরাবত’-এর সঙ্গে যৌথভাবে কার্সিয়াং ও দার্জিলিং পাহাড়ের বিভিন্ন এলাকায় ইকো ট্যুরিজম স্পটের খোঁজ শুরু হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গাও চিহ্নিত করা হয়েছে।

এক মাস ধরে জঙ্গলে ঘুরে ঘুরে রিপোর্ট তৈরি করা হবে। এরপর ওই রিপোর্ট পাঠানো হবে ডিএফওদের কাছে। পরবর্তী ধাপে তালিকা ধরে বন দপ্তর পৃথকভাবে নিরাপত্তার বিষয়টি দেখবে। বাছাই করা স্পটগুলো পাঠানো হবে অরণ্য ভবনে। সেখান থেকে সবুজ সংকেত মিললেই শুরু হবে কাজ। মূলত নানা প্রজাতির পাখি, প্রজাপতি দেখার জন্য এ ধরনের জায়গা চিহ্নিত করা হচ্ছে।

কার্সিয়াং ফরেস্ট ডিভিশন এলাকায় পাহাড়ের পাদদেশে এখনও পর্যন্ত চারটি জায়গা চিহ্নিত করা হয়েছে বলে খবর। বিষয়টি নিয়ে কার্সিয়াংয়ের ডিএফও দেবেশ পাণ্ডের বক্তব্য, ‘একটা সমীক্ষা শুরু হয়েছে। আমরা কিছু কিছু এলাকার খোঁজ পেয়েছি। পূর্ণাঙ্গ রিপোর্টের অপেক্ষা করছি।’ ঐরাবতের কর্ণধার অভিযান সাহা জানিয়েছেন, প্রাথমিকভাবে বন দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে। সেইমতো কাজ চলছে। সময়মতো বন দপ্তরকে রিপোর্ট দেওয়া হবে।

শিলিগুড়িতে এসে পর্যটকরা হয় পাহাড়, নয় ডুয়ার্সের বিভিন্ন জায়গার উদ্দেশ্যে যান। তাই শিলিগুড়ির আশপাশের জঙ্গলে পর্যটকদের আকর্ষণ করতে কিছু ইকো ট্যুরিজম স্পট চিহ্নিত করার চিন্তাভাবনা বন দপ্তরের। সেখানে বার্ড ওয়াচিং, নেচার ক্যাম্প, বাটারফ্লাই ওয়াচিং, ট্রেকিং ইত্যাদি নানা ব্যবস্থা থাকবে।

দার্জিলিং ও কার্সিয়াং ডিভিশনে কাজ শুরু হয়েছে। কার্সিয়াং ডিভিশনের পানিঘাটা এলাকায় এখনও পর্যন্ত চারটি জায়গা চিহ্নিত হয়েছে। এরপর বামনপোখরি, বাগোরা, ডাউহিল সংলগ্ন এলাকাতেও হবে সমীক্ষা। সমীক্ষকরা ঘুরে ঘুরে সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে তালিকভুক্ত করে সেগুলোর ম্যাপ, কোঅর্ডিনেটস সহ সমস্ত তথ্য তৈরি রাখবে। সমীক্ষা শেষে পূর্ণাঙ্গ একটি রিপোর্ট ডিএফওদের পাঠানো হবে। এই ইকো ট্যুরিজম স্পটগুলোতে স্কুল, কলেজের পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমণের জন্যও নিয়ে যাওয়া যাবে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Jalpaiguri | ধনুকের অভাবে আটকে কণিকার স্বপ্ন

0
অর্ঘ্য বিশ্বাস, ময়নাগুড়ি: আর্থিক প্রতিকূলতার মুখোমুখি হয়ে আটকে রয়েছে কণিকার স্বপ্ন। ময়নাগুড়ি কলেজের (Maynaguri College) প্রথম বর্ষের ছাত্রী আমগুড়ি এলাকার বাসিন্দা কণিকা রায় ইতিমধ্যে তিরন্দাজি...

বর্ষায় ঘরজুড়ে স্য়াঁতসেঁতে গন্ধ! কীভাবে দূর করবেন?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্ষাকালে ঘরের ভিতর সব সময়ই একটা স্যাঁতসেঁতে গন্ধ! চটজলদি এই গন্ধ দূর করতে রুম স্প্রে ব্যবহার করছেন। কিন্তু সমস্যা দূর...

Narendra Modi | ভাইরাল ভিডিও নিয়ে নীরব মোদি, জনসভায় নাম নিলেন সন্দেশখালির মুখ রেখা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মোদির মুখে শাহজাহানের প্রসঙ্গ থাকলেও শোনা গেল না সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্রের। লোকসভার নির্ঘন্ট ঘোষণার পর থেকে বাংলায় এসে...

Sandeshkhali | ফের উত্তপ্ত সন্দেশখালি, ভুয়ো ভিডিও বানানোর অভিযোগে তৃণমূল কর্মীকে মার! ঘেরাও বিধায়ক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত সন্দেশখালি (Sandeshkhali)। মহিলাদের টাকার প্রলোভন দিয়ে ভুয়ো ভিডিও বানিয়ে ছড়িয়ে দিচ্ছে তৃণমূল (TMC)। এই অভিযোগে তৃণমূল বিধায়ক সুকুমার...

Beauty tips | ত্বক-চুলের যত্নে কলাপাতার জুড়ি মেলা ভার, জেনে নিন এর উপকারিতা…

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রূপচর্চায় কলার অনেক গুণ রয়েছে। কিন্তু কলাপাতার সব উপকার কী জানেন? এই পাতা দিয়ে পাত পেড়ে খাওয়ার কথা বা কোনও...

Most Popular