রাজ্য

কালিয়াগঞ্জে নাবালিকার রহস্যমৃত্যুতে সিট গঠন, কবে আসবে তদন্ত কমিটি? অপেক্ষায় গ্রামবাসী

কালিয়াগঞ্জ: সাহেবঘাটায় নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দফায় দফায় বৈঠক করছেন জেলা পুলিশ, সিআইডি, তদন্তকারী আধিকারিকরা। ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটন করতে কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠন করা হয়েছে ‘সিট’। কবে সিটের সদস্যরা তদন্ত করতে সাহেবঘাটার আসবে, সেই অপেক্ষায় দিন গুনছেন গোটা গ্রাম। গ্রামবাসীদের আশা, এবার সুবিচার হবেই।

জানা গিয়েছে, ওই নাবালিকার মোবাইল ফোনে একাধিকবার কথা হয়েছে অভিযুক্ত যুবকের সঙ্গে। তাদের মধ্যে একজন টোটো চালক অপরজন কালিয়াগঞ্জের লক্ষ্মীপুরের বাসিন্দা শামীম। যদিও তাকে গোয়েন্দা পুলিশের কর্তারা ফোন করলে মোবাইল ফোন সুইচ অফ করে দেন। বর্তমানে ওই মোবাইল ফোনের নম্বর ট্র্যাক করে পাওয়া যাচ্ছে ওই যুবক পঞ্জাবে রয়েছেন। এদিকে নাবালিকা যেদিন নিখোঁজ হয়েছিল সেই রাতে নাবালিকার ঠাকুরদা চার জনকে ওই পুকুর পাড়ে মদ খেতে দেখেছিল। সেখান থেকে মাত্র ২০ মিটার দূরে ওই ছাত্রীর মৃতদেহ পাওয়া গিয়েছিল। তাহলে কি ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছিল? অভিযুক্ত যুবকের সাহেবঘাটা এলাকার একাধিক বন্ধুর সঙ্গে ফোনে আলাপ হয়। তারা কে? ময়নাতদন্ত কেন রাতে করা হল? তার জন্য পর্যাপ্ত আলো ছিল কিনা? পরিবারের সদস্যরা সেখানে হাজির ছিলেন কিনা? ময়নাতন্তের পরে কেন সুর তাল লেখা হল? মৃতদেহ নেওয়ার সময় কে কে স্বাক্ষর করেছেন? এইসব একাধিক প্রশ্ন নিয়ে তদন্ত করছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, কালিয়াগঞ্জের মালগাঁও পঞ্চায়েতের গাঙ্গুয়া গ্রামের নাবালিকা। স্থানীয় সাহেবঘাটা হাই স্কুল থেকে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। এ মাসেই পরীক্ষার ফল প্রকাশ হবে। কিন্তু তার আগেই ২১ এপ্রিল সকালে বাড়ি থেকে প্রায় দু’শো মিটার দূরে পালাইবাড়ি এলাকার পুকুরের ধারে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ করে খুন করে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু বিষ খেয়ে ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে ময়নাতদন্তের রিপোর্টে দাবি করেন রায়গঞ্জ পুলিশ সুপার সানা আখতার। যদিও মৃতার পরিবারকে না জানিয়েই, ময়নাতদন্ত করা হয়েছে বলে অভিযোগ। তারপরই প্রতিবাদ আরও তীব্র হয়। ঘটনায় মদত দেওয়ার অভিযোগে স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে সরব হন মৃতার পরিবার। তারপর থেকেই সাহেবঘাটার বাড়ি থেকে উধাও পঞ্চায়েত প্রধানের পরিবার। প্রতিবাদের আগুন জ্বলে সাহেবঘাটা এলাকায়। তারপর ২৪ এপ্রিল হামলা হয় কালিয়াগঞ্জ থানায়। ২৬ এপ্রিল রাধিকাপুরের চাঁদগাঁওয়ে মৃত্যুঞ্জয় বর্মণ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এক নাবালিকার মৃত্যু ঘিরে গোটা উত্তর দিনাজপুর বিক্ষোভে তেঁতে উঠে। শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটিতে নিযুক্ত হন কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী সেন, প্রাক্তন সিবিআই কর্তা উপেনকুমার বিশ্বাস এবং প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্ত। যে কোন মুহূর্তে তাঁরা কালিয়াগঞ্জে আসবেন বলে ডিআইজি অনুপ জ্যাসওয়াল জানান। এখন কবে তাঁরা আসবেন, কতদিনে সুবিচার মিলবে, সেই অপেক্ষায় দিন গুণছেন গ্রামবাসীরা।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Car Accident | গাড়ি দুর্ঘটনায় মৃত্যু সুরেশ রায়নার ভাইয়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার ভাই। বুধবার…

5 mins ago

Nagrakata | ৪টি ঘোড়াই রুজির অবলম্বন শেখরের

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: ঘোড়ার গাড়ি চললেই জীবনের চাকা ঘোরে শেখর যাদবের। এলাকায় ছোট-বড় অসংখ্য গাড়ি…

9 mins ago

Narendra Modi | ‘যোগ্য চাকরিহারাদের আইনি সহায়তার আশ্বাস’, বর্ধমানে বড় ঘোষণা মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘যোগ্য’ চাকরিহারাদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।…

14 mins ago

Narendra Modi | ‘তৃণমূল, বামেরা বলছে মোদিকে গুলি করো’, বর্ধমানে দাবি মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘তৃণমূল, বামেরা বলছে মোদিকে গুলি করো।’ শুক্রবার বর্ধমানে (Burdwan) নির্বাচনি জনসভা…

36 mins ago

Harry Potter Castle | রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস ইউক্রেনের বিখ্যাত ‘হ্যারি পটার ক্যাসেল’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস ইউক্রেনের বিখ্যাত ‘হ্যারি পটার ক্যাসেল’। ইউক্রেনের বন্দর…

44 mins ago

Siliguri | বারকর্মীর রহস্যমৃত্যু, কোয়ার্টারের ছাদ থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

শিলিগুড়ি: এক বারকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার (Death Case) ঘিরে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির (Siliguri) শক্তিগড় ২…

1 hour ago

This website uses cookies.