মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি: কথায় বলে ‘জলই জীবন’। কিন্তু প্রতিদিন অকাতরে পানীয় জল (Drinking water) নষ্ট হচ্ছে ফুলবাড়ি (Fulbari news) এলাকায়। এনিয়ে উদাসীন শিলিগুড়ি পুরনিগম ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। এভাবে জলের অপচয় হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়দের অনেকেই।
তাঁদের কথায়, সকাল প্রায় ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরামহীন জল পড়ে নষ্ট হয়। প্রায় বছরখানেক আগেও যেই চিত্র দেখা গিয়েছিল, এখনও তেমনটাই চলছে। মাঝে দুই-একবার পাইপগুলোতে ট্যাপ লাগানো হলেও পুনরায় অবস্থা আগের মতোই। অনেকের মতে এভাবে রোজ হাজার হাজার লিটার জল নষ্ট হচ্ছে। অথচ দেখার দায়িত্বে রয়েছে শিলিগুড়ি পুরনিগম (Siliguri Municipal Corporation) ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তর (Public health engineering department)। তাঁদের ভূমিকায় প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ। ট্যাপ লাগানো হলেও মাঝে মাঝে দুষ্কৃতীরা সেগুলো খুলে ফেলে বলে অভিযোগ। স্থানীয়দের অনেকে আবার জানান, বেশকয়েকজন ব্যবসায়ী নিজেদের সুবিধার জন্য ট্যাপগুলো খুলে দেন। যাতে দিনভর জল পাওয়া যায়। এবিষয়ে পুরনিগমের তরফে মেয়র পারিষদ দুলাল দত্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।