Tuesday, October 3, 2023
HomeBreaking News‘শিল্পক্ষেত্রে গেম চেঞ্জার’ বার্সেলোনা শিল্প সম্মেলনে ‘আত্মপ্রত্যয়ী’ মমতা এভাবেই পরিচয় করালেন বাংলাকে

‘শিল্পক্ষেত্রে গেম চেঞ্জার’ বার্সেলোনা শিল্প সম্মেলনে ‘আত্মপ্রত্যয়ী’ মমতা এভাবেই পরিচয় করালেন বাংলাকে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলা আমূল বদলে গেছে গত ১০-১২ বছরে।সর্ব ক্ষেত্রেই বাংলা এগিয়ে চলেছে। বার্সেলোনার শিল্প সম্মেলন থেকে সেই বার্তাই দিলেন, শিল্পপতি হর্ষ নেওটিয়া, উমেশ চৌধুরী, কমল মিত্তাল, তরুণ ঝুনঝুনওয়ালা, রমেশ জুনেজাদের মত শিল্পপতিরা। সেই সঙ্গে প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

 

মঙ্গলবার বার্সেলোনা শিল্প সম্মেলন থেকে বাংলায় বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার সীমানা এর অন্যতম অ্যাডভান্টেজ। একদিকে ভুটান, অন্যদিকে বাংলাদেশ। এছাড়া এখানে জীবনযাপনের খরচ অত্যন্ত কম হওয়ায় বাজেটের মধ্যেই সবকিছু মেলে। সুলভে শ্রমিক মেলে। ’

 

এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘বাংলা এখন দেশের অন্যতম আধুনিক, উন্নত রাজ্য। এখানে বাসিন্দাদের জন্য সমস্ত সামাজিক সুরক্ষার ব্যবস্থা সরকারই করে। ম্যানুফ্যাকচারিংয়েও দেশের মধ্যে এগিয়ে বাংলা অর্থাৎ আমাদের রাজ্য। বেস্ট হিউম্যান ক্যাপিটাল বাংলা। বাংলা আসলে শিল্পক্ষেত্রে গেম চেঞ্জার। ‘বাংলার জন্য রাজ্য সরকারের একাধিক প্রকল্পের প্রসঙ্গ তুলে ধরার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার মানুষের জন্য সম্পূর্ণ সামাজিক সুরক্ষার ব্যবস্থা করেছি আমরা। মেধায় শীর্ষে বাংলা।’ ‘ভারত আজ চাঁদে পৌঁছে গিয়েছে’। চন্দ্রযান অভিযানের ৪০ শতাংশ বিজ্ঞানীই বাংলার’। সুলভে শ্রমিক মেলে বাংলায়। লৌহ আকরিক, বস্ত্র থেকে চটশিল্প, বাংলা একাধিক শিল্পের সহাবস্থান। বাংলা মানে ব্যবসা, বাংলা মানে আতিথ্য, বাংলা মানে সব ধরনের পরিষেবা। বাংলা একদিন দেশ এবং পৃথিবীর গেম চেঞ্জার। বাংলার মানুষ চিকিৎসা পায় সম্পূর্ণ বিনমূল্যে।’ অন্যদিকে বাংলার শিল্পপতিরা তাদের বক্তব্যে বাংলায় তাদের বানিজ্য করার অভিজ্ঞতা নিয়ে স্পেনের বিনিয়োগদের সামনে বলেন, বলেন, ‘বাংলায় আসুন। বিনিয়োগ করুন।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments