Top News

টাকা ধার দেওয়ার অছিলায় তরুণীকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার দুই বিদেশি ফুটবলার সহ ৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এক পরিচিত তরুণীর কাছে আর্থিক সাহায্য চেয়েছিল অপর এক তরুণী। সেই তরুণী টাকা পাইয়ে দেওয়ার নাম করে সাহায্যপ্রার্থী মেয়েটিকে নিয়ে যায় দুই বিদেশি ফুটবলারের ফ্ল্যাটে। সেখানেই টাকা দেওয়ার নাম করে মেয়েটিকে তারা ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে এক মহিলা সহ অভিযুক্ত দুই বিদেশি ফুটবলারকে। শনিবার রাতে তিলজলা ও নিউ টাউন থেকে পুলিশ গ্রেপ্তার করেছে এই তিন অভিযুক্তকে।

বিধাননগর কমিশনারেট সূত্রের খবর, ধৃত দুই ফুটবলারের নাম ক্রিস জোসেফ ও মোজেস জুটা। তাঁরা ঘানার বাসিন্দা। কলকাতার তিলজলায় একটি ফ্ল্যাটে তাঁরা থাকেন। এই শহরের বিভিন্ন জায়গায় তাঁরা চুক্তির বিনিময়ে খেলেন। এরা ২০১৯ সালে কলকাতায় এসেছিলেন। কোভিডের সময়ে তাঁরা ঘানায় ফিরে যান। ফের ২০২১ সালে তাঁরা কলকাতায় আসেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জেনেছে, নিউ টাউন থানা এলাকার বাসিন্দা ওই অভিযোগকারিণী একাই থাকেন। পরিবারের সঙ্গে তাঁর বনিবনা নেই। বাড়ি ভাড়া দিতে না পেরে তিনি পাড়ারই লিজা নামে এক তরুণীর কাছে অর্থ সাহায্য চান। লিজা কলকাতায় থাকলেও আদপে সে মিজোরামের বাসিন্দা। লিজার সঙ্গে ওই ফুটবলারদের আগে থেকেই পরিচয় ছিল।

অভিযোগকারী তরুণী পুলিশকে জানিয়েছে, সামান্য কিছু আর্থিক সাহায্য চেয়েছিলেন পরিচিত লিজার কাছে। তখনই লিজা তাঁকে টাকা দেওয়ার নাম করে নিয়ে যায় দুই বিদেশির কাছে। সেখানে দুই ফুটবলার টাকা দেওয়ার অছিলায় বলপূর্বক ধর্ষণ করে লিজার সামনেই। দুই ফুটবলার তাঁর উপরে অত্যাচার করার সময়ে লিজা তাঁদের আটকানোর চেষ্টা করেননি। পুলিশের অনুমান এই ঘটনায় লিজার প্রচ্ছন্ন মদত রয়েছে। পুলিশের দাবি লিজা নানান অসামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছে। প্রচুর বিদেশি বন্ধু রয়েছে। সেই সূত্রেই ঘানার এই দুই ফুটবলারের সঙ্গে সম্পর্ক তাঁর। শনিবার রাতে মেয়েটি কলকাতার নিউ টাউন থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই রাতেই অভিযান চালিয়ে পুলিশ তিলজলা ও নিউ টাউন থেকে গ্রেপ্তার করে লিজা সহ তিন অভিযুক্তকে।

ময়দান সূত্রের খবর, দক্ষিণ শহরতলিতে এই ধরনের বিদেশি ফুটবলারদের বসবাস রয়েছে। তাঁদের বেশির ভাগই নামী ক্লাবের সঙ্গে জড়িত নন। মূলত, লেখাপড়া করতে তাঁরা এ দেশে আসেন। এখানে বসবাসের খরচ তুলতে বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায় খেলেন। অতীতেও এই ধরনের ‘খেপ’ খেলা ফুটবলারদের নানা অপরাধমূলক ঘটনায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছে। বিশেষত, মাদক পাচার বা সরবরাহ সংক্রান্ত অপরাধে একাধিক বার নাইজিরিয়া কিংবা ঘানার ফুটবলারদের নাম জড়িয়েছে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Abhishek Banerjee | ‘বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে লক্ষ্ণীর ভাণ্ডার’, মঙ্গলকোটে দাবি অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হয়ে যাবে লক্ষ্ণীর ভাণ্ডার।’ সোমবার বোলপুর লোকসভা…

3 mins ago

Kangana Ranaut | ‘ইন্ডাস্ট্রিতে অমিতাভ বচ্চনজির পর সবচেয়ে বেশি সম্মান পাই’ ভোটপ্রচারে দাবি কঙ্গনার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হিমাচলের মান্ডি লোকসভা আসনে বিজেপি প্রার্থী (BJP) হিসেবে ঘোষণা করা হয়েছে…

24 mins ago

কিশনগঞ্জ: সোমবার কিশনগঞ্জের জেলাশাসক তুষার সিঙলা ঠাকুরগঞ্জ-পোআখালী 25 কিঃমিঃ নতুন রেললাইনের পরিদর্শন করেন।এই রেললাইনের নির্মান…

26 mins ago

North Bengal Weather | আজই আছড়ে পড়বে কালবৈশাখী, কমলা সতর্কতা জারি উত্তরের দুই জেলায়

সানি সরকার, শিলিগুড়ি: কয়েক ঘণ্টার মধ্যেই জলপাইগুড়ি এবং কোচবিহারে আছড়ে পড়বে কালবৈশাখী(Kalbaisakhi)। যার গতিবেগ ঘণ্টায়…

27 mins ago

Job seekers death | শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হল না, অকাল মত্যু হল এক এসএলএসটি আন্দোনকারীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অকাল মত্যু হল এক এসএলএসটি আন্দোনকারীর। অধরাই রয়ে গেল তাঁর শিক্ষক…

40 mins ago

Uttarakhand Wildfire | উত্তরাখণ্ডে দাবানলে বাড়ছে মৃতের সংখ্যা, বৃষ্টির অপেক্ষায় প্রশাসন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডের দাবানলে (Uttarakhand Wildfire) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। দাবানল নিয়ে…

42 mins ago

This website uses cookies.