Monday, May 6, 2024
HomeTop NewsGangasagar | গঙ্গাসাগরে পুণ্যার্থীদের কাছ থেকে ‘লুঠ’ করেছে সরকার, পরিমাণ ৩৮ কোটি,...

Gangasagar | গঙ্গাসাগরে পুণ্যার্থীদের কাছ থেকে ‘লুঠ’ করেছে সরকার, পরিমাণ ৩৮ কোটি, অভিযোগ শুভেন্দুর   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গঙ্গাসাগরে (Gangasagar) পুণ্যার্থীদের থেকে লুঠ করেছে রাজ্য সরকার। এই লুটের পরিমান ৩৮ কোটি টাকা। নিজের এক্স হ্যান্ডেলে (X handle) পোস্ট করে এমনই দাবি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি দাবি করেছেন, গঙ্গাসাগরে নৌকা, ভেসেলের অতিরিক্ত ভাড়া বাড়িয়ে গঙ্গাসাগরে ৫০ লক্ষ পুণ্যার্থীর কাছ থেকে এই মোটা অংকের টাকা আয় করেছে। যাকে এককথায় বলা যায় লুঠ। শুধু শুভেন্দু অধিকারীই নয়, এর আগে একই অভিযোগ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

বুধবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু অধিকারী দাবি করেন, গঙ্গাসাগরে ভেসেল, নৌকোয় ভাড়া বৃদ্ধি হয়েছে ৩৪৪ গুণ। যে ভাড়া ৯ টাকা, তা মেলার সময়ে নেওয়া হয়েছে ৪০ টাকা। এক লাফে বেড়েছে ৩১ টাকা। যা শতাংশের বিচারে তা বেড়েছে ৩৪৪ গুণ। ভেসেলের ভাড়া একলাফে বাড়িয়ে দিয়েছে ৭৬ টাকা। ৫০ লক্ষ মানুষের কাছ এইভাবে অতিরিক্ত ভাড়া বাড়িয়ে ৩৮ কোটি টাকা তুলেছে রাজ্য সরকার।

এদিন তিনি উদাহরণ দিয়ে বলেন, জলপথে নামখানা থেকে বেনুবনে যাওয়ার অন্য সময়ে ভাড়া থাকে ৪০ টাকা। মেলার সময়ে তা নেওয়া হয়েছে পুণ্যার্থী পিছু ৮৫ টাকা। যা ১১২.৫% বেশি বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আর কচুবেড়িয়া থেকে ৮ নম্বর লটে ভাড়া ৯ টাকা। অথচ মেলার সময় ৪০ টাকা নেওয়া হয়েছে। যা এক লাফে ৩১ টাকা বৃদ্ধি করা হয়েছে। সেটাই বেড়েছে ৩৪৪% গুণ।

এদিন তিনি তাঁর এক্স হ্যান্ডেলে টেট পরীক্ষার ফর্মের মূল্যবৃদ্ধি নিয়েও রাজ্যের বিরুদ্ধে তোপ দেগেছেন শুভেন্দু। শুভেন্দুর মতে, ঠিক একইভাবে নিয়োগ না হলেও টেট পরীক্ষার জন্য ফর্মের দাম এক লাফে ১০০ থেকে ৫০০ করা হয়েছে। শতাংশের বিচারে ৪০০% বৃদ্ধি। যার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ১৫ কোটি ৪৫ লক্ষ ২৭ হাজার টাকা তুলেছে বলেও এক্স মাধ্যমে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা।

শুভেন্দু অধিকারীর এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেছেন সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। তিনি বলেন, “বিরোধী দলনেতা গঙ্গাসাগরে ভাড়া বৃদ্ধিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের উদ্দেশে যে মন্তব্য করেছেন, তা অযৌক্তিক, ভিত্তিহীন। কারণ আগের সরকার গঙ্গাসাগর মেলার ভাড়া বৃদ্ধি করেনি। তবে পুণ্যার্থীদের থাকার জায়গা করে ৫ টাকা করে ট্যাক্স নিত। আমাদের মুখ্যমন্ত্রী পুণ্যার্থীদের ওপর থেকে কর তুলে নেওয়া হয়েছে। কোনও রেট, বাসভাড়া কিছুই বাড়ানো হয়নি। যা রেট ছিল, সেটাই আছে।”

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Farooq Abdullah | ‘পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা আছে’, কেন এমন বললেন ফারুক?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ করে নেওয়ার কথা বিজেপি নেতারা প্রায়ই বলে থাকেন। সম্প্রতি এক নির্বাচনি সভায় দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ...

East Bengal | নতুন মরসুমে শক্তিশালী দল গড়তে চায় ইস্টবেঙ্গল, বৃহস্পতিবারের বৈঠকে নজর সমর্থকদের

0
কলকাতা: নতুন মরসুমে শক্তিশালী দল গড়ার লক্ষ্য নিয়েছে ইস্টবেঙ্গল, এমনই খবর দলের অন্দরের। এবারের আইএসএলে ৯ নম্বরে শেষ করেছে লাল-হলুদ। জয় পেয়েছে মাত্র ৬টিতে।...

MJN Medical College | নার্সকে মারধরের ঘটনায় এমজেএন মেডিকেলে বিক্ষোভ

0
কোচবিহার: এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের (MJN Medical College) এক নার্সকে মারধরের ঘটনার প্রতিবাদে সরব ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন (West Bengal Nurses Association)। সোমবার...
man suicide for depression

Suicide | স্ত্রী ছেড়ে যাওয়ায় মানসিক অবসাদ, আত্মঘাতী যুবক!

0
করণদিঘি: বিয়ের ছয় মাসের মধ্যে আত্মঘাতী(Suicide) হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে করণদিঘি(Karandighi) থানার রসাখোয়া ১ গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা পৌটি গ্রামে। মৃত যুবকের...

নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে উদ্ধার চোরাই স্কুটার, গ্রেপ্তার ১

0
শিলিগুড়ি: নথিপত্র পরীক্ষা করতে গিয়ে চোরাই স্কুটারের হদিস মিলল। সোমবার সকালে শিলিগুড়ির চেকপোস্ট এলাকায় একটি স্কুটারকে থামিয়ে তাঁর নথিপত্র পরীক্ষা করতে যান এক পুলিশকর্মী।...

Most Popular