উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশ পুলিশের (Uttar Pradesh Police) এনকাউন্টারে (Encounter) খতম হল গ্যাংস্টার (Gangster) বিনোদ উপাধ্যায় (Vinod Upadhyay)। বৃহস্পতিবার মধ্যরাতে গ্যাংস্টারের হদিস পেতেই অভিযানে নামে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ (UP STF)। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সুলতানপুরে (Sultanpur) হানা দেয় পুলিশের একটি দল। সুলতানপুরের দেহাত কোতওয়ালি (Dehat Kotwali) এলাকায় একটি বাড়ি ঘিরে ফেলে পুলিশ। এক পুলিশ আধিকারিকের দাবি, চারদিক থেকে ঘিরে ফেলায় বেকায়দায় পড়ে যায় ওই দুষ্কৃতী। সেই সময় পুলিশের দলটিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে সে। পালটা গুলি চালায় পুলিশও। দু’পক্ষের মধ্যে শুক্রবার ভোর পর্যন্ত চলে গুলির লড়াই। সেই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে গ্যাংস্টার বিনোদ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুন, অপহরণ, তোলাবাজি, ডাকাতি সহ বহু মামলা ছিল গ্যাংস্টার বিনোদের বিরুদ্ধে। একাধিক থানায় বিনোদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। লখনউ এবং গোরক্ষপুরে ত্রাস হয়ে ওঠা সেই বিনোদকে ধরার জন্য তৎপর ছিল পুলিশ। এই গ্যাংস্টারের বিরুদ্ধে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল গোরক্ষপুর পুলিশ। শুধু লখনউ বা গোরক্ষপুর নয়, অন্য কয়েকটি জেলাতেও ৩১টি মামলা রয়েছে বিনোদের বিরুদ্ধে।