Sunday, May 12, 2024
HomeExclusiveGoutam Deb | শিলিগুড়ির উন্নয়নে দরাজ গৌতম, দিলেন একগুচ্ছ প্রতিশ্রুতি

Goutam Deb | শিলিগুড়ির উন্নয়নে দরাজ গৌতম, দিলেন একগুচ্ছ প্রতিশ্রুতি

শুক্রবার শিলিগুড়ি পুরনিগমে মেয়র পরিষদের সদস্যদের বৈঠকে তাই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে ঠিক হয়, ২২ ফেব্রুয়ারি পুরনিগমের বর্তমান বোর্ডের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে দীনবন্ধু মঞ্চে নাগরিক সভা করা হবে।

ভাস্কর বাগচী, শিলিগুড়ি: লোকসভা (Lok Sabha) ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও হাতে আর বেশি সময়ও নেই। তাই শিলিগুড়ি শহরের উন্নয়নকল্পে মেয়র গৌতম দেব একগুচ্ছ  প্রকল্পের কথা ঘোষণা করলেন। কারণ, ভোট (Vote) ঘোষণা হয়ে গেলে আর এই ধরনের কোনও প্রকল্পের কথা মেয়র ঘোষণা করতে পারবেন না। শুক্রবার শিলিগুড়ি পুরনিগমে মেয়র পরিষদের সদস্যদের বৈঠকে তাই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে ঠিক হয়, ২২ ফেব্রুয়ারি পুরনিগমের বর্তমান বোর্ডের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে দীনবন্ধু মঞ্চে নাগরিক সভা করা হবে। সেখানে এবারের জয়েন্ট এন্ট্রান্স মেইনে রাজ্যে প্রথম ইরাদ্রি বসু খৌন্ড, পদ্মশ্রী সম্মানিত একলব্য শর্মা, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিশু পাখোয়াজ শিল্পী অরিজিৎ ব্যানার্জি ও ক্রীড়াবিদ (Athlete) বিপ্লব বসাককে নাগরিক সম্মান জানানো হবে। মেয়র গৌতম দেব ওই দিনই গত এক বছরের রিপোর্ট কার্ড পেশ করবেন।

এদিনের বৈঠকে (Meeting) সিদ্ধান্ত হয়েছে, শিলিগুড়িতে একটি ফুটবল অ্যাকাডেমি (Football Academy) তৈরি হতে চলেছে। প্রাথমিকভাবে নন-রেসিডেন্সিয়াল অ্যাকাডেমি হবে। কোন  মাঠে প্র্যাকটিস হবে তা যদিও এখনও ঠিক হয়নি। তাছাড়া পুরনিগমের তরফে অন্য প্রতিযোগিতার মতো ব্যাডমিন্টন ও দাবা প্রতিযোগিতাও করা হবে। এদিন মেয়র  বলেন, ‘ওয়ার্ডে ওয়ার্ডে পাট্টার ক্যাম্প করা হচ্ছে। তবে কেন্দ্রীয়ভাবে একটি ক্যাম্প করা হবে। মানসিক ও শারীরিক বিশেষভাবে সক্ষমদের শংসাপত্র দেওয়ার জন্যও পৃথক ক্যাম্প করা হবে।’ পুরনিগম সূত্রে খবর, শহরে ৪০টি কমিউনিটি হল খুব শীঘ্রই মানুষের জন্য খুলে দেওয়া  হবে। শহরের বেশ কয়েকটি মাঠে ফেন্সিং দেওয়ার কাজ শুরু হবে। এর মধ্যে সূর্যনগর মাঠ, বাল্মীকি স্কুলের মাঠ, ওয়াইএমএ মাঠ রয়েছে। মেয়র বলেন, ‘মনীষীদের জন্মদিবস আমরা পালন করি। নেপালি ভাষার বিশিষ্ট সাহিত্যিক পারিজাতেরও জন্মজয়ন্তী আমরা পালন করব।’

মেয়র এদিন বলেন, ‘আমরা গতবছর এক বছরের রিপোর্ট কার্ড দিয়েছিলাম। প্রতিবছর আমরা একটা মূল্যায়ন পুস্তিকা করছি। আমরা কী কাজ করছি, সেটা আমরা মানুষের কাছে জানাচ্ছি। এই রিপোর্ট কার্ডে কোনও প্রতিশ্রুতি থাকবে না। আমরা যা  করেছি, সেটাই থাকবে। এটা যথেষ্ট তথ্যভিত্তিক হবে। যা আমাদের নাগরিকদের কাছে থাকবে।’ পুরনিগম সূত্রে খবর, পুজোর আগেই শিলিগুড়ি স্মারক গ্রন্থ  প্রকাশ করা হবে। এর কাজও প্রায় শেষ হয়ে গিয়েছে।

Mouli Majumder
Mouli Majumderhttps://uttarbangasambad.com
Mouli Majumder is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mouli is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

নতুন অতিথির আগমন রসিকবিলে

0
বক্সিরহাট: এই প্রথম রসিকবিল প্রকৃতি পর্যটনকেন্দ্রে চিতাবাঘের এনক্লোজারে রিমঝিম ও গরিমার কোল আলো করে জন্ম হয়েছে সাতটি ফুটফুটে শাবকের। এতে খুশির আমেজ রসিকবিল প্রকৃতি...
weather-update-in north bengal

Weather Report | উত্তর সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র দাবদাহ কাটিয়ে স্বস্তির বৃষ্টি রাজ্যজুড়ে। ফের আকাশে কালো মেঘের ঘনঘটা এবং বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি আর কবে, ক্রমশই এমন প্রশ্ন...

Flying Taxi | ভারতের আকাশে উড়ন্ত ট্যাক্সি! পরিবহণ ব্যবস্থায় নতুন চমক, প্রকাশ্যে ছবি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের অন্যতম নামকরা শিল্পপতি তথা মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra) সব সময়ই কিছু নতুন বিষয়, ঘটনা তুলে ধরেন...

IPL | ইডেন গার্ডেনসে মুম্বই বধ কেকেআরের, প্লে অফের টিকিট নিশ্চিত কলকাতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইডেন গার্ডেনসে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের প্লে অফে নিজেদের জায়গা পাকা করে নিল কেকেআর(KKR)। এদিনের খেলায় টসে জিতে বোলিং করার...

Asansol | আম কুড়োতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, বজ্রাঘাতে মৃত্যু বিজেপি কর্মীর ছেলের

0
বারাবনি: বৃষ্টির মধ্যে বাড়ির অদূরে আম কুড়োতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক বিজেপি কর্মীর ছেলের। শনিবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আসানসোলের বারাবনি থানার খড়াবড়...

Most Popular