Friday, May 10, 2024
HomeMust-Read Newsশরীরে অশ্লীল স্পর্শ! সিনিয়ার ‘দাদা’দের অত্যাচারেই কি আত্মঘাতী গাজোলের পড়ুয়া?

শরীরে অশ্লীল স্পর্শ! সিনিয়ার ‘দাদা’দের অত্যাচারেই কি আত্মঘাতী গাজোলের পড়ুয়া?

গাজোল: যাদবপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ছাত্রমৃত্যুর ঘটনায় শোরগোল পড়ল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় সিনিয়রদের অত্যাচারকেই দায়ী করল মৃতের পরিবার। মৃতের নাম উত্তম মার্ডি (২২)। বাড়ি গাজোলের মাঝরা গ্রাম পঞ্চায়েতের শিশাডাঙ্গা গ্রামে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল সে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে স্নান করতে যায় উত্তম। তবে দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাথরুম থেকে না বের হওয়ায় তাকে ডাকাডাকি শুরু করে বোন সুমিত্রা। সাড়া না পেয়ে বাথরুমের দরজা ভেঙে পরিবারের লোকজন দেখেন, ভেন্টিলেটরের রডের সঙ্গে ঝুলছে উত্তমের দেহ। তড়িঘড়ি উত্তমকে উদ্ধার করে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। দেহটি ময়নাতদন্তে পাঠায় পুলিশ।

এদিকে, এই ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ছায়া দেখছে মৃতের পরিবার। উত্তমের জেঠতুতো দিদি পাঞ্চালি মার্ডি জানায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে এমএ করার সুযোগ পায় উত্তম। বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর হস্টেলে থাকার সুযোগও পেয়ে যায়। গত ৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তবে ৫ অক্টোবর উত্তমকে ফোন করা হলে সে হঠাত্ই কথা বলতে বলতে কেঁদে ফেলে। জিজ্ঞেসা করা হলে উত্তম জানায়, ৪ অক্টোবর ইন্ট্রো দেওয়ার নাম করে রাত ১২টা নাগাদ হস্টেলের সিনিয়াররা প্রথম বর্ষের ছাত্রদের ডেকে পাঠায়। কিন্তু ক্লান্ত থাকায় উত্তম সেদিন যেতে পারেনি। পরের দিন তার এক সহপাঠী উত্তমকে জিজ্ঞেস করেছিল, কেন সে ইন্ট্রো দিতে যায়নি। এই ঘটনার পর স্বাভাবিকভাবে যথেষ্ট ঘাবড়ে গিয়েছিল উত্তম। তাকে বলা হয়েছিল, ওখানে আর থাকার দরকার নেই। এরপর ৬ অক্টোবর বাড়ি ফিরে আসে উত্তম। ওখান থেকে আসার পর মানসিকভাবে যথেষ্ট ভেঙে পড়েছিল। নানাভাবে জিজ্ঞেস করার পর উত্তম জানিয়েছিল, বিশ্ববিদ্যালয়ে ইন্ট্রোর নামে নানা ধরনের অত্যাচার করা হত তাদের ওপরে। অশ্লীলভাবে শরীরের নানা জায়গায় স্পর্শ করত সিনিয়ার দাদারা। এক একদিন এক এক হস্টেলের সিনিয়ার দাদাদের কাছে ডাক পড়ত জুনিয়ারদের। ওখানেই চলত নানা ধরনের অত্যাচার। বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও তদন্ত করে কিনা, তার দিকে তাকিয়ে রয়েছে গাজোলবাসী।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Abhishek Banerjee | শত্রুঘ্নর সমর্থনে আসানসোলে রোড শো অভিষেকের, ঢল নামল জনতার

0
আসানসোল: আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) সমর্থনে শুক্রবার রোড শো (Road show) করলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়...

0
বালুরঘাট: বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে এবার সরব বিজেপি যুব মোর্চা। শুক্রবার বিকেলে বালুরঘাট বিদ্যুৎ দপ্তরের  সামনে ধর্না বিক্ষোভে বসে বিজেপি। এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন...

Theft case | বাড়ির দরজার তালা ভেঙে টাকা-গয়না চুরি, শোরগোল এলাকায়

0
গাজোল: প্রতিবেশীর বিয়েতে গিয়েছিলেন বরযাত্রী। গভীর রাতে বাড়ি ফিরে এসে চক্ষু চড়কগাছ। বাড়ির দরজার তালা এবং ভেতরে শোকেস ভেঙে নগদ টাকা এবং সোনার গয়না...
Fire on the India-Bangladesh borde

Fire | ভারত-বাংলাদেশ সীমান্তে আগুন, ঘটনাস্থলে দমকল

0
চ্যাংরাবান্ধা: ভারত বাংলাদেশ সীমান্তের ভুট্টাখেতে আগুন(Fire)। শুক্রবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা(Changrabandha) সীমান্তে। স্থানীয় লোকজন জানান, এদিন তাঁরা চ্যাংরাবান্ধা সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট সংলগ্ন এলাকায়...

Yogi Adityanath | বদল হতে চলেছে আকবরপুরের নামও! যোগীর মন্তব্যে ইঙ্গিত

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০১৭ সালে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন জায়গার নাম বদল হয়েই চলছে। এবার বদল হতে পারে...

Most Popular