Tuesday, May 14, 2024
HomeBreaking Newsহকিতে সোনা এল ভারতে, এশিয়াডে ফাইনালে ৫-১ গোলে জাপানকে হারিয়ে দিল হরমনপ্রীতরা

হকিতে সোনা এল ভারতে, এশিয়াডে ফাইনালে ৫-১ গোলে জাপানকে হারিয়ে দিল হরমনপ্রীতরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতের পদকতালিকায় যোগ হল আরও একটি সোনা। জাপানকে হারিয়ে এশিয়ান গেমসে হকিতে সোনা পেল ভারত। গত এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট ছিল ভারত। এবার সেই আক্ষেপ মিটল চিনের হ্যাংঝৌ এশিয়ান গেমসে। এদিন ফাইনালে ভারত জাপানকে ৫-১ গোলে হারিয়ে সেরার শিরোপা পেয়েছে। এ বারের এশিয়াডে এই নিয়ে এখনও পর্যন্ত ২২টি সোনা জিতল ভারত।

শনিবার হকিতে সোনা জিতল ভারত। ফাইনালে জাপানকে হারিয়ে দিল ৫-১ গোলে। ফাইনালে জোড়া গোল করলেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ। বাকি গোল গুলি করেন মনপ্রীত সিংহ, অমিত রোহিদাস এবং অভিষেকের। গ্রুপ ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে অনেক বেশি সংগঠিত হয়ে ভারতের বিপক্ষে ফাইনালে নেমেছিল জাপান। কিন্তু তাতেও ভারতকে রুখতে পারল না জাপান। জাপানের রক্ষনকে ভেদ করে একের পর এক গোল করলেন হরমনপ্রীতরা।

এদিন প্রথম দিকে জাপানের গতির সঙ্গে তাল মেলাতে গিয়ে সমস্যায় পড়ছিলেন ভারতের খেলোয়াড়েরা। বেশ কয়েক বার তাঁরা জাপানের বক্সে ঢুকেও গোল করে পারেনি ভারত। প্রথম কোয়ার্টারের একদম শেষ দিকে একটি পেনাল্টি কর্নায় পায় ভারত। কিন্তু জাপানের গোলকিপার সেটি বাঁচিয়ে দেন। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে আবার একটি পেনাল্টি কর্নার পায় ভারত। সেই পেনাল্টি কর্ণারও মিস করেন হরমনপ্রীতরা। ভারতের মনপ্রীতই প্রথম গোল এনে দেন ২৫ মিনিটের মাথায়।

তৃতীয় কোয়ার্টারে  ভারত এগিয়ে যায় ৩ গোলে। গোল করেন ভারতের হরমনপ্রীত ও অমিত রোহিদাস। চতুর্থ কোয়ার্টারে চতুর্থ গোল আসে অভিষেকের স্টিক থেকে। বক্সের মধ্যে দ্রুত আক্রমণে ঢুকে পড়েছিল ভারত। কোনাকুনি শটে গোল করেন অভিষেক। শেষ কোয়ার্টারে একটি গোল শোধ করে জাপান। গোল করেন তানাকা। ৪১ সেকেন্ড আগে পেনাল্টি কর্নার থেকে শেষ গোল হরমনপ্রীতের।

উল্লেখ্য, গত এশিয়াডে ভারত হকিতে ফাইনালে উঠতে পারেনি। সেমিফাইনালে হেরে গিয়ে ব্রোঞ্জ দখলের লড়াইয়ে লড়াইয়ে নেমেছিল পাকিস্তানের বিরুদ্ধে। সেই খেলায় পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল ভারত।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

India-US | ইরানের সঙ্গে বন্দর চুক্তিতে ক্ষুব্ধ আমেরিকা, ভারতের উপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরানের চাবাহার বন্দর (Chabahar Port) নিয়ে চুক্তি করতেই ভারতের উপর ক্ষুব্ধ আমেরিকা (India-US)। নাম উল্লেখ না করেই ভারতের উপর নিষেধাজ্ঞা...

C V Ananda Bose | আরও বেকায়দায় রাজ্যপাল! নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ বোসের বিরুদ্ধে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  আবারও শিরোনামে রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক নৃত্যশিল্পী (Dancer)। নৃত্যশিল্পীকে...

0
বালুরঘাট: মাত্র ২০ টাকা গাড়ি ভাড়া বাঁচাতে যে ছাত্রী শক্ত হাতে সাইকেলের হ্যান্ডেল চেপে ধরেছিল। এবছর উচ্চমাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৪৬৬। বালুরঘাটের নদী পার...

কোম্পানি দায়ী নহে, তাহলে দায়ী কে?

0
  আশিস ঘোষ  ‘মালের দায়িত্ব কোম্পানির নহে।’ ছোটবেলা থেকে বাসের ভিতরে লেখা দেখতাম। সঙ্গে সতর্কবাণী, ‘মাল নিজের দায়িত্বে রাখুন।’ এতদিন পর ফের কথাটা মনে পড়ল এখনকার খবরওয়ালাদের রকমসকম...

coal smuggling case | কয়লা পাচার মামলা: সিবিআই আদালতে আত্মসমর্পণ লালার, শর্তসাপেক্ষে পেলেন জামিন

0
রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল: আসানসোলের বিশেষ সিবিআই আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেলেন কয়লা পাচার মামলার মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো...

Most Popular