উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যপাল সিভি আনন্দ বোস আগেই তাঁর প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিয়েছিলেন। তা নিয়ে রাজ্য–রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। তখন তাঁকে ফিরিয়ে নিয়ে পর্যটন দপ্তরের সচিব করেছিল নবান্ন। এবার রাজ্যপাল সরিয়ে দিলেন তাঁর প্রেস সচিব শেখর বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু কেন সরিয়ে দেওয়া হয়েছে তার কোনও কারণ জানা যায়নি। তবে এই খবর প্রকাশ্যে আসার পর রাজভবন থেকে নবান্নে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
এদিকে রাজভবন থেকে অব্যাহতি দেওয়া হল প্রেস সচিব শেখর বন্দ্যোপাধ্যায়কে। শেখর বন্দ্যোপাধ্যায়কে নবান্নে তথ্য ও সংস্কৃতি দপ্তরের পুরনো পদে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। সূত্রের খবর, রাজ্যপাল মনে করেন পঞ্চায়েত নির্বাচনের সময় অনেক হিংসার খবর পান নি প্রেস সচিবের কাছ থেকে। এরপরই প্রেস সচিবকে সরিয়ে দেন রাজ্যপাল।
গত জানুয়ারি মাসে রাজভবন থেকে পাঠানো নামের তালিকা থেকে ইন্টারভিউ নিয়ে শেখর বন্দ্যোপাধ্যায়কে নিজের প্রেস সচিব হিসেবে বেছে নিয়েছিলেন রাজ্যপাল। তার পর শুরু হয়েছিল কাজ। সেখানে হঠাৎ কেন তাঁকে রিলিজ করা হল? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রধান সচিবের পর প্রেস সচিবকে সরিয়ে দেওয়া নিয়ে নবান্নেও জোর চর্চা শুরু হয়েছে।
নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার পর এখনও রাজ্যপালের প্রধান সচিবের পদটি ফাঁকা পড়ে রয়েছে। সেখানে কাউকে নিয়োগ করা হয়নি। তার মধ্যেই এবার প্রেস সচিবকেও সরিয়ে দেওয়া হল। এমনকী শেখর বন্দ্যোপাধ্যায়ের পদে কাউকে নিয়োগ করার জন্য এখনও পর্যন্ত রাজভবনের পক্ষ থেকে নবান্নের কাছে কোনও চিঠি দেওয়া হয়নি। তাই এই পদটি এখনও ফাঁকা থাকছে বলেই মনে করা হচ্ছে।