Must-Read News

Wedding | বিয়ের মেনুতে নেই মাংস, ক্ষোভে বউভাতে কনেপক্ষকে মারধর বরপক্ষের!

ময়নাগুড়ি: মেয়ের বিয়েতে বরযাত্রীদের মাংস খাওয়াতে পারেননি বাবা। সেই কারণে বউভাতের অনুষ্ঠানেই বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে তুমুল বচসা ও পরে ধস্তাধস্তিও শুরু হয়। ঘটনায় প্রতিবেশী এক যুবক সহ কনেপক্ষের ২ জন জখম হন। অবশেষে গভীররাতে না খেয়েই বাড়ি ফিরলেন ৭০ জন কন্যাযাত্রী। শুক্রবার রাত আনুমানিক ১২টার পর ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েত এলাকার ভবারডাঙ্গায় ঘটনাটি ঘটে। গুরুতর জখম ওই প্রতিবেশী শনিবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গিয়েছে, ৩১ জানুয়ারি ভবারডাঙ্গার বাসিন্দা বিজয় সরকারের ছেলের সঙ্গে খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার টেকাটুলি দাসপাড়ার বাসিন্দা কার্তিক দে সরকারের মেয়ের বিয়ে হয়। মেয়ের বিয়েতে বরযাত্রীদের মাংস খাওয়াতে পারেননি কার্তিকবাবু। সেটা নিয়েই বিজয় সরকার সহ বরপক্ষের লোকজনদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

এরপর গতকাল রাতে প্রায় ৭০ জন কন্যাযাত্রী বউভাতের অনুষ্ঠানে যান। রাত গড়িয়ে গেলেও বরপক্ষের কেউই তাঁদের কোনরকম পাত্তা দেননি বলে অভিযোগ। রাত ১২টার পর বর ও কনে দু’পক্ষের মধ্যে তুমুল বচসা বাধে। শুরু হয়ে ধস্তাধস্তি। জখম হন মেয়ের ছোট ভাই বদন দে সরকার ও তাঁর স্ত্রী নেহা মজুমদার দে সরকার। ধুন্ধুমার কাণ্ড বেধে যায় বধূবরণের অনুষ্ঠানেই। সেইসময় খাওয়া দাওয়া সেরে অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন প্রতিবেশী যুবক নিকুঞ্জ রায়। গেটের বাইরেই জটলা দেখে কন্যাযাত্রীদের বোঝানোর চেষ্টা করেন তিনি। তাঁকেও কন্যাযাত্রীরা মারধর করেন বলেও অভিযোগ ওঠে। এরপর নিকুঞ্জ কয়েজ জনের নাম উল্লেখ করে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মেয়ের বাবা পেশায় টোটো চালক। এদিন তিনি বলেন, ‘মেয়ের বিয়েতে বরযাত্রীদের আমি মাংস খাওয়াতে পারিনি। বিয়ের দিন থেকেই ক্ষিপ্ত হয়ে কটূক্তি করছেন ছেলের বাবা। বধূবরণের অনুষ্ঠানে আমাদের হেনস্তা করেছেন।‘ যদিও ছেলের বাবা সমস্ত অভিযোগের কথা অস্বীকার করেন। তিনি জানান, রাতের খাওয়া কিছুটা দেরিতে হয়েছে সেই কারণেই এই সমস্যা সৃষ্টি হয়েছে। তবে মেয়ের বাড়ির সকলেই যে না খেয়েই ফিরে গিয়েছেন সেই কথাও তিনি স্বীকার করেন। ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Siliguri | অস্বাভাবিক মৃত্যু তৃণমূল নেতার ভাইয়ের, ঝুলন্ত দেহ উদ্ধার হল গোডাউন থেকে

শিলিগুড়িঃ তৃণমূল নেতার ভাইয়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়াল চম্পাসারি এলাকায়। এদিন সকালে…

2 mins ago

Balurghat | অর্ধেক জীবন পার সংশোধনাগারে, মুক্তি পেয়ে নতুন জীবন শুরু গুরুপদর

বালুরঘাট: জীবনের অর্ধেকটা সময় কেটে গিয়েছে সংশোধনাগারের ভেতরে। ২৮ বছর পর মুক্তি পেয়ে জীবনের দ্বিতীয়…

13 mins ago

NBSTC | ৪ জুন সরকার বদলালেই এনজেপি স্টেশনে ঢুকবে এনবিএসটিসির বাস, আশাবাদী গৌতম

শিলিগুড়ি: ৪ জুনের পর কেন্দ্রে সরকার বদলে যাবে, তখনই নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে এনবিএসটিসির বাস…

15 mins ago

Snakes fight | কিংকোবরার ছোবলে কুপোকাত অজগর, দুই সাপের লড়াইয়ের সাক্ষী থাকল দক্ষিণ ধুপঝোরা

চালসাঃ কিংকোবরার সঙ্গে অজগরের লড়াই। লড়াইয়ে শেষমেশ কিংকোবরার কাছে পরাস্ত হল অজগর। বুধবার এমনই ঘটনার…

36 mins ago

ভোটকর্মী রাজকুমার রায়ের মৃত্যুবার্ষিকী পালন, নেওয়া হল গণতান্ত্রিক অধিকার রক্ষার শপথ

রায়গঞ্জ: ২০১৮ সালের ১৫ মে পঞ্চায়েত ভোটের দিন শিক্ষক তথা ভোটকর্মী রাজকুমার রায়ের রক্তাক্ত দেহের…

50 mins ago

Cyber Crime | নেই প্রযুক্তি সম্পর্কে পর্যাপ্ত ধারণা, সাইবার প্রতারকদের ধরতে নাজেহাল পুলিশ

রায়গঞ্জ: সাইবার অপরাধ (Cyber crime) পুরোটাই প্রযুক্তি নির্ভর। অথচ এই প্রযুক্তি সম্পর্কে উত্তর দিনাজপুর (Uttar…

54 mins ago

This website uses cookies.