Wednesday, June 26, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গAthletics championship | জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয় হলদিবাড়ির সাগরের

Athletics championship | জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয় হলদিবাড়ির সাগরের

হলদিবাড়ি: ১৯তম জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জয় করে বাংলাদেশ সীমান্তবর্তী হলদিবাড়ির মুখ উজ্জ্বল করলেন সাগর রায়। সোমবার ছত্তিশগড়ের বিলাসপুর অ্যাথলেটিক্স স্টেডিয়ামে ১৯তম জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অনুর্ধ্ব ১৮ বিভাগে ২.০৬ মিটার লাফিয়ে হাই জাম্পে প্রথম হয় সাগর। এদিন সন্ধ্যায় এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া হলদিবাড়ি ক্রীড়া মহলে।

সাগরের বাড়ি হলদিবাড়ি ব্লকের পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন সীমান্তবর্তী কামাতবিন্দি এলাকায়। বাবা প্রদীপ রায় পেশায় কৃষক। মা সুশীলা রায় গৃহকর্তী। ছোটবেলা থেকে হাই জাম্পে পারদর্শী সাগর। বেশ কয়েকবার রাজ্য ও ন্যাশনাল খেলতে বাইরে গিয়েছিলেন। গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পেয়েছিল।

সোমবার ছত্তিশগড়ের বিলাসপুর অ্যাথলেটিক্স স্টেডিয়ামে ১৯তম জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রাজ্যের ৩০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এদের মধ্যে একমাত্র সাগরই গোল্ড পেয়েছে। এবার লক্ষ্য ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। স্বপ্ন রয়েছে এশিয়ান গেমস ও অলিম্পিক যাওয়ার। কিন্তু বাধা আর্থিক সমস্যা। এর কারণ বাবা সামান্য প্রান্তিক চাষি। অনেক সময় অন্যের জমিতে কৃষি শ্রমিকের কাজ করে সংসার চালাতে হয়। খেলার প্রয়োজনীয় সরঞ্জাম কিনে দিতে হিমশিম খেতে হয়।

সাগর জানায়, ছত্তিশগড়ের বিলাসপুরে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোল্ড পেয়েছি। আমার এরপর লক্ষ্য আন্তর্জাতিক প্রতিযোগিতা ও অলিম্পিকে অংশগ্রহণ করা। কিন্তু সেইসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনেক সরঞ্জামের প্রয়োজন।

অন্যদিকে সাগরের বাবা প্রদীপ রায় বলেন, ‘খুব ভালো লাগছে ছেলের সাফল্যে। ন্যাশনাল প্রতিযোগিতায় গোল্ড পাওয়ার পর ছেলে অলিম্পিকে অংশগ্রহণ করতে চায়। সরকারিভাবে কিছু সাহায্য পেলে ওর লক্ষ্যপূরণ হবে। সামান্য জমিতে কৃষিকাজ করে সংসার চালাতে সমস্যা হয়। এমন অবস্থায় ছেলের খেলার সরঞ্জাম কিনে দেওয়া সম্ভব হয় না।‘

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Mamata Banerjee | ‘না হলে ভোটে জেতা যাবে না’, মন্ত্রীদের ভাল ফলের উপায় বাতলে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশাসনিক আধিকারিক, পুর প্রশাসক, এবার রাজ্যের মন্ত্রী। লোকসভার ফল বেরোতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজরে রাখতে চাইছেন এই ‘তিনের’ কর্মকাণ্ড। ৪২টি...

Coochbehar | তৃণমূলে যোগ দিয়েছেন পদ্মের ১২৮ পঞ্চায়েত সদস্য

0
কোচবিহার: লোকসভা ভোটের ফলাফল ঘোষণার হওয়ার পর থেকে কোচবিহারে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত। মঙ্গলবারও মাথাভাঙ্গার ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও তুফানগঞ্জ-২ ব্লকের...

Calcutta high court | আর মেয়াদ বৃদ্ধি নয় কেন্দ্রীয়বাহিনীর, রাজ্যকেই মোকাবিলার নির্দেশ আদালতের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) রুখতে কেন্দ্রীয়বাহিনী রাখার মেয়াদ আর বাড়ালো না কলকাতা হাইকোর্ট (Calcutta high court)। শান্তি...

Coochbehar | জলাজমি ভরাটের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

0
কোচবিহার: জলাজমি অবৈধভাবে ভরাট করার অভিযোগ প্রায় সব জেলা থেকেই পাওয়া যায়। এবার এই কারবারের সঙ্গে নাম জড়াল এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এক...

ত্বকের জেল্লা ফেরাতে নিয়মিত খান চালকুমড়োর রস, জানুন এর উপকারিতা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চালকুমড়োর রস নিয়মিত খেলে ত্বক খুব ভাল থাকে। চালকুমড়োর রসে জলীয় উপাদান থাকে প্রায় ৯৬ শতাংশ। তাই চালকুমড়োর রস খেলে...

Most Popular