নকশালবাড়ি: গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার নকশালবাড়ি থানার অন্তর্গত হাতিঘিসা মঙ্গলশিং জোত এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম শেফালি রায়(২৮)। এদিন দুপুরে বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় গৃহবধূ ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। তারপরেই এলাকায় হইচই শুরু হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আগামীকাল দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। কী কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন, তা জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।