হরিশ্চন্দ্রপুরঃ ভোট দিতে এসে জানতে পারেন তাঁরা মৃত। একজন দুই জন নয়, একই বুথে এই সংখ্যাটা কমপক্ষে ১২। ঘটনাটি বাংলা-বিহার সীমান্ত হরিশ্চন্দ্রপুরের একটি বুথের। বৈধ সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভোটার তালিকায় ‘মৃত’ উল্লেখ থাকার কারণে ভোট না দিয়েও চলে যেতে হল এই ভোটারদের। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায়। সকলের একটাই প্রশ্ন জীবিত থাকা সত্ত্বেও কী করে তাঁদের মৃত বলে দেখানো হল? এই দায় কার?
এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অধীন হরিশ্চন্দ্রপুর বিধানসভার সাদলিচক গ্রাম পঞ্চায়েতের তিমিরপুরা আপার প্রাইমারি স্কুলের ১৪ নম্বর বুথে। এদিন এই বুথে ভোট দিতে এসে ভোট না দিয়েই ফিরে যেতে হয় ১২ জন ভোটারকে। এদিন তাঁরা সরকার প্রদত্ত পরিচয়পত্র নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন। ভোট কেন্দ্রেও ঢোকেন। বুথে ঢুকে তাঁরা জানতে পারেন তাঁদের নাম নেই ভোটার তালিকায়। কারণ তাঁদের নাম রয়েছে মৃত ভোটারের তালিকায়। এঁরা হলেন, মহম্মদ ইসমাইল(৫৯),জরিফন বিবি(৫৪), আব্দুল আজিজ (৬৭), জরিনা বিবি(৬৪), রেজাউল করিম (৪৬), সালেমা বিবি(৩২), মহম্মদ জিয়াউল হক (৩৩), বেবি নাজমিন (৩০), মহম্মদ ইসাহাক (৫৬), সাহানারা বিবি(৫৬), মিজানুর রহমান(২৫) ও মহম্মদ মুসলিম (২৩)।
ভোটদানে বঞ্চিতরা বলেন, “জীবিত মানুষদের ভোটার তালিকায় মৃত বলে উল্লেখ করা হয়েছে৷ এই ভোটার তালিকা তৈরির কাজ বিএলও’রা করেন। বিএলও’র গাফিলতিতেই এটা হয়েছে৷”