Top News

Harshvardhan Shringla | বাংলায় কথা বলতে পারেননি, ভূমিপুত্র দাবি করতেই চায়ে পে চর্চায় প্রশ্নের মুখে শ্রিংলা

শিলিগুড়িঃ ‘চায়ে পে চর্চায়’ গিয়ে স্থানীয়দের প্রশ্নের মুখে পড়লেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের (Darjeeling Loksabha) সম্ভাব্য প্রার্থী প্রাক্তন বিদেশ সচিব (former foreign secretary of India) হর্ষবর্ধন শ্রিংলা (Harshvardhan Shringla)। গত কয়েকদিন ধরেই তিনি শিলিগুড়িতে জনসংযোগ কর্মসূচিতে দেখা যাচ্ছে শ্রিংলাকে। সোমবার সকালে তিনি গিয়েছিলেন শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডে। এদিন সকালে তিনি ওয়ার্ডের সূর্যনগর ময়দানে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রিংলা নিজেকে ভূমিপুত্র দাবি করতেই স্থানীয়দের প্রশ্নের মুখে পড়েন।

দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপির সম্ভাব্য প্রার্থী ভারতের প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ইতিমধ্যেই তিনি শিলিগুড়িতে শুরু করে দিয়েছেন জনসংযোগ কর্মসূচি। সোমবার সকালে চায়ে পে চর্চায় পৌঁছে যান শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের সূর্যনগর ময়দানে। এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন শ্রিংলা। তাঁকে স্থানীয়দের সঙ্গে করমর্দন করতে দেখা যায়। পরে তিনি এলাকার এক চায়ের দোকানে বসে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। সেই  সময়ই স্থানীয়দের প্রশ্নের মুখে পড়তে হয় দার্জিলিং কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীকে। এদিন শ্রিংলা স্থানীয়দের সঙ্গে ভাঙা ভাঙা বাংলায় কথা বলেন। এরপরই নিজেকে ‘ভূমিপুত্র’ দাবি করতেই স্থানীয়দের প্রশ্নের মুখে পড়তে হয়। স্থানীয়রা তাঁকে প্রশ্ন করেন, ভূমিপুত্র হলে কেন তিনি বাংলায় কথা  বলতে পারছেন না? এই প্রশ্নে কিছুটা হলেও অস্বস্তিতে পড়ে যান তিনি। এই প্রসঙ্গে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, তাঁর বাড়ি প্রধাননগর এলাকায়। ১৯৬২ সালের পর কর্মসূত্রে বাইরে চলে যেতে হয়েছে। বহু বছর কর্মসূত্রে তাঁকে কাটাতে হয়ে দেশ-বিদেশে। এতবছর বাইরে থাকার কারণে বাংলা খানিকটা ভুলে গিয়েছেন। তবে শিলিগুড়িতে কিছুদিন থাকলেই বাংলায় কথা বলা রপ্ত করে ফেলবেন।

স্থানীয়রা তাঁকে প্রশ্ন করেন, এবারে দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী কি তিনিই? এই প্রশ্নে তিনি বলেন, শিলিগুড়িতে এসেছেন সমাজসেবা করতে। ‘দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটি’ নামে তাঁর একটি সংস্থা আছে, সেই সংস্থার হয়ে সমাজসেবা করতে চান। তবে তাঁকেই প্রার্থী করা হবে কিনা এই বিষয়টা তাঁর অজানা। তিনি মনে করেন দার্জিলিং জেলায় আরও উন্নয়ন হওয়া উচিত ছিল। সব মিলিয়ে এদিনের শ্রিংলার চায়ে পে চর্চায় টানা চল্লিশ মিনিট কাটল ভালো-মন্দে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

S. Jaishankar | কানাডার থেকে আরও তথ্য চাই! নিজ্জর মামলায় ভারতীয়দের গ্রেপ্তারি নিয়ে জবাব জয়শংকরের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর (Hardeep Singh Nijjar) খুনের ঘটনায় ইতিমধ্যেই…

32 mins ago

Siliguri | জলকষ্টে ভুগতে চলেছে শিলিগুড়ি

শিলিগুড়ি: ফের জলকষ্টে (Water Crisis) ভুগতে চলেছেন শিলিগুড়িবাসী (Siliguri)। গজলডোবার কাছে তিস্তার বাঁধ মেরামতির কারণে…

42 mins ago

Balurghat | পেরিয়েছে ভোট, রাজনৈতিক দলের পতাকা না খোলায় ক্ষোভ

বালুরঘাট: গত ২৬ এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট হয়েছে। তারপর এক সপ্তাহের বেশি সময় পার…

52 mins ago

Siliguri Hospital | জুনেই প্রসূতি বিভাগে লিফট চালুর সম্ভাবনা

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: শিলিগুড়ি জেলা হাসপাতালে (Siliguri Hospital) প্রসূতি বিভাগের নতুন লিফটের নির্মাণ শেষ। সেটা…

1 hour ago

Leopard | টিউশন থেকে ফেরার পথে চিতাবাঘের হানা, জখম ছাত্র

রাঙ্গালিবাজনা: টিউশন পড়ে সাইকেলে চেপে ফিরছিল দশম শ্রেণির ছাত্র। আচমকাই তাকে আক্রমণ করে একটি চিতাবাঘ(Leopard)।…

1 hour ago

Lok Sabha Election | প্রচারের শেষলগ্নে মালদায় রোড শোয়ে ঝড় তুললেন শুভেন্দু

পুরাতন মালদা: শেষ লগ্নে পুরাতন মালদা শহরে রোড শো করে ভোটপ্রচারে ঝড় তুললেন রাজ্যের বিরোধী…

2 hours ago

This website uses cookies.