Sunday, May 5, 2024
HomeMust-Read NewsHarshvardhan Shringla | বাংলায় কথা বলতে পারেননি, ভূমিপুত্র দাবি করতেই চায়ে পে...

Harshvardhan Shringla | বাংলায় কথা বলতে পারেননি, ভূমিপুত্র দাবি করতেই চায়ে পে চর্চায় প্রশ্নের মুখে শ্রিংলা    

শিলিগুড়িঃ ‘চায়ে পে চর্চায়’ গিয়ে স্থানীয়দের প্রশ্নের মুখে পড়লেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের (Darjeeling Loksabha) সম্ভাব্য প্রার্থী প্রাক্তন বিদেশ সচিব (former foreign secretary of India) হর্ষবর্ধন শ্রিংলা (Harshvardhan Shringla)। গত কয়েকদিন ধরেই তিনি শিলিগুড়িতে জনসংযোগ কর্মসূচিতে দেখা যাচ্ছে শ্রিংলাকে। সোমবার সকালে তিনি গিয়েছিলেন শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডে। এদিন সকালে তিনি ওয়ার্ডের সূর্যনগর ময়দানে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রিংলা নিজেকে ভূমিপুত্র দাবি করতেই স্থানীয়দের প্রশ্নের মুখে পড়েন।

দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপির সম্ভাব্য প্রার্থী ভারতের প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ইতিমধ্যেই তিনি শিলিগুড়িতে শুরু করে দিয়েছেন জনসংযোগ কর্মসূচি। সোমবার সকালে চায়ে পে চর্চায় পৌঁছে যান শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের সূর্যনগর ময়দানে। এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন শ্রিংলা। তাঁকে স্থানীয়দের সঙ্গে করমর্দন করতে দেখা যায়। পরে তিনি এলাকার এক চায়ের দোকানে বসে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। সেই  সময়ই স্থানীয়দের প্রশ্নের মুখে পড়তে হয় দার্জিলিং কেন্দ্রের সম্ভাব্য প্রার্থীকে। এদিন শ্রিংলা স্থানীয়দের সঙ্গে ভাঙা ভাঙা বাংলায় কথা বলেন। এরপরই নিজেকে ‘ভূমিপুত্র’ দাবি করতেই স্থানীয়দের প্রশ্নের মুখে পড়তে হয়। স্থানীয়রা তাঁকে প্রশ্ন করেন, ভূমিপুত্র হলে কেন তিনি বাংলায় কথা  বলতে পারছেন না? এই প্রশ্নে কিছুটা হলেও অস্বস্তিতে পড়ে যান তিনি। এই প্রসঙ্গে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, তাঁর বাড়ি প্রধাননগর এলাকায়। ১৯৬২ সালের পর কর্মসূত্রে বাইরে চলে যেতে হয়েছে। বহু বছর কর্মসূত্রে তাঁকে কাটাতে হয়ে দেশ-বিদেশে। এতবছর বাইরে থাকার কারণে বাংলা খানিকটা ভুলে গিয়েছেন। তবে শিলিগুড়িতে কিছুদিন থাকলেই বাংলায় কথা বলা রপ্ত করে ফেলবেন।

স্থানীয়রা তাঁকে প্রশ্ন করেন, এবারে দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী কি তিনিই? এই প্রশ্নে তিনি বলেন, শিলিগুড়িতে এসেছেন সমাজসেবা করতে। ‘দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটি’ নামে তাঁর একটি সংস্থা আছে, সেই সংস্থার হয়ে সমাজসেবা করতে চান। তবে তাঁকেই প্রার্থী করা হবে কিনা এই বিষয়টা তাঁর অজানা। তিনি মনে করেন দার্জিলিং জেলায় আরও উন্নয়ন হওয়া উচিত ছিল। সব মিলিয়ে এদিনের শ্রিংলার চায়ে পে চর্চায় টানা চল্লিশ মিনিট কাটল ভালো-মন্দে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Kickboxing | বাবা রাজমিস্ত্রী, কিকবক্সিংয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় সোনা জিতল ছেলে ও মেয়ে

0
বেলাকোবা : বাবা পেশায় রাজমিস্ত্রী। সেই পরিবারেরই ছেলে ও মেয়ে দু’জনেই রাজ্য জুনিয়র কিকবক্সিং প্রতিযোগিতায় সোনার পদক জিতে আনল। গত ৪ ও ৫ মে...

Cough syrup smuggling | সাইকেলের যন্ত্রাংশের আড়ালে কাফসিরাপ পাচারের চেষ্টা! বানচাল করল পুলিশ ও...

0
শিলিগুড়ি: গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাফসিরাফ উদ্ধার করল পুলিশ। সঙ্গে ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তারও করে নিউ জলপাইগুড়ি থানার...

Siliguri | কখনও রাস্তায় শুয়ে পড়ছেন, কখনও হুমকি দিচ্ছেন! রিকশাওয়ালাকে সামলাতে নাজেহাল ট্রাফিক

0
শিলিগুড়ি: ভেনাস মোড়ে  রবিবারের সকালে কার্যত তাণ্ডব করতে দেখা গেল এক রিকশা চালককে। কখনও তাঁকে দেখা যায় ভেনাস মোড়ের এই মাথা থেকে সেই মাথায়...

Sandeshkhali Viral video | সিবিআইয়ের ক্ষমতা থাকলে আমাকে বাড়ি থেকে তুলুক, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালির স্ট্রিং অপারেশনের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপির দাবি প্রযুক্তি ব্যবহার করে এই ভিডিও বানানো হয়েছে রাজনৈতিক...

Bagdogra | খুনের এক মাস পর ভুবনেশ্বর থেকে গ্রেপ্তার অভিযুক্ত আইনজীবী

0
বাগডোগরা: খুনের ঘটনায় (Murder Case) এক মাস ফেরার থাকার পর গ্রেপ্তার হল অভিযুক্ত আইনজীবী (Lawyer Arrested) রজত চক্রবর্তী। তবে ঘটনায় আরেক অভিযুক্ত রজতের স্ত্রী...

Most Popular