Monday, July 8, 2024
HomeTop NewsRahul Gandhi | হাথরসে পদপিষ্টদের পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল, সর্বোচ্চ ক্ষতিপূরণের...

Rahul Gandhi | হাথরসে পদপিষ্টদের পরিবারের সঙ্গে দেখা করলেন রাহুল, সর্বোচ্চ ক্ষতিপূরণের দাবি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট (Hathras Stampede) হয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। শুক্রবার সকালে তিনি আলিগড়ের (Aligarh) নবীপুর খুরদ এবং পিলখানা গ্রামে পৌঁছোন তিনি। সেখানে শোকাহত বেশ কয়েকটি পরিবারের সঙ্গে দেখা করেন। মৃতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দেন। এছাড়াও কীভাবে এই ঘটনা ঘটল, সেই বিষয়েও জানার চেষ্টা করেন রাহুল।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল জানান, দলের মাধ্যমে কী কী ভাবে তাঁদের সাহায্য করা যায়, সেই সব দিকে তিনি নজর দেবেন। তাঁর কথায়, মৃতদের পরিবার তাঁর কাছে অভিযোগ জানায় যে, ঘটনার সময় সেখানে প্রশাসনের কেউ উপস্থিত ছিলেন না। এমনকি, হাসপাতালে নিয়ে যাওয়ার পরও নাকি সেখানে চূড়ান্ত অব্যবস্থা ছিল। রাহুল বলেন, ‘বিষয়টি আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে চাই না। তবে প্রশাসনের তরফে ঘাটতি রয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় হল সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া উচিত। ওই দরিদ্র পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য আমি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আন্তরিকভাবে অনুরোধ করছি।’

হাথরসে স্বঘোষিত ধর্মগুরু (Self Styled Godman) ভোলেবাবার (Hathras Bhole Baba) সৎসঙ্গ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১২১ জনের। মৃতদের বেশিরভাগই শিশু এবং মহিলা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্বঘোষিত ধর্মগুরুর চরণধুলি স্পর্শ করতে গিয়েই এমন ঘটনা ঘটেছে। এদিকে, ঘটনার পর থেকেই খোঁজ নেই ভোলেবাবার। এই ঘটনায় এখনও ওই ধর্মসভার আয়োজকদের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রধান অভিযুক্ত দেবপ্রকাশ মধুকর এখনও পলাতক। দেবপ্রকাশ মধুকর ধরিয়ে দেওয়ার জন্যে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তবে এখনও পর্যন্ত পুলিশের এফআইআরে নাম নেই সুরজ পাল ওরফে নারায়ণ সাকার হরি ওরফে ভোলেবাবার। ভোলেবাবার আইনজীবী জানিয়েছেন, বাবাজি কর্তৃপক্ষকে সহযোগিতা করবেন। তাঁর দাবি, কিছু সমাজবিরোধীর ষড়যন্ত্রে এই ঘটনা ঘটেছে। তিনি চরণধুলি স্পর্শের বিষয়টিকে পুরোপুরি অস্বীকার করেছেন।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Kapil Dev | রোহিতরা পেয়েছেন ১২৫ কোটি, এবার আর্থিক পুরস্কার চাইছে কপিলের বিশ্বজয়ী ভারত

0
নয়াদিল্লিঃ ১৯৮৩। ২০২৪। ব্যবধান ৪১ বছরের। আর এই ৪১ বছর আগে কপিল দেবের নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই সময় দেশকে বিশ্বকাপ...

Old Malda | অবৈধভাবে ক্লাবঘর তৈরির অভিযোগ, গুঁড়িয়ে দিল প্রশাসন

0
পুরাতন মালদা: অবৈধভাবে ক্লাবঘর (Club) তৈরির অভিযোগ। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন। সোমবার পুরাতন মালদার (Old Malda) মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের গোটপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। জানা...

Balurghat | নতুন করে সেজে উঠেছে সল্টলেকের বালুরঘাট ভবন, খুশির হাওয়া শহরে

0
বালুরঘাট: নতুন রূপে সামনে এলো কলকাতার সল্টলেকের বালুরঘাট ভবন। যেখানে থাকছে একাধিক উন্নত মানের পরিষেবা। সঙ্গে খাওয়া দাওয়ার বিষয় নিয়েও আর ভাবতে হবে না...

Ishan Kishan | ‘পরিবারের লোক ছাড়া সবাই ভুল বুঝেছে’, আক্ষেপ ঈশানের

0
মুম্বই: টি২০ বিশ্বকাপ দলে জায়গা হয়নি। সিনিয়ারদের বিশ্রাম দিয়ে দ্বিতীয়সারির জিম্বাবোয়েগামী দলেও তাঁর নাম বিবেচনা করেননি নির্বাচকরা। বাদ পড়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক...
north bengal wildlife is also in crisis due to incessant rains

Wildlife | লাগাতার বৃষ্টিতে সংকটে উত্তরের বন্যপ্রাণও

0
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: কোথাও উত্তাল নদী পার হতে না পেরে দিগভ্রান্ত হয়ে পড়ছে হাতির পাল। আবার নদীর পাঁকে পা আটকে অসহায় দাঁতালের দিনভর ঠায়...

Most Popular