Saturday, May 11, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারছয় মাস পেরোলেও হয়নি রোগী কল্যাণ সমিতির বৈঠক, থমকে কাজ

ছয় মাস পেরোলেও হয়নি রোগী কল্যাণ সমিতির বৈঠক, থমকে কাজ

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: নিয়ম বলে, তিন মাস পরপর রোগী কল্যাণ সমিতির একটি বৈঠক করতেই হবে। প্রয়োজন হলে আরও কম সময়ের ব্যবধানেও করা যেতে পারে। তবে প্রায় ছয়মাস হয়ে গেলেও আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠক হয়নি। এদিকে বৈঠক না হওয়ায় হাসপাতালে বিভিন্ন দপ্তরে কাজ থমকে রয়েছে। বৈঠকে বিভিন্ন দপ্তরকে একসঙ্গে পেলে সমস্যাগুলি সমাধান হবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ। তবে কবে এই বৈঠক হবে, তা নিয়ে কোনও সঠিক সময় বের হচ্ছে না। এবিষয়ে জেলা হাসপাতাল সুপার ডা: পরিতোষ মণ্ডলের বক্তব্য, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অসুস্থ। তিনি বাইরে রয়েছেন। ওঁনার সঙ্গে কথা বলে দেখা হবে কবে বৈঠক করা যায়।

সম্প্রতি ১১২ জন সাপোর্ট স্টাফের বেতন নিয়ে জট দেখা দিয়েছে। রোগী কল্যাণ সমিতির বৈঠক হলে সেই বিষয়টি বিধায়কের মাধ্যমে সরাসরি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া যেত বলে মনে করা হচ্ছে। রোগী কল্যাণ সমিতির বৈঠকে পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকেন। জেলা প্রশাসনের যে দপ্তরগুলি হাসপাতালের চিঠি পেয়েও বিভিন্ন কাজ আটকে রেখেছে, বৈঠকে সেগুলি সরাসরি সমাধান হওয়ায় সম্ভাবনা থাকছে। যেমন পূর্ত দপ্তরে হাসপাতালের বেশ কয়েকটি কাজ আটকে রয়েছে। নতুন ট্রমা কেয়ার ইউনিটের এসটিমেট এখনও তৈরি হয়নি, ২৪ বেডের হাইব্রিড সিসিইউ তৈরি হলেও কিছু কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। আবার হাসপাতালের নিকাশি ব্যবস্থা নিয়েও পরিকল্পনা করতে পারেনি পূর্ত দপ্তর। বিষয়গুলি নিয়ে হাসপাতাল থেকে চিঠি করা হলেও পূর্ত দপ্তর থেকে এগুলি করা হচ্ছে না বলে অভিযোগ। বিভিন্ন কারণে এই বৈঠক হওয়া গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বর্তমান চেয়ারম্যান আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। এবছর ফেব্রুয়ারিতে বিজেপি থেকে তৃণমূলে নাম লেখানোর কয়েকদিন পরই এই পদে প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তীকে সরিয়ে আনা হয় সুমনবাবুকে। দায়িত্ব পাওয়ার পর মার্চের ১৮ তারিখ প্রথম রোগী কল্যাণ সমিতির বৈঠক করেন তিনি। এরপর ছয়মাস কেটে গেলেও রোগী কল্যাণ সমিতির বৈঠক হয়নি। মার্চ মাস থেকেই বিধায়কের চোখের সমস্যা শুরু হয়। এরপরই তৃণমূলের নবজোয়ার, পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ত ছিল সুমনবাবু। অন্যদিকে হাসপাতাল সুপারও ওই সময় প্রায় দেড় মাসের জন্য ছুটিতে যান। সুপার ছুটি থেকে এলেও বিধায়কের চোখের সমস্যা আরও বেড়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধিন রয়েছেন। আর এসব কিছুর মাঝে হাসপতালের বিভিন্ন সমস্যা যেন আরও জট পাকিয়ে যাচ্ছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Elephant attack | মেটেলির দুই চা বাগানে হাতির হানা, ভাঙল শ্রমিকদের ৬টি ঘর

0
চালসা: হাতির হানা (Elephant attack) অব্যাহত মেটেলি (Matelli) ব্লকে। রাতের অন্ধকারে হামলা চালিয়ে দুটি চা বাগানের শ্রমিকদের ৬টি ঘর ভাঙল হাতি। সাবাড় করে ঘরে...

জেমস লাভলকের উপন্যাস ও চা শিল্প

0
পঙ্কজ কুমার চট্টোপাধ্যায় বেশ কয়েক দশক ধরেই উত্তরবঙ্গ সহ সমগ্র চা শিল্পের ক্রমাবনতির লক্ষণ এবং তার প্রতিকার নিয়ে নানা আলোচনা চলেছে। নেওয়া হয়েছে নানা...

হৃৎপিণ্ডের রাজনীতিতে নারীরাই ব্রাত্য

0
রূপায়ণ ভট্টাচার্য লখনউয়ে গোমতী নদীর দু’পাড় বাঁধিয়ে দেওয়া এখন। একটা ব্রিজ থেকে আর একটা ব্রিজ। হাঁটতে হাঁটতে বিভ্রম হয়, এত জল কোথা থেকে এল...

CV Ananda Bose | রাজ্যপালের চেম্বারের ভিডিও পুলিশের হাতে! রাজভবনের তিন আধিকারিককে তলব পুলিশের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডে এবার নয়া মোড়। ঘটনার তদন্তে রাজভবনের তিন আধিকারিককে তলব করেছে কলকাতা পুলিশ। দাবি করা হচ্ছে, রাজভবনে রাজ্যপালের...

চন্দ্রচূড়, অভীকদের কথা দয়া করে শুনুন

0
গৌতম সরকার তাপ কমেছে। প্রকৃতির তাপ। ভোটের উত্তাপও। উত্তরবঙ্গে ভোটগ্রহণ শেষ। ফলে প্রচারপর্বের তাপ আর নেই। এখনও ভারী বর্ষণ না হলেও বৃষ্টি নেমেছে কোথাও...

Most Popular