উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গাজায় ইজরায়েলের হামলা বন্ধ না হলে যুদ্ধে সক্রিয় ভাবে অংশগ্রহণ করার হুমকি দিলেন হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লা। তাঁর হুমকি, গাজায় ইজরায়েল যুদ্ধ বন্ধ না করলে ইজরায়েলের ওপর হামলা চালাবেন তারা। এই যুদ্ধ কেবল ইজরায়েল এবং হামাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে আঞ্চলিক যুদ্ধে পরিণত হবে। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে।
হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লা বলেন, ‘ইজরায়েল-হামাসের এই যুদ্ধের নেপথ্যে রয়েছে আমেরিকা। আমেরিকার প্রত্যক্ষ মদতে ইজরায়েল হামলা চালিয়ে যাচ্ছে উত্তর গাজায়। এই যুদ্ধকে পূর্বপরিকল্পিত এবং সিদ্ধান্তমূলক বলে উল্লেখ করেছেন তিনি। হিজবুল্লা আগেই ঘোষণা করেছিল হামাসের পাশেই রয়েছেন তাঁরা। ইরানও ইজরায়েলের ওপর হামলার হুঁশিয়ারি দিয়েছে।
গত ৭ অক্টোবর ইজরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়েছিল প্যালেস্তাইনের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হামাস। তার পরেই যুদ্ধ ঘোষণা করে গাজায় হামাসের ওপর প্রত্যাঘাত করে ইজরায়েল। প্রায় এক মাস ধরে গাজায় আকাশ ও সড়কপথে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। এই যুদ্ধে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা-সহ পশ্চিমের বেশ কয়েকটি দেশ।
সম্প্রতি লেবাননে হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য হামলা চালিয়েছিল ইজরায়েলের সেনা। সেই হামলায় প্রাণ হারিয়েছিল বেশ কয়েকজন হিজবুল্লা সংগঠনের সদস্য। এরপরই প্রতিশোধ নিতে হামাসের পাশে দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেছে হিজবুল্লা প্রধান হাসান নাসরাল্লা।