Top News

High Alert in Jungle | বন্যপ্রাণের নিরাপত্তায় জঙ্গলে হাই অ্যালার্ট, চলছে নাকা চেকিং

শুভদীপ শর্মা ও অর্ঘ্য বিশ্বাস, ময়নাগুড়ি: একদিকে পূর্ণিমার চাঁদের আলো। অন্যদিকে ভারত–নেপাল সীমান্তের নেপালে হাতি মেরে তার দাঁত কেটে নিয়ে গিয়েছে চোরাশিকারিরা (Poacher)। এর জেরেই গরুমারা (Gorumara), জলদাপাড়া (Jaldapara) সহ উত্তরবঙ্গের বিভিন্ন জঙ্গলে জারি করা হয়েছে হাই অ্যালার্ট (High Alert in Jungle)। নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে গোটা উত্তরের জঙ্গলকে। দিনরাতের বিশেষ নজরদারি চলছে বিভিন্ন এলাকাজুড়ে। জঙ্গলে প্রবেশের বিভিন্ন পথে পুলিশের সাহায্যে চলছে নাকা চেকিং। বিভিন্ন রিসর্টে থাকা পর্যটকদের তালিকাও খতিয়ে দেখা হচ্ছে।

গরুমারার ভিতরে নজরদারিতে কুনকি হাতির পাশাপাশি গরুমারার প্রশিক্ষিত কুকুর অরল্যান্ডোর সাহায্য নেওয়া হচ্ছে। বন দপ্তর সূত্রে খবর, দিনদশেক আগে, কার্সিয়াং ডিভিশনের কাছে নেপাল সীমানার মধ্যে একটি দাঁতালের মৃতদেহ উদ্ধার করে নেপালের বন দপ্তর। ওই হাতিটির দাঁত কেটে নিয়ে যায় চোরাশিকারিরা। উত্তরবঙ্গ লাগোয়া প্রতিবেশী দেশ নেপালের এই ঘটনায় উদ্বিগ্ন উত্তরবঙ্গের বন দপ্তর। উত্তরবঙ্গে এধরনের ঘটনা আটকাতে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে গরুমারা জলদাপাড়া সহ উত্তরবঙ্গের বিভিন্ন বনাঞ্চলে। জঙ্গলে প্রবেশ ও বের হওয়ার বিভিন্ন  রাস্তায় চলছে নাকা চেকিং। বিভিন্ন বনাঞ্চলে আনাচে-কানাচে দিনের ২৪ ঘণ্টা জোরদার নজরদারি চলছে। নজরদারিতে বেশি সংখক কুনকি হাতির সাহায্য নেওয়া হচ্ছে। যাতে হেঁটে যে সমস্ত এলাকায় বনকর্মীরা যেতে পারেন না সেখানেও নজরদারি চালানো যায়। এই বিষয়ে বন দপ্তরের নীচু থেকে উঁচু সর্বস্তরের বনকর্মীদের নিয়ে এই বিষয়ে বৈঠক করে কর্মীদের সতর্কও করে দেওয়া হয়েছে। সাহায্য চাওয়া হয়েছে রিসর্ট ব্যবসায়ীদেরও।

বন দপ্তর সূত্রে খবর, চোরাকারবারিরা কিছুটা বাড়তি সুবিধা পেয়েছে পূর্ণিমার জন্য। মঙ্গলবার পূর্ণিমা আর এই সময় জঙ্গলের আনাচে-কানাচে পরিষ্কার দেখা যায়। সেই সুযোগে চোরাশিকারিরা আরও সক্রিয় হয়ে ওঠে। প্রতি পূর্ণিমার পাশাপাশি এই পূর্ণিমাতেও বিশেষ নজরদারি চালাচ্ছে বন দপ্তর। উত্তরবঙ্গের বন্যপ্রাণী বিভাগের বনপাল ভাস্কর জেভি বলেন, ‘নিরাপত্তার কোনওরকম খামতি রাখা হচ্ছে না। সন্দেহভাজন কাউকে দেখলেই বন দপ্তরের কাছে খবর দেওয়ার অনুরোধও করা হয়েছে সর্বস্তরের মানুষের কাছে।’  গরুমারা জঙ্গলের শেষ প্রান্তে জলঢাকা নদীর জির বাঁধ এবং রামশাই জলঢাকার চর। ২০১৭ সালে গরুমারার জোড়া গন্ডার খুনের সময় এই পথকেই ব্যবহার করেছিল চোরাকারবারিরা বলে বন দপ্তরের তদন্তে উঠে এসেছিল। এবার সে দিকেও চলছে ২৪ ঘণ্টার বিশেষ নজরদারি রয়েছে বলে বন দপ্তর সূত্রে খবর।

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Madarihat | মাদারিহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পূর্ণবয়স্ক মাকনা হাতির

রাঙ্গালিবাজনা: একটি পূর্ণবয়স্ক মাকনা হাতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মাদারিহাটের (Madarihat)…

34 mins ago

Weather Report | উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

সানি সরকার, শিলিগুড়ি: উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সংক্রান্ত সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর (Weather report)। আজ পাহাড়ের…

1 hour ago

IPL | ধোনির চেন্নাইকে হারিয়ে আইপিএলের চতুর্থ দল হিসাবে শেষ চারে বেঙ্গালুরু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএলের চতুর্থ দল হিসাবে প্লে অফে উঠল বেঙ্গালুরু। বেঙ্গালুরু বনাম চেন্নাইয়ের…

10 hours ago

Siliguri | তিস্তায় জলস্তর বেড়ে আটক ২, উদ্ধারে শুরু তৎপরতা

শিলিগুড়ি: পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে তিস্তার জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় বিপত্তি ঘটলো রংপোতে। নদীতে আটকে…

10 hours ago

Patiram | ঘুমের মধ্যেই বেহুঁশ করে চুরি, যাওয়ার আগে আইসক্রিম খেলো চোরের দল

পতিরাম: এ যেন ফিল্মি কায়দায় চুরি। পরিবারকে গ্যাস স্প্রে করে অচৈতন্য করে বাড়ির সর্বস্ব চুরি…

11 hours ago

Bomb Recovered | বিস্ফোরণের পর ফের উদ্ধার জারভর্তি বোমা, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

কালিয়াচক: কালিয়াচকের রাজনগর মডেল গ্রামে বোমা বিস্ফোরণের পর আরও এক জার বোমা উদ্ধার (Bomb recovered)…

12 hours ago

This website uses cookies.