Top News

HS Exam 2024 | আজ উচ্চমাধ্যমিক, মালদা সহ একাধিক পরীক্ষাকেন্দ্রে কড়া নিরাপত্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ, শুক্রবার থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam 2024)। এবার কার্যত নজিরবিহীন রেকর্ড। রাজ্যের ২৩ জেলাতেই ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। কোনও কোনও জেলায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা দ্বিগুণও হয়েছে। এবার পরীক্ষার সময়সূচি কিছুটা এগিয়ে আনা হয়েছে। পরীক্ষা শুরুর সময় সকাল ৯ টা ৪৫ মিনিট। পরীক্ষা শেষ হবে দুপুর ১ টায়। বাড়তি ১৫ মিনিট হাতে সময় পাচ্ছে ছাত্রছাত্রীরা।

নির্বিঘ্নে পরীক্ষা মেটাতে একাধিক উদ্যোগ নিয়েছে প্রশাসন। আগেভাগেই পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। প্রায় ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী এবার পরীক্ষা দিতে চলেছে।

এদিকে, মাধ্যমিকের পর এই উচ্চমাধ্যমিকেও প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল হলে সেই পরীক্ষার্থী চিহ্নিত হয়ে যাবে। মাধ্যমিকের সময় প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করার অভিযোগে মোট ৩৬ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যে সেই পথে হাঁটবে, তা স্পষ্ট করে দিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তবে শুধু প্রশ্নপত্রের সুরক্ষায় নয়, একাধিক পরীক্ষাকেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর। মোট ১৭৬টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যে পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে মেটাল ডিটেক্টর। আর বেশিরভাগ পরীক্ষাকেন্দ্রই রয়েছে মালদা জেলায়।

এদিন জলপাইগুড়ি জেলার বনবস্তি এলাকার পরীক্ষার্থীদের বন দপ্তর নিজেদের গাড়িতে করে কেন্দ্রতে পৌঁছে দেয়। এবার জলপাইগুড়িতে মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৮,৫৭৫ জন। এর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে ৭,৫৫৪ ও ১১,০২১ জন। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। জেলায় সংবেদনশীল পরীক্ষাকেন্দ্র ১২টি। সেখানে রয়েছে মেটাল ডিটেক্টর। জেলার প্রত্যন্ত চা বাগান ও বনবস্তির পরীক্ষার্থীদের কথা ভেবে উচ্চমাধ্যমিকের জন্য ২০টি বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসের সংখ্যা ৬টি।

এদিন গরুমারা জঙ্গল ঘেঁষা ময়নাগুড়ি-লাটাগুড়িগামী ক্যানাল রাস্তা থেকে কালামাটি হয়ে বুধুরাম বনবস্তি পর্যন্ত পথে দিনভর মোতায়েন ছিলেন বনকর্মীরা। রামশাই, লাটাগুড়ি এবং গরুমারা সাউথ রেঞ্জের বনকর্মীরা পড়ুয়াদের গাড়ি করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন। এদিন মেটেলি থানার পুলিশের তরফে পরীক্ষার্থীদের চকোলেট ও কলম দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এবার কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২৩৫১ জন। মোট ১২টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এদিন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসেন মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল, মহকুমা পুলিশ আধিকারিক বিক্রমজিৎ লামা প্রমুখ।

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Siliguri | প্রেমের পাতা ফাঁদ, তিন মাসে ঘরছাড়া শতাধিক নাবালিকা

মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি: স্মার্টফোনের স্ক্রিনে হঠাৎ ভেসে ওঠা মেসেঞ্জারের নোটিফিকেশনটায় একপ্রকার ইচ্ছে করেই সাড়া দিয়েছিল…

30 mins ago

রাম নাম সব নয় অযোধ্যার ভোটেও

রূপায়ণ ভট্টাচার্য, অযোধ্যা: জনস্রোতের মধ্যে দাঁড়িয়ে আছি রামপথে। রাম জন্মভূমিতে ঢোকার প্রধান গেটের ঠিক উলটোদিকে।…

57 mins ago

বাবার পরিচয়ে কিছু করিনি, বাবাও প্রশ্রয় দেননি

কুণাল সেন বাবার সবচেয়ে বড় সমালোচক যদি বলতে হয়, তাহলে সেই শিরোপা আমার প্রাপ্য। আমার…

1 hour ago

Sikkim | লাগামছাড়া গাড়ি ভাড়া, সিকিমকে কড়া চিঠি পর্যটনমন্ত্রকের

সানি সরকার, শিলিগুড়ি: সিকিমে (Sikkim) বেড়াতে গিয়ে ‘নিঃস্ব’ হয়ে ফেরার অভিযোগ নতুন নয়। মূলত গাড়ি…

2 hours ago

Cyclone Remal | ‘রেমাল’ কি আছড়ে পড়বে বঙ্গে? ভয় ধরাচ্ছে মে মাস

শিলিগুড়ি: ২০০৯ সালের ২৫ মে বাংলার উপকূলে আছড়ে পড়ে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল ‘আয়লা’।…

2 hours ago

Siliguri | রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ফেলো শিলিগুড়ির সাত্ত্বিক

সানি সরকার, শিলিগুড়ি: বাইরের গ্রহের বায়ুমণ্ডল এবং পৃষ্ঠের রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে তাঁর গবেষণাপত্র প্রকাশ করতে…

2 hours ago

This website uses cookies.