Monday, April 29, 2024
HomeTop NewsHS Exam 2024 | আজ উচ্চমাধ্যমিক, মালদা সহ একাধিক পরীক্ষাকেন্দ্রে কড়া নিরাপত্তা

HS Exam 2024 | আজ উচ্চমাধ্যমিক, মালদা সহ একাধিক পরীক্ষাকেন্দ্রে কড়া নিরাপত্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ, শুক্রবার থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam 2024)। এবার কার্যত নজিরবিহীন রেকর্ড। রাজ্যের ২৩ জেলাতেই ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। কোনও কোনও জেলায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা দ্বিগুণও হয়েছে। এবার পরীক্ষার সময়সূচি কিছুটা এগিয়ে আনা হয়েছে। পরীক্ষা শুরুর সময় সকাল ৯ টা ৪৫ মিনিট। পরীক্ষা শেষ হবে দুপুর ১ টায়। বাড়তি ১৫ মিনিট হাতে সময় পাচ্ছে ছাত্রছাত্রীরা।

নির্বিঘ্নে পরীক্ষা মেটাতে একাধিক উদ্যোগ নিয়েছে প্রশাসন। আগেভাগেই পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। প্রায় ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী এবার পরীক্ষা দিতে চলেছে।

এদিকে, মাধ্যমিকের পর এই উচ্চমাধ্যমিকেও প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল হলে সেই পরীক্ষার্থী চিহ্নিত হয়ে যাবে। মাধ্যমিকের সময় প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করার অভিযোগে মোট ৩৬ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যে সেই পথে হাঁটবে, তা স্পষ্ট করে দিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তবে শুধু প্রশ্নপত্রের সুরক্ষায় নয়, একাধিক পরীক্ষাকেন্দ্রে থাকবে মেটাল ডিটেক্টর। মোট ১৭৬টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যে পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে মেটাল ডিটেক্টর। আর বেশিরভাগ পরীক্ষাকেন্দ্রই রয়েছে মালদা জেলায়।

এদিন জলপাইগুড়ি জেলার বনবস্তি এলাকার পরীক্ষার্থীদের বন দপ্তর নিজেদের গাড়িতে করে কেন্দ্রতে পৌঁছে দেয়। এবার জলপাইগুড়িতে মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১৮,৫৭৫ জন। এর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে ৭,৫৫৪ ও ১১,০২১ জন। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। জেলায় সংবেদনশীল পরীক্ষাকেন্দ্র ১২টি। সেখানে রয়েছে মেটাল ডিটেক্টর। জেলার প্রত্যন্ত চা বাগান ও বনবস্তির পরীক্ষার্থীদের কথা ভেবে উচ্চমাধ্যমিকের জন্য ২০টি বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসের সংখ্যা ৬টি।

এদিন গরুমারা জঙ্গল ঘেঁষা ময়নাগুড়ি-লাটাগুড়িগামী ক্যানাল রাস্তা থেকে কালামাটি হয়ে বুধুরাম বনবস্তি পর্যন্ত পথে দিনভর মোতায়েন ছিলেন বনকর্মীরা। রামশাই, লাটাগুড়ি এবং গরুমারা সাউথ রেঞ্জের বনকর্মীরা পড়ুয়াদের গাড়ি করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন। এদিন মেটেলি থানার পুলিশের তরফে পরীক্ষার্থীদের চকোলেট ও কলম দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এবার কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ২৩৫১ জন। মোট ১২টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। এদিন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসেন মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল, মহকুমা পুলিশ আধিকারিক বিক্রমজিৎ লামা প্রমুখ।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sandeshkhali | সুপ্রিম কোর্টে ৩ মাস পিছিয়ে গেল সন্দেশখালি মামলার শুনানি  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার সুপ্রিম কোর্টে সন্দেশখালি মামলার শুনানি পিছিওয়ে গেল তিন মাস। সন্দেশখালি মামলা সংক্রান্ত কিছু অতিরিক্ত তথ্য দিতে চেয়ে শীর্ষ আদালতে...

Kerala Heatwave | পুড়ছে কেরল, সানস্ট্রোকে ২ জনের মৃত্যু, তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের মতো পরিস্থিতি কেরলেও (Kerala Heatwave)। গরমে প্রাণ ওষ্ঠাগত অবস্থা। আগামী পাঁচদিন কেরলের ১২টি জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে...

Amit Shah | সংরক্ষণে আপত্তি সংক্রান্ত শা’য়ের ভাইরাল ভিডিয়ো ভুয়ো, দাবি বিজেপির, অভিযোগ দিল্লি...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সংরক্ষণ কোটা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োকে হাতিয়ার করে ভোটের বাজার গরম...

Cooch Behar | স্কুলছুট ঠেকাতে তিন দশক ধরে সচেষ্ট মিনু

0
বিশ্বজিৎ সাহা, মাথাভাঙ্গা: অর্থাভাবে নিজে বেশিদূর পড়াশোনা করতে পারেননি। তবে পচাগর গ্রাম পঞ্চায়েতের ছাট খাটেরবাড়ি এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির শিশুরা যাতে স্কুলছুট না...

Cane Crafts of Cooch Behar | দাম মিলছে পাটির, খুশি বেতশিল্পীরা 

0
গৌরহরি দাস, কোচবিহার: কোচবিহারের বেতশিল্পীদের সুদিন ফিরছে। বেতশিল্পের (Cane Crafts of Cooch Behar) পীঠস্থান হিসাবে পরিচিত কোচবিহার-১ (Cooch Behar) ব্লকের ধলুয়াবাড়িতে গিয়ে এলাকার বেতশিল্পীদের...

Most Popular