Wednesday, May 15, 2024
Homeজীবনযাপনমাড়ি থেকে প্রায়ই রক্ত পড়ছে, সমস্যার সমধান করবে এই ৭ খাবার

মাড়ি থেকে প্রায়ই রক্ত পড়ছে, সমস্যার সমধান করবে এই ৭ খাবার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যা আমাদের অনেকেরই মাঝেমাঝে দেখা দেয়। কিন্তু অনেকেই সেটা উপেক্ষা করেন। তবে অনেক কারণে দাঁত দিয়ে রক্ত পড়তে পারে। সেই কারণগুলি খুঁজে বার করা দরকার। সাধারণত খুব বেশি চাপ দিয়ে দাঁত মাজলে, কোনও রকম চোট লাগলে, অন্তঃসত্ত্বা হলে বা শরীরে কোনও প্রদাহ হলে মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। চিকিৎসকেরা বলেন, সাধারণত ফাইবার বা আঁশযুক্ত খাবার মাড়ি বা দাঁত ভাল রাখতে সাহায্য করে। আবার অনেক খাবার মুখের মধ্যে লালার পরিমাণ বাড়িয়ে তুলতেও সাহায্য করে। দাঁত ভাল রাখার প্রথম এবং প্রধান শর্ত হল এনামেলের যত্ন নেওয়া। কারণ, দাঁতের উপর থাকা এনামেলের পরত কোনও ভাবে উঠে গেলেই দাঁত ক্ষয়ে যেতে শুরু করে। তাই দাঁতের যত্নে খেতে হবে এমন কিছু খাবার, যা এনামেলের যত্ন নেয় এবং মুখগহ্বরের মধ্যে ব্যাক্টেরিয়ার বাড়বাড়ন্ত রোধ করে।

১) জল

দাঁতের যে কোনও সমস্যা প্রাথমিক অবস্থায় সারিয়ে তুলতে পারে জল। পর্যাপ্ত পরিমাণে জল খেলে মুখে লালা উৎপানের প্রক্রিয়া সাবলীল থাকে। ফলে কোনও খাবার খাওয়ার পর, মুখের লালা স্বয়ংক্রিয় পদ্ধতিতেই দাঁত পরিষ্কার করে ফেলতে পারে।

২) দুগ্ধজাত খাবার

শুধু হাড় নয়, দাঁতের স্বাস্থ্যের জন্যে দুধ, দই, চিজ়ের মতো খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্ত খাবারে ক্যালশিয়াম এবং ফসফরাস রয়েছে যথেষ্ট পরিমাণে। যা সহজে দাঁতের এনামেল নষ্ট হতে দেয় না।

৩) গাজর

প্রাথমিক পর্যায়ে দাঁতের ক্ষয় রোধ করে এনামেল। ভিটামিন এ-র অভাবে এই এনামেল নষ্ট হয়ে যেতে পারে। নিয়মিত গাজর খেলে এই সমস্যা থাকে না। কারণ, গাজরে ভিটামিন এ রয়েছে যথেষ্ট পরিমাণে।

৪) গ্রিন টি

মুখের মধ্যে ব্যাক্টেরিয়ার দাপট রুখে দিতে পারে গ্রিন টি। কোনও কিছু খাওয়ার পরে মুখের দুর্গন্ধ দূর করতে মাউথ ওয়াশ ব্যবহার করেন অনেকেই। তবে হাতের কাছে মাউথ ওয়াশ না থাকলে গ্রিন টি দিয়েই সেই কাজ করে ফেলতে পারেন।

৫) কিউই

মাড়ি ভাল রাখতে ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ । লেবুজাতীয় ফল, স্ট্রবেরি ছাড়াও কিউইতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে। মুখের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে এই ফল।

৬) কাঠবাদাম

কাঠবাদামে ক্যালশিয়াম রয়েছে পর্যাপ্ত পরিমাণ। দাঁতের এনামেল নষ্ট হওয়া আটকাতে ক্যালশিয়াম অত্যন্ত প্রয়োজনীয়। মাড়ির জন্যেও কাঠবাদাম খাওয়া ভাল।

৭) পেঁয়াজ

মুখে গন্ধ হওয়ার ভয়ে পেঁয়াজ খান না? কিন্তু অনেকেই হয়তো জানেন না, কাঁচা পেঁয়াজে এমন কিছু উপাদান রয়েছে যা মুখের ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করে দিতে পারে। দাঁত কিংবা মাড়ি থেকে রক্ত পড়ার মতো সমস্যা হলে তা-ও নিয়ন্ত্রণে রাখতে পারে পেঁয়াজ।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Howrah | হাওড়া স্টেশনে প্রকাশ্যেই মহিলাকে কুপিয়ে খুন! গ্রেপ্তার প্রেমিক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যস্ত সময়ে স্টেশনে উপচে পড়ছে ভিড়। ঠিক সে সময় ঘটে গেল অঘটন। আঁতকে উঠলো গোটা হাওড়া স্টেশন চত্বর। দিনে দুপুরে...

Cooch Behar | কোচবিহারে ব্যবসায়ীদের ডাকা বনধকে সমর্থন সিপিএমের

0
কোচবিহার: কোচবিহারে (Cooch Behar) ব্যবসায়ীদের ডাকা বনধকে সমর্থন জানাল সিপিএম (CPM)। বুধবার সিপিএমের তরফে একটি সাংবাদিক সম্মেলন করে স্পষ্টভাবে জানানো হয়েছে, বনধে ব্যবসায়ীদের সমর্থন...

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল কৃষকের ছেলের, স্বপ্ন আইনজীবী হওয়ার

0
তুফানগঞ্জ: উচ্চমাধ্যমিকে (HS Result 2024) নজরকাড়া ফল চিলাখানা হাইস্কুলের (Chilakhana High School) ছাত্র রসিদুল হকের। তার প্রাপ্ত নম্বর ৪৫৩। রসিদুলের বাড়ি তুফানগঞ্জ ১ (Tufanganj)...

London | লন্ডনে ছুরির কোপে খুন ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধা! গ্রেপ্তার অভিযুক্ত আততায়ী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লন্ডনের (London) বাসস্টপে আচমকাই এক আততায়ীর ছুরির হামলায় প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত (Indian-origin) এক বৃদ্ধা। নিহত মহিলার নাম অনীতা মুখে...

Theft Case | ফাঁকা বাড়ির জানালা ভেঙে গয়না-টাকা চুরি

0
পুণ্ডিবাড়ি: ফাঁকা বাড়ির জানালা ভেঙে সোনার গয়না ও টাকা নিয়ে পালাল চোরেদের দল (Theft Case)। কোচবিহারের (Coochbehar) পুণ্ডিবাড়ি (Pundibari) থানার খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বনচুকামারির...

Most Popular