রাজ্য

বর্ধমান বইমেলায় দেদার বিক্রি গীতার, কী বলল আরএসএস-তৃণমূল?

বর্ধমান: লোকসভা ভোটের আগে ’ধর্মই’ যেন ভারতীয় রাজনীতির চালিকাশক্তি হয়ে উঠেছে। সেই মতোই মোদির গড়ে ’রাম মন্দির’ তো দিদির গড়ে ’জগন্নাথ মন্দির’ মাথা তুলে দাঁড়াচ্ছে। আর এমন আবহে সাধারণ মানুষ আবার যেন আরও বেশি করে ধর্মগ্রন্থ গীতায় আস্থাশীল হয়ে পড়ছেন। সেই আস্থার প্রকাশ ঘটেছে বই মেলাতেও। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাত ধরে উদ্বোধন হওয়া এবছরের পূর্ব বর্ধমান জেলা বইমেলায় দেদার বিক্রি হচ্ছে ’ভগবদগীতা’। বই মেলায় অন্য বইয়ের চাইতে ’গীতা’ বেশি বিক্রি হওয়ার কথা অকপটে স্বীকারও করে নিয়েছেন মেলায় স্টল খুলে বসা বিভিন্ন প্রকাশনা সংস্থার লোকজন।

পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে বেশ কয়েক বছর ধরে পূর্ব বর্ধমান জেলায় বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। সপ্তম বর্ষের সেই বইমেলা এবছর অনুষ্ঠিত হচ্ছে জেলার জামালপুর ব্লকে। রাজ্যের গ্রান্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ১১ জানুয়ারি সাতদিনের ওই বইমেলার উদ্বোধন করেন। মেলা প্রাঙ্গনে বিভিন্ন প্রকাশনা সংস্থার ৪৭টি বইয়ের স্টল ছাড়াও রয়েছে ১৭টি খাবারের স্টল এবং কুটির শিল্পের ৪টি স্টল। বইমেলার উদ্বোধনে এসে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিলেন, ‘বই বিবেককে খুলে দেয়। তাই বই আমাদের সম্পদ।‘

প্রকাশনা সংস্থার স্টলের এক কর্মী বিজয় সাহা বলেন, ‘পুরুলিয়ার বই মেলার চাইতেও পূর্ব বর্ধমান জেলা বই মেলায় বই কম বিক্রি হয়। তবে এবারের পূর্ব বর্ধমান জেলা বই মেলায় তুলনামূলকভাবে আমাদের স্টল থেকে গীতা বেশ ভালোই বিক্রি হয়েছে।‘ আরেকটি প্রকাশনা সংস্থার স্টলে থাকা তরুণ দাস জানান, তাঁদের স্টল থেকেও গীতা, রামায়ণ ও মহাভারত ভালোই বিক্রি হয়েছে। বাকি অন্যান্য বই কেনার ব্যাপারে সাধারণ মানুষজন তেমন আগ্রহ দেখাননি।

এ প্রসঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা কার্যকর্তা শান্তি মাল বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী অশান্ত পশ্চিমবঙ্গ। চুরি, রাহাজানি, মারপিট, খুনোখুনি, বোমাবাজি, এসব বাংলায় লেগেই বয়েছে। এই প্রেক্ষাপটে গীতা পাঠ যে খুবই জরুরি, সেটা বাংলার মানুষ ভালোভাবেই উপলব্ধি করেছেন।‘ যদিও জামালপুরের তৃণমূল বিধায়ক আলোক মাঝি পরিস্কার জানিয়ে দেন, ‘বই মেলা প্রাঙ্গনে বইয়ের স্টলগুলি থেকে বই বিক্রি কম হয়েছে, একথা ঠিক নয়। আর গীতা বেশি বিক্রির সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক আগেও ছিল না, এখনও নেই।‘

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Pension | পুরোনো পেনশন স্কিম ফেরাতে দেশজুড়ে আন্দোলনে রেলকর্মীরা, পাশে থাকার আশ্বাস মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নয়া পেনশন স্কিম তুলে দিয়ে পুরোনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবিতে…

41 seconds ago

বালুরঘাট: সংস্কারের অভাবে বিপদজনক ভাবে রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র৷ দেওয়ালে ধরেছে বড় বড় ফাটাল। যেকোন সময়…

4 mins ago

Elephant Corridor | হাতির করিডর যেন ডাম্পিং গ্রাউন্ড, বন দপ্তরের উদাসীনতায় ক্ষোভ

শুভ দত্ত, বিন্নাগুড়ি: হাতির করিডরে শহরের আবর্জনা। বন্যপ্রাণ বিপদে পড়লেও বন দপ্তর নীরব দর্শক। মোরাঘাট…

7 mins ago

Iran | রাইসির পরিবর্তে কে হবেন ইরানের প্রেসিডেন্ট? কোন পদ্ধতিতে নির্বাচন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চপার ভেঙে প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট (Iran) ইব্রাহিম রাইসি (Ebrahim Raisi)।…

23 mins ago

Part time teachers recruitment | আংশিক সময়ের শিক্ষক নিয়োগে বড় সিদ্ধান্ত! কী জানাল শিক্ষা দপ্তর?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের কোনও সরকারি বিদ্যালয়ে (Goverment school) স্কুল শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়া…

26 mins ago

BJP | আদালতে ধাক্কা বিজেপির! নির্বাচনি বিজ্ঞাপনে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপির (BJP) নির্বাচনি বিজ্ঞাপনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta…

29 mins ago

This website uses cookies.