Thursday, May 9, 2024
Homeরাজ্যদক্ষিণবঙ্গবর্ধমান বইমেলায় দেদার বিক্রি গীতার, কী বলল আরএসএস-তৃণমূল?

বর্ধমান বইমেলায় দেদার বিক্রি গীতার, কী বলল আরএসএস-তৃণমূল?

বর্ধমান: লোকসভা ভোটের আগে ’ধর্মই’ যেন ভারতীয় রাজনীতির চালিকাশক্তি হয়ে উঠেছে। সেই মতোই মোদির গড়ে ’রাম মন্দির’ তো দিদির গড়ে ’জগন্নাথ মন্দির’ মাথা তুলে দাঁড়াচ্ছে। আর এমন আবহে সাধারণ মানুষ আবার যেন আরও বেশি করে ধর্মগ্রন্থ গীতায় আস্থাশীল হয়ে পড়ছেন। সেই আস্থার প্রকাশ ঘটেছে বই মেলাতেও। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাত ধরে উদ্বোধন হওয়া এবছরের পূর্ব বর্ধমান জেলা বইমেলায় দেদার বিক্রি হচ্ছে ’ভগবদগীতা’। বই মেলায় অন্য বইয়ের চাইতে ’গীতা’ বেশি বিক্রি হওয়ার কথা অকপটে স্বীকারও করে নিয়েছেন মেলায় স্টল খুলে বসা বিভিন্ন প্রকাশনা সংস্থার লোকজন।

পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে বেশ কয়েক বছর ধরে পূর্ব বর্ধমান জেলায় বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। সপ্তম বর্ষের সেই বইমেলা এবছর অনুষ্ঠিত হচ্ছে জেলার জামালপুর ব্লকে। রাজ্যের গ্রান্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ১১ জানুয়ারি সাতদিনের ওই বইমেলার উদ্বোধন করেন। মেলা প্রাঙ্গনে বিভিন্ন প্রকাশনা সংস্থার ৪৭টি বইয়ের স্টল ছাড়াও রয়েছে ১৭টি খাবারের স্টল এবং কুটির শিল্পের ৪টি স্টল। বইমেলার উদ্বোধনে এসে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিলেন, ‘বই বিবেককে খুলে দেয়। তাই বই আমাদের সম্পদ।‘

প্রকাশনা সংস্থার স্টলের এক কর্মী বিজয় সাহা বলেন, ‘পুরুলিয়ার বই মেলার চাইতেও পূর্ব বর্ধমান জেলা বই মেলায় বই কম বিক্রি হয়। তবে এবারের পূর্ব বর্ধমান জেলা বই মেলায় তুলনামূলকভাবে আমাদের স্টল থেকে গীতা বেশ ভালোই বিক্রি হয়েছে।‘ আরেকটি প্রকাশনা সংস্থার স্টলে থাকা তরুণ দাস জানান, তাঁদের স্টল থেকেও গীতা, রামায়ণ ও মহাভারত ভালোই বিক্রি হয়েছে। বাকি অন্যান্য বই কেনার ব্যাপারে সাধারণ মানুষজন তেমন আগ্রহ দেখাননি।

এ প্রসঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা কার্যকর্তা শান্তি মাল বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী অশান্ত পশ্চিমবঙ্গ। চুরি, রাহাজানি, মারপিট, খুনোখুনি, বোমাবাজি, এসব বাংলায় লেগেই বয়েছে। এই প্রেক্ষাপটে গীতা পাঠ যে খুবই জরুরি, সেটা বাংলার মানুষ ভালোভাবেই উপলব্ধি করেছেন।‘ যদিও জামালপুরের তৃণমূল বিধায়ক আলোক মাঝি পরিস্কার জানিয়ে দেন, ‘বই মেলা প্রাঙ্গনে বইয়ের স্টলগুলি থেকে বই বিক্রি কম হয়েছে, একথা ঠিক নয়। আর গীতা বেশি বিক্রির সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক আগেও ছিল না, এখনও নেই।‘

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lucknow | দুই নাথের যুগলবন্দি নবাবি নগরীতে

0
রূপায়ণ ভট্টাচার্য, লখনউ: গোমতী নদীকে ডানদিকে রেখে গাছপালা ও পার্কের মাঝখান দিয়ে এগিয়ে গেলে পরপর পড়বে লখনউয়ের (Lucknow) চোখধাঁধানো বড়ে ইমামবাড়া (Bara Imambara) ও...

বাজ পড়লে নষ্ট হতে পারে টিভি-ফ্রিজ-মোবাইল, সুরক্ষিত রাখবেন কীভাবে?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুরু হয়েছে কালবৈশাখী। বেশ কিছু জায়গা থেকেই আসছে বজ্রপাতের খবর। বহু ক্ষেত্রে বিদ্যুৎ চমকানোর সময় সঠিক পদ্ধতি না মেনে চলার...
train is late in the rain storm, passengers are suffering

Siliguri | ঝড়-বৃষ্টিতে দেরিতে ট্রেন, দুর্ভোগ চরমে

0
সানি সরকার, শিলিগুড়ি: প্রাকৃতিক দুর্যোগের জেরে দুর্ভোগে ট্রেনযাত্রীরা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গগামী ট্রেন(Train) তো বটেই, অসম থেকে উত্তরবঙ্গ হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলা ট্রেনগুলিও...

ঘুমের মধ্যেও মাথায় চিন্তা ঘুরপাক খাচ্ছে? যা ডেকে আনতে পারে জটিল রোগ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘুমের মধ্যেও মন ছটফট, দুশ্চিন্তার ছোটাছুটি। চোখ বুজলেও মনে চিন্তা ঘুরপাক খেতে থাকে। স্বপ্নের মধ্যেও সেই একই ঘটনার প্রত্যাবর্তন। এমন...

Islampur | নিম্নমানের কাজের অভিযোগ! রাজ্য সড়ক সম্প্রসারণ রুখলেন কাউন্সিলার

0
ইসলামপুর: নিম্নমানের কাজের অভিযোগ তুলে রাস্তা নির্মাণ বন্ধ করলেন স্থানীয় কাউন্সিলার (Councillor) সহ আরও কয়েকজন কাউন্সিলারের প্রতিনিধি। শুধু তাই নয়, রাস্তার কাজে ব্যবহৃত সমস্ত...

Most Popular