Thursday, May 9, 2024
Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুরExtra Marital Affair | পরকীয়ার প্রতিবাদ, স্ত্রীকে তিনদিন ধরে আটকে রেখে ব্লেড...

Extra Marital Affair | পরকীয়ার প্রতিবাদ, স্ত্রীকে তিনদিন ধরে আটকে রেখে ব্লেড দিয়ে নির্যাতন স্বামীর

রায়গঞ্জ: পরকীয়ার(Extra Marital Affair) প্রতিবাদ করায় স্ত্রীকে ব্লেড দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, তিনদিন ধরে স্ত্রীকে ঘরে আটকে রেখে চলে পাশবিক নির্যাতন। এরপর নির্যাতিতার  বাপের  বাড়ির লোকেরা জখম(Injured) অবস্থায় তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের তেতুলতলা গ্রামে। বুধবার অভিযুক্ত স্বামী হাসিবুল হক সহ সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, জখম গৃহবধূর নাম মিনু বেগম (২৯)। বর্তমানে তিনি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। রায়গঞ্জ থানার নলপুকুর গ্রামের বাসিন্দা মিনু বেগমের সঙ্গে রায়গঞ্জ থানার শীতগ্রামগ্রাম গ্রাম পঞ্চায়েতের তেতুলতলার বাসিন্দা হাসিবুল হকের বিয়ে হয়। তাঁদের পাঁচ বছর ও নয় বছরের পুত্র সন্তান রয়েছে। মাস ছয়েক আগে গ্রামেরই এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে হাসিবুল। এই নিয়েই যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত। ১০ দিন আগে ওই যুবতীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্বামীকে দেখে ফেলে স্ত্রী(Wife)। এরপরই অভিযুক্ত(Accused) স্বামী পরিকল্পনা করে দুই সন্তানকে অন্যত্র সরিয়ে রেখে স্ত্রীকে বাড়িতে আটকে শরীরের একাধিক জায়গায় ব্লেড দিয়ে চিরে ঘরের মধ্যে আটকে রাখে। চারদিন ধরে মেয়ের ফোন না পেয়ে ওই বধূর বাবা জামাইয়ের বাড়িতে হাজির হলে এই অবস্থা দেখে রীতিমতো হতবাক হয়ে যান। এরপর বধূর পরিবারের বাকি সদস্যরা এসে রক্তাক্ত অবস্থায় ওই তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।  তারপরই স্বামী সহ সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

নির্যাতিতা মিনু বেগমের বলেন, ‘সম্প্রতি আমার স্বামীর সঙ্গে গ্রামেরই এক যুবতীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপরই স্বামী ও ওই যুবতীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলি। এই নিয়ে প্রতিবাদ করলে, স্বামী সহ শ্বশুরবাড়ি লোকজন বিষয়টি নিয়ে চুপ থাকতে বলে। কারণ, ওই যুবতীর পরিবার ধনী। তাদের ছেলেকে ফের বিয়ে দিয়ে যৌতুক নেওয়ার উদ্দেশ্য ছিল। আমি প্রতিবাদ করায় আমার ওপর পাশবিক নির্যাতন চালায়।‘ পুলিশ সুপার মহম্মদ সানা আক্তার বলেন, ‘লিখিত অভিযোগ দায়ের হয়েছে, অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।‘ রায়গঞ্জ মহিলা থানার পুলিশ আধিকারিক বলেন, ‘অভিযুক্তরা পলাতক তাদের খোঁজে তল্লাশি চলছে।‘

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Madrasa Result | দিনমজুরি করে সংসার চালান বাবা, আইএএস অফিসার হতে চায় দুঃস্থ পরিবারের...

0
রাঙ্গালিবাজনা: পরিবারে আর্থিক অনটন নিত্যসঙ্গী। তবুও এবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষাপর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় ৮২ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে দিনমজুরের ছেলে সাবির হোসেন। আলিপুরদুয়ার...

Road Accident | বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, জখম ২১

0
মাথাভাঙ্গা: যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছেন ২১ জন। বৃহস্পতিবার মাথাভাঙ্গা শহরের নবজীবন সংঘ এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন মাথাভাঙ্গা...

HS Result 2024 | স্বপ্ন আইনজীবী হওয়ার, দরিদ্রতাকে হারিয়ে উচ্চমাধ্যমিকের ফলাফলে তাক লাগাল নাগরাকাটার...

0
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: বাড়িতে অভাব নিত্যসঙ্গী। সংসারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। বাবা হাটে হাটে সবজি বিক্রি করে কোনওরকমে সংসার চালান। তাতে কি। জেদ...

C. V. Ananda Bose | ১ ঘন্টা ১৯ মিনিটের ফুটেজ প্রকাশ্যে, শ্লীলতাহানিকাণ্ডে কী বোঝাতে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C. V. Ananda Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। রাজভবনের তরফে বুধবারই জানিয়ে দেওয়া...

HS Result 2024 | বাবা কৃষক, দারিদ্রকে জয় করে উচ্চমাধ্যমিকে ৯৫ শতাংশ নম্বর পেল...

0
সিতাই: দারিদ্রকে জয় করে উচ্চমাধ্যমিকে নজরকাড়া সাফল্য সীমান্তের দুঃস্থ কৃষকের মেয়ের। সিতাই ব্লকের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ডাউয়াবাড়ি গ্রামের বাসিন্দা রাখি বর্মন। সিতাই হাইস্কুল থেকে...

Most Popular