রাজ্য

স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে একেরপর এক কোপ সেনাকর্মীর! রক্তারক্তি কাণ্ড বালুরঘাটে

বালুরঘাট: সেনাকর্মী স্বামীর সঙ্গে সংসার করতে ধর্নায় বসেছিলেন স্ত্রী। পুলিশি হস্তক্ষেপে বিষয়টি মিটমাট হয়। ঘটনার একদিন পরই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী-কে খুন করার চেষ্টার অভিযোগ উঠল ওই সেনাকর্মীর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা জখম অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণচক আলমে। এদিকে উত্তেজিত জনতা অভিযুক্ত সেনাকর্মী সোম মুর্মুকে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ বিশাল পুলিশবাহিনী। পরে পুলিশ সোম মুর্মুকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করে। এনিয়ে নির্যাতিতার মা লিখিত অভিযোগ দায়ের করেছে বালুরঘাট থানায়। এই ঘটনায় ওই সেনাকর্মীর বাবা, দুই দিদি ও সরকারি চাকরি করা জামাইবাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসপাতাল থেকে ছুটি পেলেই সোম মুর্মুকে গ্রেপ্তার করা হবে বলে পুলিশ জানিয়েছে।

বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চক আলমের বাসিন্দা সোম মুর্মু। পেশায় সেনাকর্মী। বর্তমানে রাজস্থানে কর্মরত। প্রায় বছর পাঁচেক আগে সোম মুর্মু রেজিস্ট্রি করে বিয়ে করেন কুমারগঞ্জ ব্লকের বটুন গ্রাম পঞ্চায়েতের বংশীপুরের ওই মহিলাকে। তার এক বছর পর সামাজিক অনুষ্ঠান করে বিয়ে করেন। বছর পাঁচেক আগে বিয়ে হলেও তাদের কোনও সন্তান নেই। প্রায় সাত মাস আগে থেকেই ওই দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়। স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানার পর থেকেই অশান্তি বাড়তে থাকে। অভিযোগ, ওই সময় ওই গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেয় স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যরা। তারপরই ওই মহিলা বালুরঘাট মহিলা থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। নিজের বিপদ বুঝে স্ত্রীর কাছে ভুল স্বীকার করে নেন স্বামী এবং মামলা তুলে নেওয়া কথা বলে। মামলা তুলে নিতেই স্ত্রীর সঙ্গে সংসার করবে না বলে সাফ জানিয়ে দেয় অভিযুক্ত।

এই ঘটনার পর গত শনিবার স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসেন স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি মিটমাট করে দেন এবং স্ত্রীকে স্বামীর বাড়িতে প্রবেশ করিয়েও দেন। এদিকে ওই রাতেই বাড়ি ছেড়ে বেরিয়ে যান সোম। গতকাল গভীর রাতে বাড়ি ফেরেন। ঘরের দরজা খুলতেই স্ত্রীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালাতে থাকেন। অভিযোগ, সেসময় মুখ ঢাকা ছিল সোমের। চিৎকার চেঁচামেচি করলে কোনও রকমে রক্ষা পান ওই মহিলা।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

জেমস লাভলকের উপন্যাস ও চা শিল্প

পঙ্কজ কুমার চট্টোপাধ্যায় বেশ কয়েক দশক ধরেই উত্তরবঙ্গ সহ সমগ্র চা শিল্পের ক্রমাবনতির লক্ষণ এবং…

17 mins ago

হৃৎপিণ্ডের রাজনীতিতে নারীরাই ব্রাত্য

রূপায়ণ ভট্টাচার্য লখনউয়ে গোমতী নদীর দু’পাড় বাঁধিয়ে দেওয়া এখন। একটা ব্রিজ থেকে আর একটা ব্রিজ।…

23 mins ago

CV Ananda Bose | রাজ্যপালের চেম্বারের ভিডিও পুলিশের হাতে! রাজভবনের তিন আধিকারিককে তলব পুলিশের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডে এবার নয়া মোড়। ঘটনার তদন্তে রাজভবনের তিন আধিকারিককে…

26 mins ago

চন্দ্রচূড়, অভীকদের কথা দয়া করে শুনুন

গৌতম সরকার তাপ কমেছে। প্রকৃতির তাপ। ভোটের উত্তাপও। উত্তরবঙ্গে ভোটগ্রহণ শেষ। ফলে প্রচারপর্বের তাপ আর…

38 mins ago

Accident | গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু ৫ জনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল ৫ জনের। শুক্রবার গভীর রাতে ঘটনাটি…

1 hour ago

West bengal weather update | শনিবারও বৃষ্টির সম্ভাবনা, আগামী সপ্তাহে ফের বঙ্গে হাওয়া বদলের ইঙ্গিত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিনের তীব্র গরমের পর এই আবহাওয়া বেশ উপভোগ করছেন রাজ্যবাসী।…

2 hours ago

This website uses cookies.