Tuesday, May 21, 2024
HomeBreaking News'বেঁচে আছি', মৃত্যুর গুজবে বিরক্ত হিথ স্ট্রিক

‘বেঁচে আছি’, মৃত্যুর গুজবে বিরক্ত হিথ স্ট্রিক

নিউজ ব্যুরো: মৃত্যুর গুজবে জল ঢাললেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক। বুধবার সকালে তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়ে। বিভিন্ন সংবাদ মাধ্যমে তা নিয়ে খবরও হয়। তারপরই স্ট্রিক জানিয়েছেন, এ খবর মিথ্যা। গুজব ছাড়া আর কিছুই নয়। তিনি বেঁচে আছেন এবং ভালো আছেন।

স্ট্রিকের প্রাক্তন সতীর্থ হেনরি ওলোঙ্গা বুধবার সকালে এক্সে (টুইটার) জানিয়েছিলেন, তাঁর প্রাক্তন সতীর্থ ক্যানসারের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর মারা গিয়েছেন। তবে কয়েক ঘণ্টা পরই ওলোঙ্গা এক্সে জানান, ‘হিথ স্ট্রিকের মৃত্যুর খবর ভুয়ো। আমার তাঁর সঙ্গে কথা হয়েছে। জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক জীবিত আছেন।’

অন্যদিকে, স্ট্রিকের বক্তব্য, ‘এটা সম্পূর্ণ গুজব এবং মিথ্যা। আমি বেঁচে আছি এবং ভালো আছি। সোশ্যাল মিডিয়ার যুগে যেভাবে কোনও কিছু যাচাই না করে ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া হল, তা দেখে আমি খুবই বিরক্ত।’ পাশাপাশি জিম্বাবোয়ের এই প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘এতে আমি আঘাত পেয়েছি। যিনি এই ভুয়ো খবর ছড়িয়েছেন তাঁর ক্ষমা চাওয়া উচিত।’

প্রসঙ্গত, হিথ স্ট্রিক দেশের হয়ে ১৮৯টি একদিনের ম্যাচ এবং ৬৫টি টেস্ট খেলেছেন। টেস্টে ১৯৯০ রান এবং ২১৬টি উইকেট রয়েছে তাঁর। সাদা বলের ক্রিকেটে ২৯৪৩ রান এবং ২৩৯টি উইকেট রয়েছে। ২০০৫-এ আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ খেলেন তিনি। দেশকে ২১টি টেস্ট এবং ৬৮টি একদিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন হিসেবে ধরা হয় তাঁকে। স্ট্রিক বেঁচে আছেন, এই খবরে খুশি ক্রিকেটপ্রেমীরা।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মাটিগাড়ায়। শপিংমল সংলগ্ন রেল সেতুর নিচের ঝোপঝাড়ে ওই দেহ উদ্ধার হয়েছে। দেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ...

Maynaguri | গাছ থেকে উদ্ধার নাবালক-নাবালিকার ঝুলন্ত দেহ, ময়নাগুড়িতে চাঞ্চল্য

0
ময়নাগুড়ি: গাছ থেকে উদ্ধার হল নাবালক ও নাবালিকার ঝুলন্ত দেহ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের চূড়াভাণ্ডার এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালকের বাড়ি ওই...

Sikkim | বর্ষা নিয়ে সতর্ক সিকিম, পাহাড় কাটায় নিষেধাজ্ঞা

0
শিলিগুড়ি: উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ কবে হবে, তা এখনও অনিশ্চিত। তবে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় জুন মাসেই বর্ষার আগমন নিয়ে আশাবাদী সিকিম। আর বর্ষা শুরু...

রামের ভোট বামে ফেরা নিয়ে প্রশ্ন

0
  আশিস ঘোষ বামের ভোট গিয়েছিল রামে। এবার রামের সেই ভোট ফিরে আসছে বামে। ভোটের বাজারে মোটামুটি এমনই একটা থিয়োরি বেশ চলছে। মর্মার্থ, বামের...

কন্যাসন্তানের লাঞ্ছনা প্রাপ্য নয় আর

0
  অভিজিৎ পাল সাতসকালেই সংবাদপত্রের পাতায় দেখি ‘দুঃস্বপ্ন’! কে বা কারা এক শিশুকন্যাকে বস্তাবন্দি করে ফেলে রেখে গিয়েছে শিলিগুড়ির শিবমন্দির এলাকায়। শিলিগুড়ি মানে তো এখন...

Most Popular