Tuesday, May 14, 2024
HomeBreaking Newsরাজস্থানেও শূন্য হল বামেরা, মুখরক্ষা তেলঙ্গনায়, একটি আসনে জয়ী সিপিআই   

রাজস্থানেও শূন্য হল বামেরা, মুখরক্ষা তেলঙ্গনায়, একটি আসনে জয়ী সিপিআই   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২১- এ পশ্চিমবঙ্গ বিধানসভাতে শূন্য হয়েছিল বামেরা। এবার রাজস্থানেও শূন্য হয়ে গেল সিপিএম। রাজস্থানে দুটি বিধানসভা ছিল সিপিএমের হাতে। এবারের ভোটে দুটি আসনই হাতছাড়া হয়েছে তাদের। তবে বামেদের মুখরক্ষা হয়েছে তেলঙ্গনায়। সেখানে একটিমাত্র আসনে জয়লাভ করেছে সিপিআই।

বামেদের একদা শক্ত ঘাঁটি বাংলায় বর্তমানে বামেরা শূন্য হয়ে গেলেও রাজস্থানে ধারাবাহিকভাবে ২-৩ টি আসনে জয়লাভ করে আসছিল সিপিএম। এবার মরুরাজ্যে সিপিএম প্রার্থী দিয়েছিল মোট ১২ টি আসনে। এই আসনগুলিতে খানিকটা শক্তিশালী সিপিএমের কৃষকসভা। কিন্তু দখলে থাকা ভদ্রা ও দুঙ্গাড়পুর আসন দুটি এবার হাতছাড়া হয়েছে।ভোট কাটাকাটির সুবাদে সেই আসনগুলি দখলে গিয়েছে বিজেপির। বাকি আসনেও জয়ের মুখ দেখেনি বামেরা।

জানা গিয়েছে, রাজস্থানে এবারের ভোটে সমঝোতা হয়নি কংগ্রেস সিপিএমের। ফলে সিপিএমের জেতা আসনে কংগ্রেস সিপিএমের ভোট ভাগাভাগি হওয়ায় জয়ের মুখ দেখেছে বিজেপি। ভদ্রা ও দুঙ্গাড়পুর আসন দুটিতে খুব কমসংখ্যক মার্জিনে জয়লাভ করে বিজেপি। রাজস্থানে ভোট গণনা শেষে দেখা যায় কংগ্রেস সিপিএমের আসন সমঝোতা না হওয়ায় কমপক্ষে ৬টি আসন হাতছাড়া হয়েছে তাঁদের।

এদিকে, বামেদের মুখরক্ষা হয়েছে তেলঙ্গনার কোঠাগুড়াম কেন্দ্রে। এই আসনে জয়ী হয়েছে সিপিআই। ওই রাজ্যে কংগ্রেসের সঙ্গে সিপি আইএর আসন সমঝোতা হলেও সিপিএমের সঙ্গে হয়নি। ভোটের আগে দুই রাজ্যেই কংগ্রেস ও সিপিএমের মধ্যে তিক্ততা চরমে উঠেছিল। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতাদের বামেদের সঙ্গে বোঝাপড়ায় রাজি করাতে পারেনি। রাহুল গান্ধির সঙ্গে কথা বলেছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তবু বরফ গলেনি। শুধু সিপিএম নয়, রাজস্থানে আদিবাসীদের স্থানীয় একটি দলের সঙ্গেও কংগ্রেস আসন সমঝোতা না হওয়ায় ভোট কাটাকাটিতে ১২ আসন হাতছাড়া হয়েছে কংগ্রেসের।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | সেবক রোড এবং বর্ধমান রোডের গাছ অন্যত্র প্রতিস্থাপনে পরিবেশ কমিটির বৈঠক

0
শিলিগুড়ি: শিলিগুড়ির সেবক রোড এবং বর্ধমান রোডে রাস্তা সম্প্রসারনের জন্যে ১৭৯টি গাছ অন্যত্র স্থানান্তরিত করতে হবে। গাছগুলি কোথায় স্থানান্তর করা হবে তা নিশ্চিত করতে...

Siliguri | ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতা পুরনিগমের

0
শিলিগুড়ি: ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় এবার শহরের সমস্ত সরকারি হাউজিং কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর পরিষ্কার করবে শিলিগুড়ি পুরনিগম। একবার পুরনিগম পরিষ্কার করে দেওয়ার পর...

Mumbai | মুম্বইয়ে বিধ্বংসী ধুলোঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ৮ , আহত প্রায় ৬০

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের ঘাটকোপারে বিধ্বংসী ধুলোঝড়ের দরুন হোর্ডিং ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ৮, আহত প্রায় ৬০ জন। ভেঙে পরা হোর্ডিংয়ের নীচে...

CBSE 2024 | সিবিএসই-র দশমে দার্জিলিং জেলায় সম্ভাব্য প্রথম দেবাং কৌশিক শর্মা, দ্বাদশে সেরা...

0
শিলিগুড়ি: সিবিএসই (CBSE 2024) বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় দার্জিলিং জেলায় সম্ভাব্য প্রথম হল জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের ছাত্র দেবাং কৌশিক শর্মা।  এছাড়াও ওই স্কুলেরই...

Maharashtra | গড়চিরৌলিতে বড় অভিযান, নিকেশ দুই মহিলাসহ ৩ মাওবাদী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল দুই মহিলাসহ তিন মাওবাদীর। গড়চিরৌলির পুলিশ সুপার নীলোৎপল এদিন জানান, নির্দিষ্ট...

Most Popular