উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এশিয়ান গেমসের প্রথম ম্যাচেই নাস্তানুবুদ ভারত। চিনের কাছে ৫-১ গোলে হেরে গেল সুনীল ছেত্রীর দল। প্রথমার্ধে সমতা থাকলেও খেলার শেষ ২০ মিনিটেই জাত চেনাল চিনের ফুটবলাররা। সুনীল ছেত্রী ছাড়া কোনও সিনিয়র তারকা না থাকার কারণেই এই ফল বলে মনে করছেন কোচ ইগর স্টিম্যাচ।
প্রথমার্ধে শক্তিশালী চিনের সঙ্গে সমানে সমানে টেক্কা দিচ্ছিল ভারত। বিরতির পরে চিন আক্রমণাত্মক ফুটবলের কাছে আত্মসমর্পণ করেন ভারতীয় ফুটবলাররা। খেলার সময় যত গড়িয়েছে ততই চিনের ফুটবলাররা বাড়িয়েছে আক্রমনের ঝাঁঝ। চিনের কৌশল ছিল আগে বিপক্ষকে দেখে নিয়ে তাদের শক্তি বুঝে পালটা আক্রমণ। সেই মতোই তারা খেলেছে। খেলার ১৭ মিনিটে চিনের পক্ষে প্রথম গোল করেন গাও তিয়ানি। ২৪ মিনিটে একটি পেনাল্টি আদায় করলেও ভারতের গোলরক্ষক গুরমিত তা সেভ করেন। বিরতিতে যাওয়ার ঠিক আগে ভারতের পক্ষে গোল করে ম্যাচে সমতা ফেরান রাহুল কেপি।
বিরতির পর থেকে আক্রমনের ঝাঁঝ বাড়াতে শুরু করে চিনের আক্রমনভাগ। ভারত এদিন ম্যাচে তার মধ্যে অন্তত তিনবার চিনের বক্সে হানা দিয়েছিল। রাহুল ফাঁকা গোল পেয়েও জালে জড়াতে ব্যার্থ হন। গোল করার সহজ সুযোগ নষ্ট করেন অধিনায়ক সুনীলও। খেলার শেষ ২০ মিনিটে পরপর চারটি গোল করেন চিনা ফুটবলাররা। গুরমিতের ভুলের কারনেও দুটো গোল করতে সক্ষম হয়েছে চিন। তাঁর হাত থেকে বহুবার বল বেরিয়ে গিয়েছে। সেইসময় চিন দেখিয়েছে অভিজ্ঞ দলের সংজ্ঞা কী হতে পারে।
প্রথম ম্যাচে চিনের কাছে বড় ব্যবধানে হারলেও গ্রুপের আরও দুটি ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচগুলিতে প্রস্তুতি নিয়ে খেলতে পারলে ভাল ফল হতেই পারে। এদিনের হার প্রসঙ্গে ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ বলেন, ‘পুরো শক্তির দল নিয়ে গেমসে না খেললে এই ফলই হবে। ঠিক সেটাই ঘটেছে। সুনীল ছেত্রী ছাড়া কোনও সিনিয়র তারকা দলে ছিলেন না। জুনিয়রদের নিয়ে চিনের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে পারা মুশকিল।’