Top News

‘শিক্ষক’ রাহুল গান্ধির পাঠশালাতে, অঙ্ক মেলাতে কাজে লাগল ‘মমতার’ সুত্র

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শেষ পর্যন্ত মমতার কথাতেই পড়ল সিলমোহর।বিজেপিকে হারাতে একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়ার প্রক্রিয়া শুরু করতে প্রদেশ সভাপতিদের নির্দেশ দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। পাশাপাশি তিনি স্পষ্ট বললেন, যদি প্রদেশ জোট জটিলতা কাটাতে না পারে তাহলে তিনি নিজে সেবিষয়ে হস্তক্ষেপ করবেন।

হায়দরাবাদে শনিবার থেকে শুরু হয়েছে কংগ্রেসের কর্মসমিতির বৈঠক। দলীয় সুত্রে জানা যাচ্ছে, কর্মসমিতির বৈঠকের দ্বিতীয় দিনে সব রাজ্যের সভাপতি ও চার রাজ্যের মুখ্যমন্ত্রী হাজির থাকবেন। প্রথমদিনের বৈঠকে আলোচনা হতে পারে ‘ইন্ডিয়া’ জোটে কংগ্রেসের ভূমিকা, অভিন্ন ন্যূনতম কর্মসূচি, জোট প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে দলের ভূমিকা ঠিক কি হবে বা হতে পারে তা নিয়ে। একই সঙ্গে নজরে থাকবে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে দলের রণকৌশল এবং প্রচার পদ্ধতি। রাজনৈতিক মহলের নজর অবশ্য ‘ইন্ডিয়া’ জোট নিয়ে রাহুলের দল কি ভূমিকা নেয় সেদিকে।

অন্যদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক বেনুগোপাল কে চন্দ্রশেখর রাওকে বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মোদি বিরোধী হিসাবে নিজেকে তুলে ধরলেও আদতে তিনি বিজেপির বন্ধুর ভূমিকা পালন করেন। সেই কারণেই বিআরএস ‘ইন্ডিয়া’ জোটে যোগ দেয়নি। তাই আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিআরএসের বিরুদ্ধে লড়াই করবে।’

উল্লেখ্য, রাহুল গান্ধি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও লালু পুত্র তেজস্বী যাদবের সঙ্গে বৈঠক করেছিলেন।শুক্রবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল বলেছিলেন জোটকে এগিয়ে নিয়ে যেতে হলে ঘর থেকেই পদক্ষেপ নিতে হবে।সুতরাং সকলের নজর বৈঠকের দ্বিতীয় দিনের দিকে। কারণ লোকসভার আগে কংগ্রেস হাইকমান্ড ‘ইন্ডিয়া’ নিয়ে কি বার্তা দেন সেদিকে।সুত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুত্রকেই মান্যতা দিয়ে রাহুল বলেছেন প্রথমে প্রতিটি রাজ্যে আসন সমঝোতা করার দায়িত্ব প্রদেশ নেতৃত্বের ওপর ছেড়ে দেওয়া হবে।আর না মানলে আসরে নামবেন খোদ রাহুল।

Mistushree Guha

Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

যেন ছোটখাটো কুটিরশিল্প! বাগডোগরা থেকে ২৬ লক্ষের মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার আবগারি দপ্তরের

শিলিগুড়ি: যেন ছোটখাটো কুটিরশিল্প। যেখানে রমরমিয়ে চলছিল ভেজাল মদ তৈরির কারবার। আর সেখানেই হানা দিয়ে…

3 mins ago

HS Result | বাবা রাজমিস্ত্রি, দারিদ্র্যকে জয় করে উচ্চমাধ্যমিকে ভালো ফল আংরাভাসার সোমার

গয়েরকাটা: দারিদ্র্যকে জয় করে উচ্চমাধ্যমিকে ভালো ফল করল বানারহাট ব্লকের সাঁকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের আংরাভাসা বংশীবদন…

11 mins ago

Balurghat | দীর্ঘ আট বছর পর সাজা ঘোষণা, খুনের দায়ে যাবজ্জীবন দুই অপরাধীর

বালুরঘাট: ফ্ল্যাশব্যাকে সময়টা ২০১৬ সালের ২৩ জুন। হিলি থানার অন্তর্গত জামালপুরে নিজের বাড়িতেই নৃশংসভাবে খুন…

18 mins ago

Raiganj | বন্ধ স্পিনিং মিলে তৈরি হচ্ছে টেক্সটাইল পার্ক, রায়গঞ্জে উদ্যোগ রাজ্যের

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: রাজ্য সরকারের উদ্যোগে উত্তর দিনাজপুরে (Uttar Dinajpur) তৈরি হচ্ছে সুসংহত টেক্সটাইল পার্ক।…

21 mins ago

জলাভূমি ভরাটের চেষ্টা! বর্ষায় প্লাবনের আতঙ্কে ক্ষুব্ধ বাসিন্দারা

চ্যাংরাবান্ধা: মাথাভাঙ্গা ১৬ নম্বর রাজ্য সড়কের পানিশালা এলাকায় জলনিকাশির জন্য রয়েছে নিকাশিনালা। সেই নালা দিয়েই…

33 mins ago

Jalpaiguri | উদ্বেগ বাড়ছে জলপাইগুড়িতে, বয়স ‘ভাঁড়িয়ে’ করানো হচ্ছে প্রসব

সৌরভ দেব, জলপাইগুড়ি: সংখ্যাতত্ত্ব রীতিমতো ভয় ধরাচ্ছে। জলপাইগুড়ি (Jalpaiguri) মেডিকেল কলেজ ও হাসপাতালে গত মার্চ…

38 mins ago

This website uses cookies.